ETV Bharat / state

কোভিড পরিস্থিতিতেও দুরন্ত ফর্ম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের - আসানসোল

কোরোনা পরিস্থিতিতেও দুরন্ত ফর্মে রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস৷ চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত 300টি রেলইঞ্জিন তৈরি করেছে তারা৷ এই সাফল্যের জন্য শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন কারখানার আধিকারিকরা৷

wb_asn_clw makes 300 engine_7203430
কোভিড পরিস্থিতিতেও দুরন্ত ফর্ম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের
author img

By

Published : Feb 5, 2021, 4:58 PM IST

আসানসোল, 5 ফেব্রুয়ারি: কোভিড পরিস্থিতিতেও অসাধারণ কর্মদক্ষতার প্রমাণ দিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডাব্লিউ)। চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত 300টি রেলইঞ্জিন বানাতে সক্ষম হয়েছে তারা৷ বৃহস্পতিবারই 300তম রেলইঞ্জিনটিকে তার গন্তব্য়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কারখানার মুখপাত্র মন্তার সিং।

কোভিড পরিস্থিতির জন্য সব শিল্পেই এখন ভাটার টান৷ চিত্তরঞ্জন রেলইঞ্জিন তৈরির কারখানাতেও থাবা বসিয়েছিল কোভিড। কর্মদিবস পাওয়া গিয়েছে মাত্র 215টি৷ আর এই 215 দিনেই 300 রেলইঞ্জিন বানিয়ে নজির গড়েছে চিত্তরঞ্জন রেল লোকোমোটিভ ওয়ার্কস৷

কারখানা সূত্রে খবর, চলতি অর্থবর্ষে প্রথম 150টি রেলইঞ্জিন বানাতে সময় লেগেছিল 129 দিন। কিন্তু, দ্বিতীয় ধাপে মাত্র 86 দিনেই 150 রেলইঞ্জিন বানিয়ে ফেলেছে সিএলডাব্লিউ। শুধু তাই নয়, শেষ 50টি রেলইঞ্জিন বানাতে মাত্র 27 দিন সময় লেগেছে। এক কথায় ঝড়ের গতিতেই কাজ করেছেন শ্রমিকরা।

আরও পড়ুন: 3 দিন বন্ধ পোষ্ট অফিস, পরিষেবা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ

এই সাফল্যের জন্য শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন চিত্তরঞ্জন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কাশ্যপ৷ তিনি বলেন, ‘‘এই আর্থিক বছরে 391টি রেল ইঞ্জিন বানানোর লক্ষ্য রয়েছে আমাদের। আগামী আর্থিক বছরে সব বাধা কাটিয়ে আমরা 500 রেল ইঞ্জিন তৈরি করব।’’

আসানসোল, 5 ফেব্রুয়ারি: কোভিড পরিস্থিতিতেও অসাধারণ কর্মদক্ষতার প্রমাণ দিল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডাব্লিউ)। চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত 300টি রেলইঞ্জিন বানাতে সক্ষম হয়েছে তারা৷ বৃহস্পতিবারই 300তম রেলইঞ্জিনটিকে তার গন্তব্য়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কারখানার মুখপাত্র মন্তার সিং।

কোভিড পরিস্থিতির জন্য সব শিল্পেই এখন ভাটার টান৷ চিত্তরঞ্জন রেলইঞ্জিন তৈরির কারখানাতেও থাবা বসিয়েছিল কোভিড। কর্মদিবস পাওয়া গিয়েছে মাত্র 215টি৷ আর এই 215 দিনেই 300 রেলইঞ্জিন বানিয়ে নজির গড়েছে চিত্তরঞ্জন রেল লোকোমোটিভ ওয়ার্কস৷

কারখানা সূত্রে খবর, চলতি অর্থবর্ষে প্রথম 150টি রেলইঞ্জিন বানাতে সময় লেগেছিল 129 দিন। কিন্তু, দ্বিতীয় ধাপে মাত্র 86 দিনেই 150 রেলইঞ্জিন বানিয়ে ফেলেছে সিএলডাব্লিউ। শুধু তাই নয়, শেষ 50টি রেলইঞ্জিন বানাতে মাত্র 27 দিন সময় লেগেছে। এক কথায় ঝড়ের গতিতেই কাজ করেছেন শ্রমিকরা।

আরও পড়ুন: 3 দিন বন্ধ পোষ্ট অফিস, পরিষেবা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ

এই সাফল্যের জন্য শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন চিত্তরঞ্জন কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কাশ্যপ৷ তিনি বলেন, ‘‘এই আর্থিক বছরে 391টি রেল ইঞ্জিন বানানোর লক্ষ্য রয়েছে আমাদের। আগামী আর্থিক বছরে সব বাধা কাটিয়ে আমরা 500 রেল ইঞ্জিন তৈরি করব।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.