ETV Bharat / state

Raniganj Road Accident case : রানিগঞ্জ 2 নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের - রানিগঞ্জ 2 নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

রাতের ডিউটি চলাকালীন রানিগঞ্জ 2 নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer dies in a Road accident)। মৃত অভিজিৎ মুখোপাধ্যায়ের (34) বাড়ি জে কে নগরে ।

Raniganj Road Accident case
ট্রাকের ধাক্কায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
author img

By

Published : Jan 8, 2022, 12:55 PM IST

রানিগঞ্জ ,8 জানুয়ারি : রানিগঞ্জ 2 নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer dies in a Road accident)। মৃত কর্মীর নাম অভিজিৎ মুখোপাধ্যায় (34) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি জে কে নগর । এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে অভিজিতের পরিবারে ।

অন্যদিকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে রানিগঞ্জ থানার পুলিশ । তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ট্রাক চালক ৷ পরিবার সূত্র থেকে জানা গিয়েছে, রাতের ডিউটি ছিল অভিজিতের । টহল চলাকালীন রানিগঞ্জের দু'নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ের কাছে হঠাৎই পুলিশের গাড়িটি খারাপ হয়ে যায় । গাড়িটিকে ঠিক করার করার চেষ্টা করছিলেন চালক এবং তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন অভিজিৎ । কিন্তু সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাঁকে । রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরেই পরে যান অভিজিৎ ।

আরও পড়ুন : করোনাবিধির মধ্যেও বাদুরঝোলা ভিড়, ডানকুনিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

তড়িঘড়ি রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । হাসপাতাল থেকে প্রথমে পাঞ্জাবি মোড় ফাঁড়িতে নিয়ে আসা হয় অভিজিতের মৃতদেহ এবং তারপর ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ ।

রানিগঞ্জ ,8 জানুয়ারি : রানিগঞ্জ 2 নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Civic volunteer dies in a Road accident)। মৃত কর্মীর নাম অভিজিৎ মুখোপাধ্যায় (34) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি জে কে নগর । এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে অভিজিতের পরিবারে ।

অন্যদিকে ঘাতক ট্রাকটিকে আটক করেছে রানিগঞ্জ থানার পুলিশ । তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ট্রাক চালক ৷ পরিবার সূত্র থেকে জানা গিয়েছে, রাতের ডিউটি ছিল অভিজিতের । টহল চলাকালীন রানিগঞ্জের দু'নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ের কাছে হঠাৎই পুলিশের গাড়িটি খারাপ হয়ে যায় । গাড়িটিকে ঠিক করার করার চেষ্টা করছিলেন চালক এবং তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন অভিজিৎ । কিন্তু সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাঁকে । রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরেই পরে যান অভিজিৎ ।

আরও পড়ুন : করোনাবিধির মধ্যেও বাদুরঝোলা ভিড়, ডানকুনিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

তড়িঘড়ি রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । হাসপাতাল থেকে প্রথমে পাঞ্জাবি মোড় ফাঁড়িতে নিয়ে আসা হয় অভিজিতের মৃতদেহ এবং তারপর ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.