অন্ডাল, 21 জুলাই: বেআইনি কয়লা খাদানের সন্ধান পেতে ড্রোনের সাহায্যে তদন্ত শুরু করল সিআইডি(CID investigates by flying drones in search of illegal coal mining in Andal)৷ বৃহস্পতিবার অন্ডালের হরিশপুর এলাকায় পরিদর্শন ও তদন্তের সময় সিআইডির সঙ্গে উপস্থিত ছিলেন ইসিএলের নিরাপত্তারক্ষী ও অন্ডাল থানার পুলিশ ।
অবৈধ কয়লা কারবারের তদন্তে সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে সিআইডি। গত কয়েকদিনে সিআইডির অভিযানে খনি এলাকা থেকে ধরা পড়েছে বেশ কয়েকজন অবৈধ কয়লার কারবারি । তাদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে গোয়েন্দারা । সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার অন্ডালের কাজোড়ার হরিশপুরে আসে সিআইডির তদন্তকারী দল । তালডাঙা-সহ বেশ কয়েকটি জায়গা তারা পরিদর্শন করে। দীর্ঘদিন ধরে এইসব এলাকাগুলিতে অবৈধভাবে কয়লা তোলা হত বলে অভিযোগ ।
আরও পড়ুন : বেআইনি পাচারে তৎপরতা, সিআইডি হেফাজতে 4 কয়লা মাফিয়া
অভিযোগ এখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কয়লা পাচার করা হত। আর তাই দুর্গম ও বিপজ্জনক অবৈধ খাদানগুলির হাল হকিকত জানতে এদিন ড্রোনের সাহায্য নেয় সিআইডি । সুরক্ষিত দূরত্বে দাঁড়িয়ে ড্রোনের সাহায্যে তাঁরা অবৈধ খাদানগুলির ছবি সংগ্রহ করে । পরে সেই ছবি বিশ্লেষণ করে জানা যাবে ঠিক কতগুলি অবৈধ খাদান রয়েছে এলাকায় । পাশাপাশি ঠিক কত পরিমাণ কয়লা সেইসব খাদানগুলি থেকে অবৈধভাবে তোলা হয়েছে তাও জানার চেষ্টা করবেন গোয়েন্দারা । সিআইডির এক অফিসার জানান, গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই এদিনের তদন্ত ৷
আরও পড়ুন : কয়লা কাণ্ডে লালা-সহ 41 জনের নামে চার্জশিট সিবিআইয়ের