আসানসোল, 7 নভেম্বর: ফের নয়া রেকর্ড গড়ল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । প্রথমবার ডব্লুএজি-9 টুইন লোকো একত্রিত করে 12 হাজার হর্সপাওয়ার বা অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস বা সিএলডব্লুউ । তাও আবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৷ জানা গিয়েছে, বিহারের মাধেপুরায় ফরাসী সংস্থাও এই ইঞ্জিন বানানোর কাজ করছে । কিন্তু ফরাসী সংস্থা তাদের নিজস্ব প্রযুক্তিতে এই রেল ইঞ্জিন বানাচ্ছে ৷ তবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো হচ্ছে 12 হাজার হর্সপাওয়ারের এই ইঞ্জিন ।
কারখানা সূত্রে খবর, রেলমন্ত্রকের পক্ষ থেকে এরকম 12 হাজার অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন 10টি রেলইঞ্জিন বানানোর বরাত তাদেরকে দেওয়া হয়েছে । এর মধ্যে একটি ইঞ্জিন ইতিমধ্যেই তৈরি করে পাঠানো হয়ে গিয়েছে । আরও 9টি এমন রেল ইঞ্জিন বানানো হবে । ফরাসী সংস্থা 11 বছরে 800 ইঞ্জিন প্রস্তুত করবে বলে খবর । অন্যদিকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার দক্ষ কর্মীদের দাবি, তাঁরাও এই কাজ করতে প্রস্তুত । চিত্তরঞ্জন রেল কারখানার শ্রমিক ইউনিয়নের নেতা ইন্দ্রজিৎ সিং বলেন, "বর্তমানে দুটি ইঞ্জিনের মধ্যেকার বাফার বাদ দিয়ে এই 12 হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন নির্মাণ করা হয়েছে । পরে যদি একটি কেবিন ও চাকার সংখ্যা কম করা হয়, তাহলে আরও সফল হবে এই ইঞ্জিন । সেক্ষেত্রে ফরাসী সংস্থার নির্মিত ইঞ্জিনের সঙ্গেও সমানভাবে টেক্কা দেবে দেশীয় প্রযুক্তির ইঞ্জিন ।"
জানা গিয়েছে, 45 থেকে 50টি মালগাড়ির বগিকে 120 কিলোমিটার গতিবেগে টেনে নিয়ে যেতে পারবে এই রেল ইঞ্জিন । দেশে সবচেয়ে বড় ফ্রেট করিডর তৈরি হচ্ছে । যার জন্য দ্রুত গতিতে পণ্যবাহী রেক টানার জন্য উচ্চক্ষমতা সম্পন্ন রেল ইঞ্জিন প্রয়োজন । ইতিমধ্যেই চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা 9 হাজার অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন রেল ইঞ্জিন বানিয়েছে । তবে এবার 12 হাজার অশ্বশক্তির রেল ইঞ্জিন বানিয়ে চমকে দিল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস । ইতিমধ্যেই রেল ইঞ্জিনটিকে জাতির উদ্দেশ্যে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন: 70 দিনে 100টি রেল ইঞ্জিন, সর্বকালীন সেরা রেকর্ড সিএলডব্লু'র
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা সূত্রে খবর, যমজ লোকো দুটিকে কোনও অতিরিক্ত ইনপুট খরচ ছাড়াই জুড়ে দিয়ে এই 12 হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন তৈরিতে সাফল্য পেয়েছে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস । তবে শুধু 12 হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন নয়, সামগ্রিক উৎপাদনে নজির সৃষ্টি করছে ও নিজেদের রেকর্ড ভাঙছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস চলতি আর্থিক বছরে 134টি কর্ম দিবসে 250 লোকোমোটিভ তৈরি করে একটি রেকর্ড গড়েছে ৷ যা গত বছর গড়তে 183 দিন সময় লেগেছিল । পরপর এই সাফল্যের জন্য চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের জিএম ডিপি দাস কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন ।