আসানসোল, 18 মে : গত আর্থিক বছরে 431 টি রেল ইঞ্জিন বানিয়ে বিশ্ব রেকর্ড করেছিল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস বা CLW । এই আর্থিক বছরে লকডাউনের কারণে উৎপাদন শুরু হয়নি । 49 দিন বিরতির পর মাত্র 3 দিনে 1 টি রেল ইঞ্জিন বানিয়ে ফেলল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার দক্ষ শ্রমিকরা ।
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মুখপাত্র মন্তার সিং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, 2020 থেকে 2021 - র প্রথম বৈদ্যুতিক ইঞ্জিন উৎপাদন করেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । WAG9H (32810) মডেলের ইঞ্জিন তৈরি হয়েছে । কোরোনার জন্য 49 দিনের বিরতির পর তৃতীয় দফার লকডাউনের মধ্যে গত 11 মে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় আবার ইঞ্জিন উৎপাদনের কাজ শুরু হয় । মাত্র 3 দিনের মধ্যেই চলতি আর্থিক বছরের প্রথম ইঞ্জিন তৈরি করে তারা ৷ সেই ইঞ্জিন চালানোও সম্ভব হয়েছে আজ ৷
যদিও লকডাউনের কারণে এবছর লক্ষ্যমাত্রা থেকে বেশ খানিক পিছনে চলছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ৷ তবুও, কারখানা কর্তৃপক্ষের দাবি, আগামীদিনে এই চাহিদাপূরণ তারা করতে সম্ভব হবে । গত 2 আর্থিক বছরে ইঞ্জিন উৎপাদনে পরপর বিশ্বরেকর্ড করেছে CLW । কারখানা কর্তৃপক্ষ আশা করছে এবছরও সেই ধারা বজায় থাকবে ৷