রানিগঞ্জ, 1 মে : করোনা আবহে পাঁচটা হাসপাতাল ঘুরেও মিলল না পরিষেবা ৷ পেটের ব্যাথায় রাস্তাতেই প্রাণ হারাল বছর সাতেকের এক শিশু ৷ নাম সাক্ষী কুমারী ৷ পরে মৃতের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ৷ প্রায় ঘণ্টা খানেক বিক্ষোভের পর পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা ৷ ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালের সামনে ৷
আরও পড়ুন : ফেরাল তিন হাসপাতাল, মৃত্যু মহিলার
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালে হঠাৎ করে পেটে ব্যাথা হতে শুরু করে সাক্ষীর ৷ অন্ডালের জামবাদ থেকে রানিগঞ্জ পর্যন্ত একের পর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে ৷ তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরেও পরিষেবা মেলেনি সাক্ষীর ৷ অবশেষে রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে পৌঁছালে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷
বিনা চিকিৎসায় সাক্ষীর মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যরা দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ ওই বেসরকারি হাসপাতালের সামনের 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ যার জেরে প্রায় ঘণ্টা খানেক যান চলাচল ব্যাহত হয় ৷ খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ আসে ৷ পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷ দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷