ETV Bharat / state

Pancham Dol Utsav at Kulti : পঞ্চম দোল উৎসবে মাতল কুলটির চট্টরাজ পরিবার - কুলটির খবর

পশ্চিম বর্ধমানের কুলটির মিঠানি গ্রামে পালিত হয় 'পঞ্চম দোল উৎসব' (Pancham Dol Utsav) ৷ চট্টরাজ পরিবারের (Chattaraj Family) এই উৎসব এখানকার প্রাচীন প্রথা ৷

Chattaraj Family of Kulti celebrates Pancham Dol Utsav
পঞ্চম দোল উৎসব
author img

By

Published : Mar 12, 2023, 2:01 PM IST

জমজমাট কুলটির চট্টরাজদের বাড়ি

কুলটি, 12 মার্চ: বাঙালির দোলযাত্রা শেষ ৷ সাঙ্গ হয়েছে হোলির পালাও ৷ তারপরও প্রথা মেনে খেলা হল রং, আবির ! এই ছবি পশ্চিম বর্ধমানের কুলটির মিঠানি গ্রামের ৷ এই আচারের নাম, 'পঞ্চম দোল উৎসব' (Pancham Dol Utsav) ৷ এটি মূলত এই গ্রামের চট্টরাজ পরিবারের নিজস্ব উৎসব ৷ নিয়ম অনুসারে, মূল দোলযাত্রার পর ঠিক পাঁচদিনের মাথায় এই দোল খেলা হয় ৷ সেই কারণেই উৎসবের এমন নামকরণ করা হয়েছে ৷

কুলটির মিঠানি গ্রাম বর্ধিষ্ণু এলাকা ৷ চট্টরাজ পরিবার (Chattaraj Family) এখানকার আদি বাসিন্দাদের অন্যতম ৷ বর্তমানে মিঠানি গ্রামে চট্টরাজদের 100টিরও বেশি পরিবার রয়েছে ! এই পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউ ৷ তাঁর আরাধনাতেই পঞ্চম দোল উৎসব পালন করা হয় ৷ তাতে সামিল হন চট্টরাজদের আট থেকে আশি ৷

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, মূল দোলযাত্রায় যেসমস্ত নিয়ম-কানুন রয়েছে, তার সঙ্গে পঞ্চম দোল উৎসবের কোনও ফারাক নেই ৷ দোল পূর্ণিমার পর চতুর্থীর রাতে চাঁদ উঠলে শুরু হয় পঞ্চম দোলের চাঁচর বা হোলিকা দহন রীতি ৷ মূলত চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউয়ের আরাধনায় পঞ্চম দোল উৎসব পালিত হলেও গ্রামের আরও দু'টি প্রাচীন শালগ্রাম শিলা দামোদরচন্দ্র জিউ এবং লক্ষীনারায়ণ জিউকেও এই উৎসবে অর্ঘ্য প্রদান করা হয় ৷ তাঁদের পুজো করা হয় ৷

পঞ্চম দোল উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ৷ সেই শোভাযাত্রায় তিন দেবতাকে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হয় ৷ কিছু সময়ের জন্য সেখানেই অধিষ্ঠিত হন তাঁরা ৷ তারপর সেখানেই হোলিকা দহন উৎসব পালিত হয় ৷ খড় দিয়ে তৈরি ঘর পুজো করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পোড়ানো হয় নানা রঙের আতসবাজি ৷ পঞ্চম দোলের দিন চট্টরাজদের দোল মন্দিরে প্রচুর জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয় ৷ সেখানে পুজো পান তিন দেবতা ৷ পুজোর পালা শেষ হলে শুরু হয় রং খেলা, পরস্পরকে আবির মাখানো ৷

আরও পড়ুন: বসন্ত উৎসবে রঙিন মালদা, আনন্দে মাতোয়ারা সাত থেকে সত্তর

চট্টরাজ পরিবারের দুই বধূ মহুয়া চট্টরাজ ও প্রিয়াঙ্কা চট্টরাজ এই প্রসঙ্গে বলেন, "বিয়ের আগে আমরা এই দোল উৎসবের বিষয়ে কিছুই জানতাম না ৷ বিয়ের পর থেকে ঠাকুরের সঙ্গে পঞ্চম দোল খেলি ৷ ভীষণ ভালো লাগে ৷ আগে বছরে একবার দোল খেলতাম ৷ এখন দু'বার খেলি ৷ এটি মূলত আমাদের পারিবারিক উৎসব ৷ একসঙ্গে সকলে মিলে অনেক আনন্দ করি ৷"

জমজমাট কুলটির চট্টরাজদের বাড়ি

কুলটি, 12 মার্চ: বাঙালির দোলযাত্রা শেষ ৷ সাঙ্গ হয়েছে হোলির পালাও ৷ তারপরও প্রথা মেনে খেলা হল রং, আবির ! এই ছবি পশ্চিম বর্ধমানের কুলটির মিঠানি গ্রামের ৷ এই আচারের নাম, 'পঞ্চম দোল উৎসব' (Pancham Dol Utsav) ৷ এটি মূলত এই গ্রামের চট্টরাজ পরিবারের নিজস্ব উৎসব ৷ নিয়ম অনুসারে, মূল দোলযাত্রার পর ঠিক পাঁচদিনের মাথায় এই দোল খেলা হয় ৷ সেই কারণেই উৎসবের এমন নামকরণ করা হয়েছে ৷

কুলটির মিঠানি গ্রাম বর্ধিষ্ণু এলাকা ৷ চট্টরাজ পরিবার (Chattaraj Family) এখানকার আদি বাসিন্দাদের অন্যতম ৷ বর্তমানে মিঠানি গ্রামে চট্টরাজদের 100টিরও বেশি পরিবার রয়েছে ! এই পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউ ৷ তাঁর আরাধনাতেই পঞ্চম দোল উৎসব পালন করা হয় ৷ তাতে সামিল হন চট্টরাজদের আট থেকে আশি ৷

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, মূল দোলযাত্রায় যেসমস্ত নিয়ম-কানুন রয়েছে, তার সঙ্গে পঞ্চম দোল উৎসবের কোনও ফারাক নেই ৷ দোল পূর্ণিমার পর চতুর্থীর রাতে চাঁদ উঠলে শুরু হয় পঞ্চম দোলের চাঁচর বা হোলিকা দহন রীতি ৷ মূলত চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউয়ের আরাধনায় পঞ্চম দোল উৎসব পালিত হলেও গ্রামের আরও দু'টি প্রাচীন শালগ্রাম শিলা দামোদরচন্দ্র জিউ এবং লক্ষীনারায়ণ জিউকেও এই উৎসবে অর্ঘ্য প্রদান করা হয় ৷ তাঁদের পুজো করা হয় ৷

পঞ্চম দোল উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ৷ সেই শোভাযাত্রায় তিন দেবতাকে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হয় ৷ কিছু সময়ের জন্য সেখানেই অধিষ্ঠিত হন তাঁরা ৷ তারপর সেখানেই হোলিকা দহন উৎসব পালিত হয় ৷ খড় দিয়ে তৈরি ঘর পুজো করে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পোড়ানো হয় নানা রঙের আতসবাজি ৷ পঞ্চম দোলের দিন চট্টরাজদের দোল মন্দিরে প্রচুর জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয় ৷ সেখানে পুজো পান তিন দেবতা ৷ পুজোর পালা শেষ হলে শুরু হয় রং খেলা, পরস্পরকে আবির মাখানো ৷

আরও পড়ুন: বসন্ত উৎসবে রঙিন মালদা, আনন্দে মাতোয়ারা সাত থেকে সত্তর

চট্টরাজ পরিবারের দুই বধূ মহুয়া চট্টরাজ ও প্রিয়াঙ্কা চট্টরাজ এই প্রসঙ্গে বলেন, "বিয়ের আগে আমরা এই দোল উৎসবের বিষয়ে কিছুই জানতাম না ৷ বিয়ের পর থেকে ঠাকুরের সঙ্গে পঞ্চম দোল খেলি ৷ ভীষণ ভালো লাগে ৷ আগে বছরে একবার দোল খেলতাম ৷ এখন দু'বার খেলি ৷ এটি মূলত আমাদের পারিবারিক উৎসব ৷ একসঙ্গে সকলে মিলে অনেক আনন্দ করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.