ETV Bharat / state

কম্পাউন্ডারের ভুল ইনজেকশনে মৃত্যু মহিলার! দুর্গাপুরের নার্সিংহোমে উত্তেজনা - ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ

Chaos Over Patient: ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ, মৃত্যু মহিলার ৷ মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ মৃতের পরিবারের ৷ অন্ডালের উখরাতে উত্তেজনা ৷ ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 8:00 PM IST

Updated : Dec 14, 2023, 10:38 PM IST

কম্পাউন্ডারের ভুল ইনজেকশনে মৃত্যু মহিলার

দুর্গাপুর, 14 ডিসেম্বর: ইনজেকশনের দেওয়ার পরই রোগীর মৃত্যু ৷ কম্পাউন্ডার ভুল ইনজেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে ওই রোগীর ৷ অভিযোগ রোগীর পরিবারের ৷ অভিযুক্ত কাম্পাউন্ডারকে ঘিরে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার ৷ বৃহস্পতিবার অন্ডালের উখড়ার একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা ৷ পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে কম্পাউন্ডারকে উদ্ধার করে নিয়ে যায় ৷

ঘটনার সূত্রপাত দিন দশেক আগে । অন্ডালের উখরার সফিকনগর এলাকার বাসিন্দা মুন্নি বিবি(45) ৷ জ্বরের উপসর্গ নিয়ে ওই নার্সিংহোমে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেইসময়েই চিকৎসক রাজেশ মাঝি তখনকার মতো ওষুধপত্র দিয়ে মুন্নিকে ছেড়ে দেয় । আবারও জ্বরের উপসর্গ শুরু হওয়ায় পরিবারের লোকজন দিন দুয়েক আগে তাকে ফের নার্সিংহোমই নিয়ে যায় চিকিৎসার জন্য। অভিযোগ এর পরই বাঁধে বিপত্তি ।

অভিযোগ, মুন্নিকে একটি ইনজেকশন দেওয়া মাত্রই তাঁর শরীরে ব়্যাশ বেরোতে দেখা যায় ৷ সারা শরীর কালো হয়ে ঝলসে যায় । ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের কাঁকসা থানার রাজবাধে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালে যাওয়ার আগেই মৃত্য়ু হয় তাঁর ৷ এরপরেই পরিবারের সদস্যরা রোগীর মৃতদেহ নিয়ে সোজা চলে আসেন অন্ডাল থানার উখরার নার্সিংহোমে ৷ ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ৷ নার্সিংহোমের এক কমপাউন্ডারের সঙ্গে ধস্তাধস্তি হয় রোগীর পরিবারের । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উখরা ফাঁড়ির পুলিশ ৷ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নার্সিংহোমের কর্মীদের ৷ একজনকে আটক করা হয়েছে ।

নার্সিংহোমের চিকিৎসক রাজেশ মাজি বলেন, "এই রোগী বহুবার আমার কাছে চিকিৎসার জন্য এসেছেন। এবারও জ্বর দিয়ে এসেছিলেন। অন্যান্য আরও বেশ কিছু উপসর্গ ছিল। আমি ইনজেকশন ও ওষুধ দেয়ার পর অ্যালার্জি দেখা দেয়। আমি অ্যালার্জি কমানোর জন্য স্টেরোয়েড ইনজেকশন দিয়েছিলাম। তারপর ওরা কোথায় নিয়ে গিয়েছিল কি হয়েছিল আমি জানিনা। আজ শুনলাম রোগীর দুর্ভাগ্যজনক মৃত্যুর কথা।"

আরও পড়ুন:

  1. ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে তুলকালাম, মালদা মেডিক্যালে ভাঙচুর
  2. ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা হাসপাতালে
  3. ভুয়ো চিকিৎসকের হাতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তপ্ত বানারহাট

কম্পাউন্ডারের ভুল ইনজেকশনে মৃত্যু মহিলার

দুর্গাপুর, 14 ডিসেম্বর: ইনজেকশনের দেওয়ার পরই রোগীর মৃত্যু ৷ কম্পাউন্ডার ভুল ইনজেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে ওই রোগীর ৷ অভিযোগ রোগীর পরিবারের ৷ অভিযুক্ত কাম্পাউন্ডারকে ঘিরে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার ৷ বৃহস্পতিবার অন্ডালের উখড়ার একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা ৷ পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে কম্পাউন্ডারকে উদ্ধার করে নিয়ে যায় ৷

ঘটনার সূত্রপাত দিন দশেক আগে । অন্ডালের উখরার সফিকনগর এলাকার বাসিন্দা মুন্নি বিবি(45) ৷ জ্বরের উপসর্গ নিয়ে ওই নার্সিংহোমে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেইসময়েই চিকৎসক রাজেশ মাঝি তখনকার মতো ওষুধপত্র দিয়ে মুন্নিকে ছেড়ে দেয় । আবারও জ্বরের উপসর্গ শুরু হওয়ায় পরিবারের লোকজন দিন দুয়েক আগে তাকে ফের নার্সিংহোমই নিয়ে যায় চিকিৎসার জন্য। অভিযোগ এর পরই বাঁধে বিপত্তি ।

অভিযোগ, মুন্নিকে একটি ইনজেকশন দেওয়া মাত্রই তাঁর শরীরে ব়্যাশ বেরোতে দেখা যায় ৷ সারা শরীর কালো হয়ে ঝলসে যায় । ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের কাঁকসা থানার রাজবাধে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালে যাওয়ার আগেই মৃত্য়ু হয় তাঁর ৷ এরপরেই পরিবারের সদস্যরা রোগীর মৃতদেহ নিয়ে সোজা চলে আসেন অন্ডাল থানার উখরার নার্সিংহোমে ৷ ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ৷ নার্সিংহোমের এক কমপাউন্ডারের সঙ্গে ধস্তাধস্তি হয় রোগীর পরিবারের । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উখরা ফাঁড়ির পুলিশ ৷ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নার্সিংহোমের কর্মীদের ৷ একজনকে আটক করা হয়েছে ।

নার্সিংহোমের চিকিৎসক রাজেশ মাজি বলেন, "এই রোগী বহুবার আমার কাছে চিকিৎসার জন্য এসেছেন। এবারও জ্বর দিয়ে এসেছিলেন। অন্যান্য আরও বেশ কিছু উপসর্গ ছিল। আমি ইনজেকশন ও ওষুধ দেয়ার পর অ্যালার্জি দেখা দেয়। আমি অ্যালার্জি কমানোর জন্য স্টেরোয়েড ইনজেকশন দিয়েছিলাম। তারপর ওরা কোথায় নিয়ে গিয়েছিল কি হয়েছিল আমি জানিনা। আজ শুনলাম রোগীর দুর্ভাগ্যজনক মৃত্যুর কথা।"

আরও পড়ুন:

  1. ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে তুলকালাম, মালদা মেডিক্যালে ভাঙচুর
  2. ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা হাসপাতালে
  3. ভুয়ো চিকিৎসকের হাতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তপ্ত বানারহাট
Last Updated : Dec 14, 2023, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.