দুর্গাপুর, 14 ডিসেম্বর: ইনজেকশনের দেওয়ার পরই রোগীর মৃত্যু ৷ কম্পাউন্ডার ভুল ইনজেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে ওই রোগীর ৷ অভিযোগ রোগীর পরিবারের ৷ অভিযুক্ত কাম্পাউন্ডারকে ঘিরে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার ৷ বৃহস্পতিবার অন্ডালের উখড়ার একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা ৷ পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে কম্পাউন্ডারকে উদ্ধার করে নিয়ে যায় ৷
ঘটনার সূত্রপাত দিন দশেক আগে । অন্ডালের উখরার সফিকনগর এলাকার বাসিন্দা মুন্নি বিবি(45) ৷ জ্বরের উপসর্গ নিয়ে ওই নার্সিংহোমে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেইসময়েই চিকৎসক রাজেশ মাঝি তখনকার মতো ওষুধপত্র দিয়ে মুন্নিকে ছেড়ে দেয় । আবারও জ্বরের উপসর্গ শুরু হওয়ায় পরিবারের লোকজন দিন দুয়েক আগে তাকে ফের নার্সিংহোমই নিয়ে যায় চিকিৎসার জন্য। অভিযোগ এর পরই বাঁধে বিপত্তি ।
অভিযোগ, মুন্নিকে একটি ইনজেকশন দেওয়া মাত্রই তাঁর শরীরে ব়্যাশ বেরোতে দেখা যায় ৷ সারা শরীর কালো হয়ে ঝলসে যায় । ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের কাঁকসা থানার রাজবাধে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালে যাওয়ার আগেই মৃত্য়ু হয় তাঁর ৷ এরপরেই পরিবারের সদস্যরা রোগীর মৃতদেহ নিয়ে সোজা চলে আসেন অন্ডাল থানার উখরার নার্সিংহোমে ৷ ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ৷ নার্সিংহোমের এক কমপাউন্ডারের সঙ্গে ধস্তাধস্তি হয় রোগীর পরিবারের । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উখরা ফাঁড়ির পুলিশ ৷ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নার্সিংহোমের কর্মীদের ৷ একজনকে আটক করা হয়েছে ।
নার্সিংহোমের চিকিৎসক রাজেশ মাজি বলেন, "এই রোগী বহুবার আমার কাছে চিকিৎসার জন্য এসেছেন। এবারও জ্বর দিয়ে এসেছিলেন। অন্যান্য আরও বেশ কিছু উপসর্গ ছিল। আমি ইনজেকশন ও ওষুধ দেয়ার পর অ্যালার্জি দেখা দেয়। আমি অ্যালার্জি কমানোর জন্য স্টেরোয়েড ইনজেকশন দিয়েছিলাম। তারপর ওরা কোথায় নিয়ে গিয়েছিল কি হয়েছিল আমি জানিনা। আজ শুনলাম রোগীর দুর্ভাগ্যজনক মৃত্যুর কথা।"
আরও পড়ুন: