ETV Bharat / state

Man Died by Accident: মপেডচালককে বেপরোয়া গাড়ির ধাক্কা, 15 ফুট 'উড়ে' রাস্তায় মুখ থুবড়ে পড়লেন প্রৌঢ় - দুর্ঘটনার খবর

আসানসোল দক্ষিণ থানার গোপালপুর এলাকায় (Accident in Asansol) ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ গেল মপেডচালক প্রৌঢ়ের (Man Died by Accident) ৷

CCTV Footage comes out after a Man Died by Accident in Asansol
দুর্ঘটনার মুহূর্ত
author img

By

Published : Feb 1, 2023, 12:01 PM IST

Updated : Feb 1, 2023, 9:33 PM IST

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

আসানসোল, 1 ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রৌঢ়ের (Man Died by Accident) ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানার গোপালপুর এলাকায় (Accident in Asansol) ৷ দুর্ঘটনার মুহূর্ত বন্দি হয়েছে সংশ্লিষ্ট সিসিটিভি ক্যামেরায় ৷ সেই ফুটেজ দেখলে বোঝা যাবে, দুর্ঘটনার সময় অসতর্ক ছিলেন প্রয়াত প্রৌঢ় ৷ তাঁর মাথায় হেলমেটও ছিল না ৷ অন্যদিকে, যে গাড়িটি তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায়, তার চালকও ছিলেন বেপরোয়া ৷ তিনি সময় মতো গাড়ি থামালে এই দুর্ঘটনা এড়ানো যেত ৷ ছবি থেকেই স্পষ্ট চালকের হাতে সেই সময়ও ছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও গাড়ি থামানোর কোনও চেষ্টাই করেননি চালক ৷ বরং দুর্ঘটনার পর দ্রুত গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন তিনি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত প্রৌঢ়ের নাম মিহির রায় ৷ বয়স 50 বছর ৷ তিনি আসানসোল দক্ষিণ থানার নরসমুদা গ্রামের বাসিন্দা ৷ দুর্ঘটনার সময় মিহির তাঁর মপেডে সওয়ার ছিলেন ৷ দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে বাইকে ধাক্কা লরির, মৃত 2

দুর্ঘটনার যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, মিহির তাঁর মপেডে নিয়ে জিটি রোড ধরে এগিয়ে আসেন ৷ তারপর রাস্তার ধারে বাঁদিক ঘেঁষে থেমে যান ৷ এরপর তিনি হয় ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করছিলেন, না-হলে রাস্তার অন্য দিকে যেতে চাইছিলেন ৷ কিন্তু, সেই সময়েই একটি চারচাকা ছোট যাত্রীবাহী গাড়ি তাঁর দিকে এগিয়ে আসছিল ৷ মিহির সেটা খেয়ালই করেননি ! তিনি মপেড নিয়ে রাস্তার মাঝামাঝি যেতেই ওই চারচাকা গাড়িটি তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায় ! এর ফলে মিহির রীতিমতো শূন্য়ে কিছুটা (প্রায় 15 ফুট) 'উড়ে' যান ! তারপর মুখ খুবড়ে রাস্তার উপর পড়েন ৷ তাঁর দু'চাকার যানটিও পাশে পড়ে যায় ৷ চারচাকা গাড়ির চালক দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেন ৷ পরে অবশ্য ওই গাড়ির চালক-সহ সব যাত্রীকেই আটক করা হয় ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, গোপালপুর এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে ৷ কয়েক মাস আগেও এমন ঘটনা ঘটেছে ৷ এর জন্য কুমারপুরের অসমাপ্ত রেল সেতু, রাস্তায় অনিয়ন্ত্রিত যানচলাচল এবং ট্রাফিক আইন ভাঙার প্রবণতাকেই দায়ী করছেন বাসিন্দারা ৷ এদিনের দুর্ঘটনার জন্য প্রয়াত মিহির রায় এবং চারচাকা গাড়ির চালক, দু'জনকেই দায়ী করছেন তাঁরা ৷

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ

আসানসোল, 1 ফেব্রুয়ারি: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রৌঢ়ের (Man Died by Accident) ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানার গোপালপুর এলাকায় (Accident in Asansol) ৷ দুর্ঘটনার মুহূর্ত বন্দি হয়েছে সংশ্লিষ্ট সিসিটিভি ক্যামেরায় ৷ সেই ফুটেজ দেখলে বোঝা যাবে, দুর্ঘটনার সময় অসতর্ক ছিলেন প্রয়াত প্রৌঢ় ৷ তাঁর মাথায় হেলমেটও ছিল না ৷ অন্যদিকে, যে গাড়িটি তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায়, তার চালকও ছিলেন বেপরোয়া ৷ তিনি সময় মতো গাড়ি থামালে এই দুর্ঘটনা এড়ানো যেত ৷ ছবি থেকেই স্পষ্ট চালকের হাতে সেই সময়ও ছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও গাড়ি থামানোর কোনও চেষ্টাই করেননি চালক ৷ বরং দুর্ঘটনার পর দ্রুত গাড়ি নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন তিনি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত প্রৌঢ়ের নাম মিহির রায় ৷ বয়স 50 বছর ৷ তিনি আসানসোল দক্ষিণ থানার নরসমুদা গ্রামের বাসিন্দা ৷ দুর্ঘটনার সময় মিহির তাঁর মপেডে সওয়ার ছিলেন ৷ দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে বাইকে ধাক্কা লরির, মৃত 2

দুর্ঘটনার যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, মিহির তাঁর মপেডে নিয়ে জিটি রোড ধরে এগিয়ে আসেন ৷ তারপর রাস্তার ধারে বাঁদিক ঘেঁষে থেমে যান ৷ এরপর তিনি হয় ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করছিলেন, না-হলে রাস্তার অন্য দিকে যেতে চাইছিলেন ৷ কিন্তু, সেই সময়েই একটি চারচাকা ছোট যাত্রীবাহী গাড়ি তাঁর দিকে এগিয়ে আসছিল ৷ মিহির সেটা খেয়ালই করেননি ! তিনি মপেড নিয়ে রাস্তার মাঝামাঝি যেতেই ওই চারচাকা গাড়িটি তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায় ! এর ফলে মিহির রীতিমতো শূন্য়ে কিছুটা (প্রায় 15 ফুট) 'উড়ে' যান ! তারপর মুখ খুবড়ে রাস্তার উপর পড়েন ৷ তাঁর দু'চাকার যানটিও পাশে পড়ে যায় ৷ চারচাকা গাড়ির চালক দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেন ৷ পরে অবশ্য ওই গাড়ির চালক-সহ সব যাত্রীকেই আটক করা হয় ৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, গোপালপুর এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে ৷ কয়েক মাস আগেও এমন ঘটনা ঘটেছে ৷ এর জন্য কুমারপুরের অসমাপ্ত রেল সেতু, রাস্তায় অনিয়ন্ত্রিত যানচলাচল এবং ট্রাফিক আইন ভাঙার প্রবণতাকেই দায়ী করছেন বাসিন্দারা ৷ এদিনের দুর্ঘটনার জন্য প্রয়াত মিহির রায় এবং চারচাকা গাড়ির চালক, দু'জনকেই দায়ী করছেন তাঁরা ৷

Last Updated : Feb 1, 2023, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.