ETV Bharat / state

CBI at Moloy Ghatak's House: আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা - কয়লাপাচার কাণ্ড

সাতসকালে আসানসোলের চেলিডাঙায় মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা (CBI raids at house of TMC Leader Moloy Ghatak) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 7, 2022, 9:44 AM IST

Updated : Sep 7, 2022, 10:30 AM IST

আসানসোল, 7 সেপ্টেম্বর: রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা । বুধবার সাতসকালে আসানসোলের চেলিডাঙায় মলয় ঘটকের পৈতৃক বাড়ি এবং আপকার গার্ডেনে তাঁর দফতর ও নতুন বাড়িতে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল (CBI raids West Bengal Law Minister and TMC leader Moloy Ghatak's residence in Asansol) ।

এছাড়া ভোটের সময় সায়নী ঘোষের জন্য একটি বাড়ি নেওয়া হয়েছিল । সেখানেও হানা দেয় সিবিআই । বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । একদিকে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে আজ, 7 সেপ্টেম্বর আসানসোল আদালতে পেশ করার কথা ৷ সেই সময় আচমকা কয়লাপাচার কাণ্ডে জড়িত থাকার (Moloy Ghatak Coal Scam) অভিযোগে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে সিবিআই

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে তৃতীয়বার মলয় ঘটককে নোটিস ইডি-র

সূত্রে জানা গিয়েছে, সিবিআই হানা দিলেও মন্ত্রী তাঁর বাড়িতে নেই। তাঁর দফতর যাঁরা সামলান এবং পরিবারের লোকেরা আছে । এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে । সিবিআই হানার খবর পেয়ে দূরে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল নেতার অনুগামীরা ।

স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । এর আগে গত বছরেও মলয়কে বেশ কয়েকবার ইডি তলব করেছিল । একবার তিনি হাজিরাও দিয়েছিলেন । তবে পরপর বেশ ক'বার তিনি ইডির জেরা এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর । আর এবার তাঁর বাড়িতে হানা দিল সিবিআই ।

আসানসোল, 7 সেপ্টেম্বর: রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা । বুধবার সাতসকালে আসানসোলের চেলিডাঙায় মলয় ঘটকের পৈতৃক বাড়ি এবং আপকার গার্ডেনে তাঁর দফতর ও নতুন বাড়িতে পৌঁছল সিবিআইয়ের বিশেষ দল (CBI raids West Bengal Law Minister and TMC leader Moloy Ghatak's residence in Asansol) ।

এছাড়া ভোটের সময় সায়নী ঘোষের জন্য একটি বাড়ি নেওয়া হয়েছিল । সেখানেও হানা দেয় সিবিআই । বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । একদিকে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে আজ, 7 সেপ্টেম্বর আসানসোল আদালতে পেশ করার কথা ৷ সেই সময় আচমকা কয়লাপাচার কাণ্ডে জড়িত থাকার (Moloy Ghatak Coal Scam) অভিযোগে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে সিবিআই

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে তৃতীয়বার মলয় ঘটককে নোটিস ইডি-র

সূত্রে জানা গিয়েছে, সিবিআই হানা দিলেও মন্ত্রী তাঁর বাড়িতে নেই। তাঁর দফতর যাঁরা সামলান এবং পরিবারের লোকেরা আছে । এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে । সিবিআই হানার খবর পেয়ে দূরে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল নেতার অনুগামীরা ।

স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । এর আগে গত বছরেও মলয়কে বেশ কয়েকবার ইডি তলব করেছিল । একবার তিনি হাজিরাও দিয়েছিলেন । তবে পরপর বেশ ক'বার তিনি ইডির জেরা এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর । আর এবার তাঁর বাড়িতে হানা দিল সিবিআই ।

Last Updated : Sep 7, 2022, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.