আসানসোল, 19 ফেব্রুয়ারি : এবার আসানসোলের ব্যবসায়ী জয়দেব মণ্ডল বাড়িতে সিবিআই আধিকারিকদের হানা। বেআইনি কয়লা পাচার কান্ডেই এই তল্লাশি । আজ সকালে আসানসোল উত্তর থানার কন্যাপুর এলাকায় জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের একটি বিশেষ দল হানা দেয় । দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চলছে বলে খবর । এর আগেও জয়দেব মণ্ডলকে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছিল। সেবার অবশ্য অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ।
বেআইনি কয়লা নিয়ে তৎপর হয়েছে সিবিআই । কয়লা পাচার কান্ডের মূলচক্রী অনুপ মাজি ওরফে লালা এখনও ফেরার। হদিশ নেই লালার আরেক সঙ্গী রত্নেশ ভার্মারও। ইতিমধ্যেই সিবিআই কোর্ট নোটিশ দিয়েছে লালা ও রত্নেশের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। এরই মাঝে জয়দেব মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের হানা ।
আরও পড়ুন : সিবিআই তৎপরতায় সক্রিয় পুলিশ, উদ্ধার বেআইনি কয়লা
একটি সাদা বোলেরো গাড়ি জয়দেব মন্ডলের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তাতে গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা । চারজনের প্রতিনিধি দল জয়দেব মণ্ডলের বাড়িতে ঢুকেছেন। রুদ্ধদ্বারে এই তল্লাশি চলছে । তদন্তের স্বার্থে কোনও কিছুই জানানো হচ্ছে না। সুত্রের খবর বেআইনি কয়লা কারবারে জড়িয়ে ছিল জয়দেব মণ্ডল। এমন তথ্য সিবিআইয়ের কাছে আছে । যদিও জয়দেব মণ্ডলের একাধিক ব্যবসাও রয়েছে ।