ETV Bharat / state

আসানসোলে জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি - কয়লা পাচার কান্ডের মূলচক্রী অনুপ মাজি

কয়লা পাচার কান্ডের মূলচক্রী অনুপ মাজি ওরফে লালা এখনও ফেরার। হদিশ নেই লালার আরেক সঙ্গী রত্নেশ ভার্মারও।

জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি
জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআই তল্লাশি
author img

By

Published : Feb 19, 2021, 1:34 PM IST

আসানসোল, 19 ফেব্রুয়ারি : এবার আসানসোলের ব্যবসায়ী জয়দেব মণ্ডল বাড়িতে সিবিআই আধিকারিকদের হানা। বেআইনি কয়লা পাচার কান্ডেই এই তল্লাশি । আজ সকালে আসানসোল উত্তর থানার কন্যাপুর এলাকায় জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের একটি বিশেষ দল হানা দেয় । দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চলছে বলে খবর । এর আগেও জয়দেব মণ্ডলকে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছিল। সেবার অবশ্য অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ।

বেআইনি কয়লা নিয়ে তৎপর হয়েছে সিবিআই । কয়লা পাচার কান্ডের মূলচক্রী অনুপ মাজি ওরফে লালা এখনও ফেরার। হদিশ নেই লালার আরেক সঙ্গী রত্নেশ ভার্মারও। ইতিমধ্যেই সিবিআই কোর্ট নোটিশ দিয়েছে লালা ও রত্নেশের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। এরই মাঝে জয়দেব মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের হানা ।

আরও পড়ুন : সিবিআই তৎপরতায় সক্রিয় পুলিশ, উদ্ধার বেআইনি কয়লা

একটি সাদা বোলেরো গাড়ি জয়দেব মন্ডলের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তাতে গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা । চারজনের প্রতিনিধি দল জয়দেব মণ্ডলের বাড়িতে ঢুকেছেন। রুদ্ধদ্বারে এই তল্লাশি চলছে । তদন্তের স্বার্থে কোনও কিছুই জানানো হচ্ছে না। সুত্রের খবর বেআইনি কয়লা কারবারে জড়িয়ে ছিল জয়দেব মণ্ডল। এমন তথ্য সিবিআইয়ের কাছে আছে । যদিও জয়দেব মণ্ডলের একাধিক ব্যবসাও রয়েছে ।

আসানসোল, 19 ফেব্রুয়ারি : এবার আসানসোলের ব্যবসায়ী জয়দেব মণ্ডল বাড়িতে সিবিআই আধিকারিকদের হানা। বেআইনি কয়লা পাচার কান্ডেই এই তল্লাশি । আজ সকালে আসানসোল উত্তর থানার কন্যাপুর এলাকায় জয়দেব মণ্ডলের বাড়িতে সিবিআইয়ের একটি বিশেষ দল হানা দেয় । দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চলছে বলে খবর । এর আগেও জয়দেব মণ্ডলকে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছিল। সেবার অবশ্য অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল ।

বেআইনি কয়লা নিয়ে তৎপর হয়েছে সিবিআই । কয়লা পাচার কান্ডের মূলচক্রী অনুপ মাজি ওরফে লালা এখনও ফেরার। হদিশ নেই লালার আরেক সঙ্গী রত্নেশ ভার্মারও। ইতিমধ্যেই সিবিআই কোর্ট নোটিশ দিয়েছে লালা ও রত্নেশের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। এরই মাঝে জয়দেব মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের হানা ।

আরও পড়ুন : সিবিআই তৎপরতায় সক্রিয় পুলিশ, উদ্ধার বেআইনি কয়লা

একটি সাদা বোলেরো গাড়ি জয়দেব মন্ডলের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তাতে গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা । চারজনের প্রতিনিধি দল জয়দেব মণ্ডলের বাড়িতে ঢুকেছেন। রুদ্ধদ্বারে এই তল্লাশি চলছে । তদন্তের স্বার্থে কোনও কিছুই জানানো হচ্ছে না। সুত্রের খবর বেআইনি কয়লা কারবারে জড়িয়ে ছিল জয়দেব মণ্ডল। এমন তথ্য সিবিআইয়ের কাছে আছে । যদিও জয়দেব মণ্ডলের একাধিক ব্যবসাও রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.