ETV Bharat / state

সিবিআইয়ের চার্জশিট অসম্পূর্ণ, দাবি এনামুলের আইনজীবীর - শেখর কুণ্ডু

বুধবার আসনসোলের সিবিআই আদালতে পেশ করা হয় গোরুপাচার চক্রের পান্ডা এনামুল হককে৷ তাঁর জামিনের আবেদন বাতিল করে দেন বিচারক৷ সরকার পক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় বাকি শুনানিও৷ যদিও এনামুলের আইনজীবীর দাবি, সিবিআইয়ের পেশ করা চার্জশিট অসম্পূর্ণ৷

wb_asn_enamul_chargsheet_detail_copy_7203430
সিবিআইয়ের চার্জশিট অসম্পূর্ণ, দাবি এনামুলের আইনজীবীর
author img

By

Published : Feb 10, 2021, 6:06 PM IST

আসানসোল, 10 ফেব্রুয়ারি : সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিট অসম্পূর্ণ৷ দাবি গোরুপাচার চক্রের পান্ডা এনামুল হকের আইনজীবী শেখর কুণ্ডুর৷ প্রসঙ্গত, দু’দিন আগেই এনামুল হকের চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বুধবার অভিযুক্তকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়৷ কিন্তু সরকার পক্ষের আইনজীবী অন্য মামলায় কলকাতা হাইকোর্টে থাকায় এদিনের শুনানি স্থগিত করেন বিচারক। নাকচ হয়ে যায় এনামুলের জামিনের আবেদনও৷

বুধবার এনামুলের আইনজীবী শেখর কুণ্ডু জানান, চার্জশিটে মোট 94 জনের সাক্ষ্য গ্রহণের কথা লেখা রয়েছে। অথচ এই 94 জন সাক্ষীর 164-এ ধারায় গোপন জবানবন্দী নেওয়ার কোনও উল্লেখ নেই। তাছাড়া, সাক্ষ্য গ্রহণ করার সময় আসামিপক্ষের আইনজীবীর সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা মানা হয়নি৷

আরও পড়ুন: গোরুপাচার মামলায় গ্রেপ্তার এনামুল

এই প্রসঙ্গে এনামুলের আইনজীবী বলেন, জবানবন্দির ভিডিও রেকর্ডিং করে রাখাটাও প্রয়োজন৷ কিন্তু এনামুলের মামলায় তাও মানা হয়নি৷ তাছাড়া, আদলতে চার্জশিট জমা করা হলেও এদিন চার্জশিটের সঙ্গে কোনও সিডি পেশ করা হয়নি৷

এসবের প্রেক্ষিতেই শেখর কুণ্ডু দাবি করেন, এই চার্জশিট অসম্পূর্ণ। তবে তিনি জামিনের আবেদন জানালেও বিচারক তাতে গুরুত্ব দেননি৷ যদিও এনামুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা দেওয়া হয়েছে, সেগুলি বিরাট কিছু নয়৷

আসানসোল, 10 ফেব্রুয়ারি : সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিট অসম্পূর্ণ৷ দাবি গোরুপাচার চক্রের পান্ডা এনামুল হকের আইনজীবী শেখর কুণ্ডুর৷ প্রসঙ্গত, দু’দিন আগেই এনামুল হকের চার্জশিট জমা দিয়েছে সিবিআই। বুধবার অভিযুক্তকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়৷ কিন্তু সরকার পক্ষের আইনজীবী অন্য মামলায় কলকাতা হাইকোর্টে থাকায় এদিনের শুনানি স্থগিত করেন বিচারক। নাকচ হয়ে যায় এনামুলের জামিনের আবেদনও৷

বুধবার এনামুলের আইনজীবী শেখর কুণ্ডু জানান, চার্জশিটে মোট 94 জনের সাক্ষ্য গ্রহণের কথা লেখা রয়েছে। অথচ এই 94 জন সাক্ষীর 164-এ ধারায় গোপন জবানবন্দী নেওয়ার কোনও উল্লেখ নেই। তাছাড়া, সাক্ষ্য গ্রহণ করার সময় আসামিপক্ষের আইনজীবীর সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা মানা হয়নি৷

আরও পড়ুন: গোরুপাচার মামলায় গ্রেপ্তার এনামুল

এই প্রসঙ্গে এনামুলের আইনজীবী বলেন, জবানবন্দির ভিডিও রেকর্ডিং করে রাখাটাও প্রয়োজন৷ কিন্তু এনামুলের মামলায় তাও মানা হয়নি৷ তাছাড়া, আদলতে চার্জশিট জমা করা হলেও এদিন চার্জশিটের সঙ্গে কোনও সিডি পেশ করা হয়নি৷

এসবের প্রেক্ষিতেই শেখর কুণ্ডু দাবি করেন, এই চার্জশিট অসম্পূর্ণ। তবে তিনি জামিনের আবেদন জানালেও বিচারক তাতে গুরুত্ব দেননি৷ যদিও এনামুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত ধারায় মামলা দেওয়া হয়েছে, সেগুলি বিরাট কিছু নয়৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.