আসানসোল, 17 জুন : সাতদিন ধরে সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে তার মুখ দিয়ে একটিও শব্দ উগড়াতে পারেনি সিবিআই । কোর্টের কাছেও সিবিআই সেই অভিযোগ করেছে যে সায়গল মুখ খুলছেন না (Silence in CBI interrogation Anubrata Mandal Bodyguard Saigal Hossain)। অন্যদিকে, গত সাতদিন ধরে একটিমাত্র ইলেকট্রিক বিল ছাড়া আর কোনও সম্পত্তি সায়গলের কাছ থেকে উদ্ধার করতে পারেনি সিবিআই । সায়গলের আইনজীবীদের মতে, চুপ থাকা সায়গলের মৌলিক অধিকার । তবে কোর্টের মতে তদন্তে সহযোগিতা করাও সায়গলের কর্তব্য । তাই তাকে পুনরায় 7 দিনের সিবিআই হেফাজতে পাঠান হয় ।
গত 9 জুন নিজাম প্যালেস দীর্ঘ জেরার পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল সিবিআই । 10 জুন তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল । বিচারক সায়গলকে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । সেই মত 7 দিনের সিবিআই হেফাজতের পর শুক্রবার তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় । দীর্ঘক্ষণ ধরে দুইপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে বিচারক 7 দিনের সিবিআই হেফাজতে পাঠান সায়গেল হোসেনকে ।
আরও পড়ুন : Anubrata Mandal Bodyguard : গরু পাচার মামলায় ফের আদালতে তোলা হল সায়গলকে
সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, 17-এ আইন অনুযায়ী রাজ্য সরকারের কোনও কর্মচারীকে গ্রেফতার করতে হলে রাজ্য সরকারের কাছে অনুমতি নিতে হবে । এক্ষেত্রে তা মানা হয়নি । যদিও বিচারক জানান, যেহেতু সিবিআইয়ের অভিযোগ সায়গলের কাছে বহু নিয়ম বহির্ভূত সম্পত্তি আছে এবং তা তিনি রাজ্য সরকারের চাকরি করে করেননি । তাই ওই আইন এক্ষেত্রে কার্যকরী নয় ।
তবে সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, 100 কোটির যে সম্পত্তির দাবি করা হয়েছিল, সে বিষয়ে কিছুই বলতে পারব না । এদিন সিবিআইও কিছু বলেনি । গত 7 দিন ধরে সিবিআই যা উদ্ধার করেছে তার সিজার লিস্ট কোর্টে জমা করেছে । সেই সিজার লিস্টে একটিমাত্র ইলেকট্রিক বিলের কথাই লেখা রয়েছে । অর্থাৎ বলাই যায় একটি মাত্র ইলেকট্রিক বিলই 7 দিনে সিবিআই উদ্ধার করতে পেরেছে ।
পাশাপাশি সিবিআই আইনজীবী কোর্টে জানায়, 7 দিনে সায়গল কোনও তথ্য জানায়নি। কার্যত চুপ ছিল সে । সায়গলের আইনজীবী জানান, চুপ করে থাকা সাইকেলের মৌলিক অধিকার ।
যদিও কোর্টের নির্দেশ একদিকে চুপ করে থাকাও যেমন সায়গলের মৌলিক অধিকার, তার পাশাপাশি তদন্তকে সহযোগিতা করাও তার কর্তব্য । তাই সাতদিনের পুনরায় সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ।