দুর্গাপুর, 29 নভেম্বর : অন্ডালের রাষ্ট্রায়ত্ত্ব ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের কাজোড়া এরিয়া অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ অপরদিকে, এরিয়ার প্রাক্তন জেনারেল ম্যানেজার নরেশকুমার সাহার বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায় বলে জানা গিয়েছে ৷ তবে, বাড়িতে তল্লাশি চলাকালীন প্রাক্তন GM ছিলেন না ৷ এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজোড়া এরিয়া অফিসে বেশ কিছুক্ষণ সময় থাকেন ৷ এমনকি সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ সূত্রের খবর, কোনও নথি যাতে লোপাট না হয় সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়েছে ৷
উল্লেখ্য, কয়লা চুরি ও গোরু পাচার কাণ্ড নিয়ে বেশ কয়েকদিন ধরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গোরু ও কয়লা পাচারের মধ্যে রয়েছে যোগাযোগ । CBI তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ সূত্রের খবর, কয়লা ও গোরু পাচারের কিংপিন নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে একে অপরকে সাহায্য করত । ইতিমধ্যে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য এসেছে তদন্তকারীদের হাতে । পাওয়া গিয়েছে প্রশাসন এবং প্রভাবশালী যোগসূত্রের প্রমাণ । বিষয়টি খতিয়ে দেখতে দিল্লি থেকে পাঠানো হয়েছে CBI-এর বিশেষ দল । দিল্লির সেই দলের নেতৃত্বে এই রাজ্যের তিরিশটি জায়গায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কলকাতা ছাড়াও আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, রানিগঞ্জেও চলে তল্লাশি ।