ETV Bharat / state

Cattle Smuggling Case: ফের 14 দিনের জেল হেফাজত অনুব্রতর, আজও জামিনের আবেদন করলেন না আইনজীবী - সায়গল হোসেন

ফের অনুব্রত মণ্ডলকে 14 দিনের জেল (Cattle Smuggling Case) হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআই বিশেষ আদালত (Anubrata Mondal at Asansol CBI Court) ৷ হলুদ পাঞ্জাবি পরে এদিন আদালতে ঢুকতে দেখা গিয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে ।

Cattle Smuggling Case Anubrata Mondal at Asansol CBI Court
Cattle Smuggling Case Anubrata Mondal at Asansol CBI Court
author img

By

Published : Dec 9, 2022, 11:51 AM IST

Updated : Dec 9, 2022, 2:20 PM IST

আসানসোল, 9 ডিসেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয় (Anubrata Mondal at Asansol CBI Court) ৷ সেখানে বিচারক তাঁকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দিয়েছেন ৷ অর্থাৎ, 22 ডিসেম্বর পর্যন্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে জেলেই থাকতে হবে ৷ অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিনও তাঁর জামিনের আবেদন করেননি ৷

প্রসঙ্গত, গত 25 নভেম্বর শেষবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে । সেদিনও অনুব্রতর আইনজীবী জামিনের কোনও আবেদন করেননি ৷ এমনকি সেবার কোনও সওয়াল-জবাবও হয়নি ৷ তবে, আজ সিবিআই আদালতে গরুপাচার মামলায় সিবিআই-এর আইনজীবী বিচারকের সামনে বেশ কিছু তথ্য পেশ করেছেন ৷ এদিন শুনানি শেষে অনুব্রতকে ফের 14 দিনের জেল হেফাজত দিয়েছেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক ৷ প্রসঙ্গত. আগামী 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে ৷ সেই কারণেই আজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় সায়গল হোসেনের আরও 1.5 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সম্প্রতি ইডি তদন্তে বেরিয়ে এসেছে, ভিন রাজ্যে অনুব্রত মণ্ডলের প্রচুর সম্পত্তির হদিশ ৷ রাজ্যের বিভিন্ন জায়গা জমি কেনা আছে এই তৃণমূল নেতার নামে ও বেনামে ৷ পাশাপাশি গত 14 দিনে সিবিআই তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, সেদিকেও নজর থাকবে সকলের ৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossian) বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তা করেছে ইডি ৷ সেই সূত্রে আজ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচার মামলায় নতুন কোনও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পেশ করেন কিনা, সেটাই দেখার ৷

আসানসোল, 9 ডিসেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয় (Anubrata Mondal at Asansol CBI Court) ৷ সেখানে বিচারক তাঁকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দিয়েছেন ৷ অর্থাৎ, 22 ডিসেম্বর পর্যন্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে জেলেই থাকতে হবে ৷ অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিনও তাঁর জামিনের আবেদন করেননি ৷

প্রসঙ্গত, গত 25 নভেম্বর শেষবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে । সেদিনও অনুব্রতর আইনজীবী জামিনের কোনও আবেদন করেননি ৷ এমনকি সেবার কোনও সওয়াল-জবাবও হয়নি ৷ তবে, আজ সিবিআই আদালতে গরুপাচার মামলায় সিবিআই-এর আইনজীবী বিচারকের সামনে বেশ কিছু তথ্য পেশ করেছেন ৷ এদিন শুনানি শেষে অনুব্রতকে ফের 14 দিনের জেল হেফাজত দিয়েছেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক ৷ প্রসঙ্গত. আগামী 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে ৷ সেই কারণেই আজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় সায়গল হোসেনের আরও 1.5 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সম্প্রতি ইডি তদন্তে বেরিয়ে এসেছে, ভিন রাজ্যে অনুব্রত মণ্ডলের প্রচুর সম্পত্তির হদিশ ৷ রাজ্যের বিভিন্ন জায়গা জমি কেনা আছে এই তৃণমূল নেতার নামে ও বেনামে ৷ পাশাপাশি গত 14 দিনে সিবিআই তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, সেদিকেও নজর থাকবে সকলের ৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossian) বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তা করেছে ইডি ৷ সেই সূত্রে আজ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচার মামলায় নতুন কোনও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পেশ করেন কিনা, সেটাই দেখার ৷

Last Updated : Dec 9, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.