ETV Bharat / state

Cattle Smuggling Case: ফের 14 দিনের জেল হেফাজত অনুব্রতর, আজও জামিনের আবেদন করলেন না আইনজীবী

ফের অনুব্রত মণ্ডলকে 14 দিনের জেল (Cattle Smuggling Case) হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআই বিশেষ আদালত (Anubrata Mondal at Asansol CBI Court) ৷ হলুদ পাঞ্জাবি পরে এদিন আদালতে ঢুকতে দেখা গিয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে ।

Cattle Smuggling Case Anubrata Mondal at Asansol CBI Court
Cattle Smuggling Case Anubrata Mondal at Asansol CBI Court
author img

By

Published : Dec 9, 2022, 11:51 AM IST

Updated : Dec 9, 2022, 2:20 PM IST

আসানসোল, 9 ডিসেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয় (Anubrata Mondal at Asansol CBI Court) ৷ সেখানে বিচারক তাঁকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দিয়েছেন ৷ অর্থাৎ, 22 ডিসেম্বর পর্যন্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে জেলেই থাকতে হবে ৷ অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিনও তাঁর জামিনের আবেদন করেননি ৷

প্রসঙ্গত, গত 25 নভেম্বর শেষবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে । সেদিনও অনুব্রতর আইনজীবী জামিনের কোনও আবেদন করেননি ৷ এমনকি সেবার কোনও সওয়াল-জবাবও হয়নি ৷ তবে, আজ সিবিআই আদালতে গরুপাচার মামলায় সিবিআই-এর আইনজীবী বিচারকের সামনে বেশ কিছু তথ্য পেশ করেছেন ৷ এদিন শুনানি শেষে অনুব্রতকে ফের 14 দিনের জেল হেফাজত দিয়েছেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক ৷ প্রসঙ্গত. আগামী 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে ৷ সেই কারণেই আজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় সায়গল হোসেনের আরও 1.5 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সম্প্রতি ইডি তদন্তে বেরিয়ে এসেছে, ভিন রাজ্যে অনুব্রত মণ্ডলের প্রচুর সম্পত্তির হদিশ ৷ রাজ্যের বিভিন্ন জায়গা জমি কেনা আছে এই তৃণমূল নেতার নামে ও বেনামে ৷ পাশাপাশি গত 14 দিনে সিবিআই তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, সেদিকেও নজর থাকবে সকলের ৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossian) বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তা করেছে ইডি ৷ সেই সূত্রে আজ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচার মামলায় নতুন কোনও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পেশ করেন কিনা, সেটাই দেখার ৷

আসানসোল, 9 ডিসেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) আজ ফের অনুব্রত মণ্ডলকে আসানোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয় (Anubrata Mondal at Asansol CBI Court) ৷ সেখানে বিচারক তাঁকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশে দিয়েছেন ৷ অর্থাৎ, 22 ডিসেম্বর পর্যন্ত তৃণমূলের বীরভূম জেলার সভাপতিকে জেলেই থাকতে হবে ৷ অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিনও তাঁর জামিনের আবেদন করেননি ৷

প্রসঙ্গত, গত 25 নভেম্বর শেষবার আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে । সেদিনও অনুব্রতর আইনজীবী জামিনের কোনও আবেদন করেননি ৷ এমনকি সেবার কোনও সওয়াল-জবাবও হয়নি ৷ তবে, আজ সিবিআই আদালতে গরুপাচার মামলায় সিবিআই-এর আইনজীবী বিচারকের সামনে বেশ কিছু তথ্য পেশ করেছেন ৷ এদিন শুনানি শেষে অনুব্রতকে ফের 14 দিনের জেল হেফাজত দিয়েছেন সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক ৷ প্রসঙ্গত. আগামী 16 ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত একটি শুনানি রয়েছে ৷ সেই কারণেই আজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় সায়গল হোসেনের আরও 1.5 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সম্প্রতি ইডি তদন্তে বেরিয়ে এসেছে, ভিন রাজ্যে অনুব্রত মণ্ডলের প্রচুর সম্পত্তির হদিশ ৷ রাজ্যের বিভিন্ন জায়গা জমি কেনা আছে এই তৃণমূল নেতার নামে ও বেনামে ৷ পাশাপাশি গত 14 দিনে সিবিআই তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, সেদিকেও নজর থাকবে সকলের ৷ প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossian) বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তা করেছে ইডি ৷ সেই সূত্রে আজ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচার মামলায় নতুন কোনও তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পেশ করেন কিনা, সেটাই দেখার ৷

Last Updated : Dec 9, 2022, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.