আসানসোল, 20 ফেব্রুয়ারি: আসানসোলের সেন্ট মেরি গরেটি গার্লস হাই স্কুলে শিবির করে স্বাস্থ্যপরীক্ষা ও সমীক্ষা চালানো হল প্রাথমিক স্তরের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের৷ সরকারে তরফে, তাদের হাতে, প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতেই এই ব্যাবস্থা৷
প্রায় ৪৫০ ছাত্রছাত্রীকে এদিন পরীক্ষা করা হয়৷ খুব তাড়াতাড়ি তাদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হবে৷ জানা গেছে আসানসোল মহকুমায় মোট ৮ টি সার্কেল আছে৷ এই আটটি স্কুলের প্রায় ৪৫০ জন বিশেষ শিশু পড়াশুনো করে। এদিন তাদের উপরেই সমীক্ষা চালানো হয়।
শিবিরের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজনীয়তা খতিয়ে দেখে নানা সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হবে। কানে শোনার মেশিন, হুইল চেয়ার থেকে শুরু করে আরও নানা সরঞ্জাম ও যন্ত্র লাগে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য। কোনওভাবে শারীরিক প্রতিবন্ধকতা যেন তাদের পঠনপাঠনের পথে বাধা না হয়ে দাঁড়ায়, তাই এই উদ্যোগ। সরকারের এই উদ্যোগে খুশি অভিভাবকেরা। তবে তাঁরা চাইছেন প্রতি বছর এই ধরনের শিবির হোক।