ETV Bharat / state

সাবধান ! উপকরণ দেখে তবেই কিনুন খোলাবাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজ়ার - WHO

হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরির মূল উপকরণ অ্যালকোহল ৷ সেটি কতটা পরিমাণে থাকা উচিত তা না জেনেই অনেকে হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করেছেন ৷

সাবধান ! উপকরণ দেখে তবেই কিনুন খোলাবাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজ়ার
সাবধান ! উপকরণ দেখে তবেই কিনুন খোলাবাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজ়ার
author img

By

Published : Jun 30, 2020, 4:50 PM IST

Updated : Jul 14, 2020, 4:47 PM IST

দুর্গাপুর, 30 জুন: হ্যান্ড স্যানিটাইজ়ার এখনআমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে ৷ ঘন্টায় ঘন্টায় এর ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি আমরা ৷বাজারে ঢুঁ মারলেই দেখা যাবে নানা কম্পানির হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি হচ্ছেবাজারে ৷ কিন্তু সেগুলোর উপকরণ না দেখেই কিনে বাড়ি নিয়ে যাচ্ছে মানুষ ৷ এতে একটাবিপদের হাত থেকে বাঁচতে গিয়ে আপনি আরও একটা বিপদ ডেকে আনছেন না তো ? এই বিষয়ে সাবধান করছেন দুর্গাপুরের CMERI (সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিংরিসার্চ ইনস্টিটিউট)-এর বিজ্ঞানীরা । শুধু সাবধানবাণী শুনিয়েই দায় সারেননি তারা ৷বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে হ্যান্ডস্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ তৈরি করেছেন ।

Covid-19-
এরপ্রকোপ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের অভিমত, মুখে মাস্ক পরতে হবে ৷ এছাড়া বারবারহাত জীবাণুমুক্ত করার জন্য হ্যান্ডওয়াশ, সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ারব্যবহার করতে হবে ৷ কোরোনা প্রকোপের প্রথমদিকে বাজার থেকে রাতারাতি উধাও হয়েগিয়েছিল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ । কালোবাজারে বিক্রি হচ্ছিল হ্যান্ডস্যানিটাইজ়ার ও হ্যান্ডওয়াশ । কিন্তু এখন বাজারে ঢালাও বিক্রি হচ্ছে হ্যান্ডস্যানিটাইজ়ার । লাল-নীল-হলুদ-সবুজ বিভিন্ন বর্ণ ও গন্ধের এই হ্যান্ডস্যানিটাইজ়ার এখন বেশ কম দামেই বিকোচ্ছে । কিন্তু সেগুলো কি আদৌও বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে তৈরি হয়েছে ? সাধারণ মানুষের তা জানার কথা নয় ৷বাজারের এইসব হ্যান্ড স্যানিটাইজ়ার নিয়ে অনেক অভিযোগও শোনা গেছে ৷

সাবধান ! উপকরণ দেখে তবেই কিনুন খোলাবাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজ়ার
হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরিরমূল উপকরণ অ্যালকোহল ৷ সেটি কতটা পরিমাণে থাকা উচিত তা না জেনেই অনেকে হ্যান্ডস্যানিটাইজ়ার তৈরি করেছেন ৷ দাবি দুর্গাপুরের CMERI-এর বিজ্ঞানীদের । এই সংস্থার ডিরেক্টর হরিশ হিরানিজানিয়েছেন, চিনে অতিরিক্ত মিথাইল মেশানো হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করতে গিয়ে বিপদেপড়েছিল মানুষ । তাই WHO-র নির্দেশিকা মেনে দুর্গাপুরের CMERI-র গবেষণাগারে তৈরি হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ওহ্যান্ড ওয়াশ ৷ মূলত দুই ধরনের হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়েছে এই গবেষণাগারে ৷একটি জেল ও অন্যটি লিকুইড ৷

দুর্গাপুর, 30 জুন: হ্যান্ড স্যানিটাইজ়ার এখনআমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে ৷ ঘন্টায় ঘন্টায় এর ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি আমরা ৷বাজারে ঢুঁ মারলেই দেখা যাবে নানা কম্পানির হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি হচ্ছেবাজারে ৷ কিন্তু সেগুলোর উপকরণ না দেখেই কিনে বাড়ি নিয়ে যাচ্ছে মানুষ ৷ এতে একটাবিপদের হাত থেকে বাঁচতে গিয়ে আপনি আরও একটা বিপদ ডেকে আনছেন না তো ? এই বিষয়ে সাবধান করছেন দুর্গাপুরের CMERI (সেন্ট্রাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিংরিসার্চ ইনস্টিটিউট)-এর বিজ্ঞানীরা । শুধু সাবধানবাণী শুনিয়েই দায় সারেননি তারা ৷বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে হ্যান্ডস্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ তৈরি করেছেন ।

Covid-19-
এরপ্রকোপ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের অভিমত, মুখে মাস্ক পরতে হবে ৷ এছাড়া বারবারহাত জীবাণুমুক্ত করার জন্য হ্যান্ডওয়াশ, সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ারব্যবহার করতে হবে ৷ কোরোনা প্রকোপের প্রথমদিকে বাজার থেকে রাতারাতি উধাও হয়েগিয়েছিল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ । কালোবাজারে বিক্রি হচ্ছিল হ্যান্ডস্যানিটাইজ়ার ও হ্যান্ডওয়াশ । কিন্তু এখন বাজারে ঢালাও বিক্রি হচ্ছে হ্যান্ডস্যানিটাইজ়ার । লাল-নীল-হলুদ-সবুজ বিভিন্ন বর্ণ ও গন্ধের এই হ্যান্ডস্যানিটাইজ়ার এখন বেশ কম দামেই বিকোচ্ছে । কিন্তু সেগুলো কি আদৌও বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে তৈরি হয়েছে ? সাধারণ মানুষের তা জানার কথা নয় ৷বাজারের এইসব হ্যান্ড স্যানিটাইজ়ার নিয়ে অনেক অভিযোগও শোনা গেছে ৷

সাবধান ! উপকরণ দেখে তবেই কিনুন খোলাবাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজ়ার
হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরিরমূল উপকরণ অ্যালকোহল ৷ সেটি কতটা পরিমাণে থাকা উচিত তা না জেনেই অনেকে হ্যান্ডস্যানিটাইজ়ার তৈরি করেছেন ৷ দাবি দুর্গাপুরের CMERI-এর বিজ্ঞানীদের । এই সংস্থার ডিরেক্টর হরিশ হিরানিজানিয়েছেন, চিনে অতিরিক্ত মিথাইল মেশানো হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করতে গিয়ে বিপদেপড়েছিল মানুষ । তাই WHO-র নির্দেশিকা মেনে দুর্গাপুরের CMERI-র গবেষণাগারে তৈরি হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ওহ্যান্ড ওয়াশ ৷ মূলত দুই ধরনের হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়েছে এই গবেষণাগারে ৷একটি জেল ও অন্যটি লিকুইড ৷
Last Updated : Jul 14, 2020, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.