ETV Bharat / state

করোনা সংক্রমণ রুখতে 3 দিন বাস বন্ধ রানিগঞ্জে

করোনা দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশ ও রাজ্যবাসী ৷ সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে ৷ বাড়ছে মৃত্যুর হারও ৷ গত 24 ঘণ্টায় রাজ্যর সংক্রমণ ও মৃত্যুর হার সর্বাধিক ৷ পরিস্থিতিতে বাস বন্ধের সিদ্ধান্ত পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ বাস কর্তৃপক্ষের ৷ আজ থেকে আগামী তিনদিন পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবোঝাই মিনিবাস ও বড় বাস ৷

করোনা সংক্রমণ রুখতে বাস বন্ধ
করোনা সংক্রমণ রুখতে বাস বন্ধ
author img

By

Published : May 1, 2021, 12:48 PM IST

Updated : May 1, 2021, 1:05 PM IST

রানিগঞ্জ, 1 মে : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিন দিনের জন্য মিনি ও বড় এই দুই ধরনের বাস বন্ধের সিদ্ধান্ত রানিগঞ্জ বাস অ্যাসোসিয়েশনের ৷ আজ অর্থাৎ 1 মে থেকে 3 মে এই তিন দিনের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এই সংস্থার সদস্যরা।

রাজ্যে ও দেশে করোনার ভয়াবহ পরিস্থিতিতে অধিকাংশ জায়গায় রাত্রীকালীন কার্ফু ও লকডাউন জারি হয়েছে ৷ ইতিমধ্যেই রাজ্যের বাজার আংশিক খোলা ৷ জমায়েত মূলক জায়গাগুলি বন্ধের আদেশ দিয়েছে রাজ্য সরকার ৷ করোনা সংক্রমণ রুখতে যাত্রী বোঝাই মিনিবাস ও বড় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রানিগঞ্জ বাস অ্যাসোসিয়েশেন৷ এই সংস্থার সভাপতি রানা রায় বলেন, রানিগঞ্জ শিল্পাঞ্চলে এই দু'ধরনের সমস্ত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

করোনা সংক্রমণের জেরে বাস বন্ধ থাকবে তিন দিন 1 মে থেকে 3 মে। একদিকে বাস কর্মীদের সুরক্ষা অন্যদিকে যাত্রীদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় সেকথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রানিগঞ্জ, 1 মে : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তিন দিনের জন্য মিনি ও বড় এই দুই ধরনের বাস বন্ধের সিদ্ধান্ত রানিগঞ্জ বাস অ্যাসোসিয়েশনের ৷ আজ অর্থাৎ 1 মে থেকে 3 মে এই তিন দিনের জন্য বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এই সংস্থার সদস্যরা।

রাজ্যে ও দেশে করোনার ভয়াবহ পরিস্থিতিতে অধিকাংশ জায়গায় রাত্রীকালীন কার্ফু ও লকডাউন জারি হয়েছে ৷ ইতিমধ্যেই রাজ্যের বাজার আংশিক খোলা ৷ জমায়েত মূলক জায়গাগুলি বন্ধের আদেশ দিয়েছে রাজ্য সরকার ৷ করোনা সংক্রমণ রুখতে যাত্রী বোঝাই মিনিবাস ও বড় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রানিগঞ্জ বাস অ্যাসোসিয়েশেন৷ এই সংস্থার সভাপতি রানা রায় বলেন, রানিগঞ্জ শিল্পাঞ্চলে এই দু'ধরনের সমস্ত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

করোনা সংক্রমণের জেরে বাস বন্ধ থাকবে তিন দিন 1 মে থেকে 3 মে। একদিকে বাস কর্মীদের সুরক্ষা অন্যদিকে যাত্রীদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় সেকথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Last Updated : May 1, 2021, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.