ETV Bharat / state

নানি-কে দেখতে লকডাউনে 12 কিলোমিটার হাঁটল দুই নাবালক - লকডাউন

বাড়ি যাওয়ার আগে নানির কাছেও দুই ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসেন পরিবারের লোকেরা । নানিকে দেখতে পেয়ে খুশি সরফরাজ ও ইমতিয়াজ ।

lockdown
lockdown
author img

By

Published : Aug 22, 2020, 1:52 PM IST

আসানসোল, 22 অগাস্ট : নানিকে খুব দেখতে ইচ্ছে করছিল দুই নাতির । তাই ছোট্ট ছোট্ট পায়ে কুলটির নিয়ামতপুর থেকে হেঁটে আসানসোলের রেলপারে আসছিল তারা । একজনের বয়স 6 বছর, অন্যজনের 5 বছর । তবে, আসানসোল ভগৎ সিং মোড়ে পুলিশকর্মীরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় ।

কুলটির নিয়ামতপুর এলাকার সরফরাজ (6) ও ইমতিয়াজ (5) । দুই ভাই । বাবা মহম্মদ পাপু দিনমজুর । আসানসোলের রেলপার এলাকায় তাদের মামাবাড়ি । দুই ভাই বায়না করে নানিকে দেখতে যাবে । কিন্তু, লকডাউন ও বৃষ্টির মধ্যে কীভাবে এতটা পথ ছেলেদের নিয়ে যাবেন তা চিন্তা করে বিষয়টি এড়িয়ে যান তাদের বাবা মহম্মদ পাপু । এদিকে খেলতে যাওয়ায় নাম করে বাড়িতে মিথ্যে বলে মামাবাড়ির উদ্দেশে হাঁটা দেয় সরফরাজ ও ইমতিয়াজ । লকডাউনের মধ্যেই বৃষ্টি ভিজে নিয়ামতপুর থেকে আসানসোল পর্যন্ত 12 কিলোমিটার পথ তারা হেঁটেই চলে আসে ।

আসানসোলে ভগত সিং মোড়ের কাছে দুই নাবালককে দেখে সন্দেহ হয় আসানসোল সাউথ পুলিশ পোস্টের কর্মীদের । কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতেই চোখ কপালে ওঠে পুলিশকর্মীদের । দুই নাবালককে পুলিশ পোস্টে এনে ঠিকানা জেনে নিয়ামতপুর ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হয় ।

অন্যদিকে, অনেকক্ষণ ধরে দুই ছেলেকে দেখতে না পেয়ে উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারের সদস্যদেরও । এরই মধ্যে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ওই পরিবারকে জানায়, তাঁদের দুই ছেলে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে রয়েছে । তড়িঘড়ি আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে আসে পরিবারের সদস্যরা । যথাসম্ভব প্রমাণ নিয়ে ওই দুই নাবালককে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ ।

আসানসোল, 22 অগাস্ট : নানিকে খুব দেখতে ইচ্ছে করছিল দুই নাতির । তাই ছোট্ট ছোট্ট পায়ে কুলটির নিয়ামতপুর থেকে হেঁটে আসানসোলের রেলপারে আসছিল তারা । একজনের বয়স 6 বছর, অন্যজনের 5 বছর । তবে, আসানসোল ভগৎ সিং মোড়ে পুলিশকর্মীরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় ।

কুলটির নিয়ামতপুর এলাকার সরফরাজ (6) ও ইমতিয়াজ (5) । দুই ভাই । বাবা মহম্মদ পাপু দিনমজুর । আসানসোলের রেলপার এলাকায় তাদের মামাবাড়ি । দুই ভাই বায়না করে নানিকে দেখতে যাবে । কিন্তু, লকডাউন ও বৃষ্টির মধ্যে কীভাবে এতটা পথ ছেলেদের নিয়ে যাবেন তা চিন্তা করে বিষয়টি এড়িয়ে যান তাদের বাবা মহম্মদ পাপু । এদিকে খেলতে যাওয়ায় নাম করে বাড়িতে মিথ্যে বলে মামাবাড়ির উদ্দেশে হাঁটা দেয় সরফরাজ ও ইমতিয়াজ । লকডাউনের মধ্যেই বৃষ্টি ভিজে নিয়ামতপুর থেকে আসানসোল পর্যন্ত 12 কিলোমিটার পথ তারা হেঁটেই চলে আসে ।

আসানসোলে ভগত সিং মোড়ের কাছে দুই নাবালককে দেখে সন্দেহ হয় আসানসোল সাউথ পুলিশ পোস্টের কর্মীদের । কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতেই চোখ কপালে ওঠে পুলিশকর্মীদের । দুই নাবালককে পুলিশ পোস্টে এনে ঠিকানা জেনে নিয়ামতপুর ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হয় ।

অন্যদিকে, অনেকক্ষণ ধরে দুই ছেলেকে দেখতে না পেয়ে উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারের সদস্যদেরও । এরই মধ্যে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ওই পরিবারকে জানায়, তাঁদের দুই ছেলে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে রয়েছে । তড়িঘড়ি আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে আসে পরিবারের সদস্যরা । যথাসম্ভব প্রমাণ নিয়ে ওই দুই নাবালককে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.