জামুড়িয়া, 20 মে : তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত জামুড়িয়া ৷ বুধবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার মদনতোড় পঞ্চায়েতের তালতোড় গ্রামে ৷ তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে ঘিরে চলে বোমাবাজি ৷ উভয় পক্ষের বোমাবাজিতে দুই গ্রামবাসী সহ জখম এক তৃণমূল কর্মী ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ ।
জখমদের জামুড়িয়ার আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । জখম তিনজনের শরীরে বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে বলে জানা গিয়েছে ।
ভোট-পরবর্তী এই হিংসার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে এলাকাবাসী ৷ রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে চলছে কার্যত লকডাউন ৷ ঠিক সেই সময় জামুড়িয়ার এই ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ৷
আরও পড়ুন : প্রথমবার রাজ্যে দৈনিক মৃত্যু পেরোল দেড়শো, স্বস্তি সুস্থতার হারে
গোটা ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ ৷