দুর্গাপুর, 27 নভেম্বর: গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠনের দফতরে বোমাবাজির অভিযোগ দুর্গাপুরে । এখানেই শনিবার কর্মী সম্মেলনে আসেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার থেকে শুরু করে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির বিধায়ক এবং নেতারাও ছিলেন অভিনেতার সঙ্গে । শনিবার সন্ধ্যায় তাঁরা সভা শেষে ফিরে যেতেই রাত প্রায় 10টা নাগাদ দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন বিএমএসের অফিস লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ( Alleged Bombing at Durgapur BMS Office) । এই কার্যালয় থেকেই দীর্ঘ কয়েকমাস ধরে এবিভিপির কাজ হচ্ছে ।
জানা গিয়েছে, ভেতরে সেইসময় চার থেকে পাঁচজন এভিবিপি নেতা ছিলেন । বোমা এসে পডায় কার্যালয়ের একটি ঘরে আগুন লেগে যায় । ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই-সহ অন্য বিজেপি নেতা-কর্মীরা । বিধায়ক বলেন, "আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়ে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে । রাজ্য জুড়ে বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে। পুলিশ দোষীদের গ্রেফতার না করলে আমরা পালটা আন্দোলনে নামব ।"
আরও পড়ুন: ক্ষমা না চাইলে শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ করানোর হুঁশিয়ারি কুণালের
ছাত্র নেতা সুমন বেহেরা জানান, 4-5 জন আসে বাইক নিয়ে । তারা বোমাবাজি করে । সামনেই এভিবিপি র সম্মেলন । তারই প্রস্তুতি চলছে । তাই এই সম্মেলনকে ভেস্তে দিতে এই বোমাবর্ষণ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ । তদন্ত শুরু করেছে ।