ETV Bharat / state

Body found in Durgapur : বসুন্ধরা পার্কে উদ্ধার হওয়া দেহ শনাক্ত, খুনের মামলার তদন্ত শুরু পুলিশের

author img

By

Published : Dec 23, 2021, 10:14 AM IST

বুধবার দুর্গাপুরের বসুন্ধরা পার্কে উদ্ধার হওয়া মহিলার দেহ বেনাচিতির নূতন পল্লির বাসিন্দা শোভারানি দাসের (body found in durgapur park identified) ৷ মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি ৷ রাতে তাঁর ছেলে ও মেয়ে ফরিদপুর ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ৷ আর বুধবার সকালেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় (Body found in Durgapur) ৷

Body recover in Durgapur
Body recover in Durgapur

দুর্গাপুর, 23 ডিসেম্বর : বুধবার সকালে দুর্গাপুরের নেতাজিনগর সুভাষ রোডের পাশে বসুন্ধরা পার্কে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয় (Body found in Durgapur) ৷ আজ ওই মহিলার পরিবার তাঁর দেহ শনাক্ত করেছে ৷ তাঁর নাম শোভারানি দাস, বয়স 39 বছর (body found in durgapur park identified) ৷ তিনি বেনাচিতি নূতন পল্লির বাসিন্দা ৷ তাঁর স্বামীর নাম প্রদীপ দাস ৷ এক ছেলে সঞ্জীব দাস এবং মেয়ে মিলি দাস ৷ তিনি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বের হন ৷

পুলিশ সূত্রে খবর, শোভরানি দাস একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন ৷ সেই সূত্রে একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার থেকে ঋণ নিয়ে ছিলেন তিনি ৷ এমনকি তাঁর সূত্রে অনেকেই সেই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন ৷ সেই সূত্রে তাঁকে খুন করা হয়েছে কিনা ? তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ প্রসঙ্গত, শোভারানি দাসের গলা এবং হাতের আঙুলে সোনার চেন ও আংটি ছিল ৷ সেগুলি তাঁর দেহ থেকে পাওয়া যায়নি ৷ এমনকি শোভারানি দাসের মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না ৷

মঙ্গলবার রাতে শোভারানি দাসের ছেলে ও মেয়ে ফরিদপুর ফাঁড়িতে তাঁর মায়ের নিখোঁজে অভিযোগ জানাতে গিয়েছিল ৷ কিন্তু, 24 ঘণ্টা না হওয়ায়, পুলিশ নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেনি ৷ তবে, শোভারানি দাসের খোঁজে তদন্ত শুরু করে দিয়েছিল ৷ এমনকি রাতে শোভারানি দাসের মোবাইল ফোন বন্ধ ছিল ৷ এর পরেই বুধবার সকালে দুর্গাপুরের নেতাজিনগর সুভাষ রোডের পাশের বসুন্ধরা পার্কে তাঁর দেহ উদ্ধার হয় ৷ ফরিদপুর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধারের খবর পেয়ে, শোভরানি দাসের পরিবারকে খবর দেয় ৷ তাঁরা গিয়ে দেহ শনাক্ত করেন ৷

দুর্গাপুর বসুন্ধরা পার্কে উদ্ধার হওয়া দেহ শোভারানি দাসের

আরও পড়ুন : body found in Durgapur : বসুন্ধরা পার্কে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ

প্রাথমিকভাবে ছিনতাই মনে হলেও, বিষয়টি তা নয় বলে অনুমান পুলিশের ৷ কারণ, শোভারানি দাসকে অন্য কোথাও মেরে নেতাজিনগর সুভাষ রোডের ওই পার্কে ফেলে দেওয়া হয়েছিল ৷ কারণ তাঁর দেহের আশপাশে রক্তের কোনও চিহ্ন ছিল না ৷ এমনকি তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে ৷ যা দেখে পুলিশের অনুমান প্রথমে তাঁকে শ্বাসরোধ করে মারা হয় ৷ তার পরে ভারী কোনও বস্তু দিয়ে মুখে আঘাত করা হয় ৷ ছিনতাইয়ের ঘটনা হলে খুনি এতটা নৃসংশতা করত না বলেই ধারণা তদন্তকারীদের ৷ তবে, পুরো বিষয়টি সুনিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কয়েকটি সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি শোভারানি দাসের মোবাইল ফোনের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

দুর্গাপুর, 23 ডিসেম্বর : বুধবার সকালে দুর্গাপুরের নেতাজিনগর সুভাষ রোডের পাশে বসুন্ধরা পার্কে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয় (Body found in Durgapur) ৷ আজ ওই মহিলার পরিবার তাঁর দেহ শনাক্ত করেছে ৷ তাঁর নাম শোভারানি দাস, বয়স 39 বছর (body found in durgapur park identified) ৷ তিনি বেনাচিতি নূতন পল্লির বাসিন্দা ৷ তাঁর স্বামীর নাম প্রদীপ দাস ৷ এক ছেলে সঞ্জীব দাস এবং মেয়ে মিলি দাস ৷ তিনি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বের হন ৷

পুলিশ সূত্রে খবর, শোভরানি দাস একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন ৷ সেই সূত্রে একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার থেকে ঋণ নিয়ে ছিলেন তিনি ৷ এমনকি তাঁর সূত্রে অনেকেই সেই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন ৷ সেই সূত্রে তাঁকে খুন করা হয়েছে কিনা ? তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ প্রসঙ্গত, শোভারানি দাসের গলা এবং হাতের আঙুলে সোনার চেন ও আংটি ছিল ৷ সেগুলি তাঁর দেহ থেকে পাওয়া যায়নি ৷ এমনকি শোভারানি দাসের মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না ৷

মঙ্গলবার রাতে শোভারানি দাসের ছেলে ও মেয়ে ফরিদপুর ফাঁড়িতে তাঁর মায়ের নিখোঁজে অভিযোগ জানাতে গিয়েছিল ৷ কিন্তু, 24 ঘণ্টা না হওয়ায়, পুলিশ নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেনি ৷ তবে, শোভারানি দাসের খোঁজে তদন্ত শুরু করে দিয়েছিল ৷ এমনকি রাতে শোভারানি দাসের মোবাইল ফোন বন্ধ ছিল ৷ এর পরেই বুধবার সকালে দুর্গাপুরের নেতাজিনগর সুভাষ রোডের পাশের বসুন্ধরা পার্কে তাঁর দেহ উদ্ধার হয় ৷ ফরিদপুর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধারের খবর পেয়ে, শোভরানি দাসের পরিবারকে খবর দেয় ৷ তাঁরা গিয়ে দেহ শনাক্ত করেন ৷

দুর্গাপুর বসুন্ধরা পার্কে উদ্ধার হওয়া দেহ শোভারানি দাসের

আরও পড়ুন : body found in Durgapur : বসুন্ধরা পার্কে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ

প্রাথমিকভাবে ছিনতাই মনে হলেও, বিষয়টি তা নয় বলে অনুমান পুলিশের ৷ কারণ, শোভারানি দাসকে অন্য কোথাও মেরে নেতাজিনগর সুভাষ রোডের ওই পার্কে ফেলে দেওয়া হয়েছিল ৷ কারণ তাঁর দেহের আশপাশে রক্তের কোনও চিহ্ন ছিল না ৷ এমনকি তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে ৷ যা দেখে পুলিশের অনুমান প্রথমে তাঁকে শ্বাসরোধ করে মারা হয় ৷ তার পরে ভারী কোনও বস্তু দিয়ে মুখে আঘাত করা হয় ৷ ছিনতাইয়ের ঘটনা হলে খুনি এতটা নৃসংশতা করত না বলেই ধারণা তদন্তকারীদের ৷ তবে, পুরো বিষয়টি সুনিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে পাওয়া বেশ কয়েকটি সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি শোভারানি দাসের মোবাইল ফোনের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.