রানিগঞ্জ, 25 এপ্রিল : দু'দিন ধরে নিখোঁজ থাকার পর ইসিএলের পরিত্যক্ত কয়লাখনি থেকে 21 এপ্রিল শ্বশুর ও জামাইয়ের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রানিগঞ্জের জেমেরি পঞ্চায়েতের অন্তর্গত চলবলপুর এলাকায় ৷ এই ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে রবিবার দেখা করেন আইনমন্ত্রী মলয় ঘটক (Minister Moloy Ghatak went to the house of the dead to rescue the bodies from the abandoned mine) ৷
দেখা করার পর মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের হাতে 50 হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেন তিনি । মন্ত্রীকে কাছে পেয়ে পুলিশি অসহযোগিতার অভিযোগ করে মৃতের পরিবার ৷ প্রায় চারদিন পেরিয়ে গেলও মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত পুলিশ জানাতে পারেনি বলে মন্ত্রীকে জানান তাঁরা । এমনকি খুনের অভিযোগও করেন ৷
আরও পড়ুন : Raniganj News : মুখাগ্নি থেকে মুণ্ডন, শাস্ত্র মেনে শামসুদ্দিনের হাতে স্বজনহীন যোগেন্দ্রর পারলৌকিক ক্রিয়া
এই বিষয়ে মলয় ঘটক বলেন, "ঘটনার বিষয় নিয়ে দ্রুততার সঙ্গে সঠিক তদন্ত করার বিষয়ে পুলিশ কমিশনারকে জানিয়েছি । মৃতের পরিবারের সঙ্গে কেন এরকম ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নেব । তবে খুন হলেও তা ময়নাতদন্তের আগে বলা সম্ভব নয় ৷ মৃতদের পরিবারকে সব ধরনের সাহায্য করবে রাজ্য সরকার ।"
আরও পড়ুন : Raniganj Death : পরিত্যক্ত কয়লা খনি থেকে উদ্ধার শ্বশুর-জামাইয়ের দেহ