ETV Bharat / state

Body cremation without death certificate : কাঁকসায় ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ সৎকার, প্রশ্নের মুখে পঞ্চায়েত - কাঁকসায় অজয়ের তীরে ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ সৎকার

শিবপুরে অজয়ের চরে অবৈধ শ্মশানে ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ সৎকার হচ্ছে (Body cremation without death certificate) ৷ অভিযোগ, মৃতদেহ পোড়ানোর পর মেলে না বার্নিং সার্টিফিকেট ৷ পঞ্চায়েতের বিরুদ্ধে নজরদারির অভাবের অভিযোগ উঠছে (role of panchayat in question) ।

Body cremated without death certificate in Kanksa
Body cremation
author img

By

Published : Apr 25, 2022, 1:49 PM IST

দুর্গাপুর, 25 এপ্রিল : এক পাশে পশ্চিম বর্ধমান আর অন্য পাশে বীরভূম, মাঝ বরাবর বয়ে চলেছে অজয় নদ । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শিবপুরে অজয়ের বালির চড়ে কোথাও পড়ে মাটির কলসি, কোথাও পড়ে পোড়া কাঠ, কোথাও আবার মৃতদেহের জামা কাপড় । ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট ছাড়াই চলে মৃতদেহ সৎকার (Body cremate without death certificate in Kanksa) । সৎকারের পর মেলে না বার্নিং সার্টিফিকেট । বার্নিং সার্টিফিকেট আনতে হলে যেতে হয় বীরভূমের জয়দেব ঘাটে ।

বিভিন্ন প্রশ্নের মুখে পড়েও অধিকাংশ সময় মেলে না ডেথ সার্টিফিকেট । কাঁকসা, দুর্গাপুর, ফরিদপুর এবং দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ এলাকার বহু মানুষ শিবপুরে অজয়ের চড়ে দাহ করা হচ্ছে আত্মীয়ের মৃতদেহ । নেই বার্নিং সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা । নেই ডেথ সার্টিফিকেট দেখার লোক । শ্মশানের দেখভালেরও দায়িত্বে কেউ নেই । যার জেরে যে কোনও সময় যে কোনও মুহূর্তে চলে প্রমাণ ছাড়াই সৎকার (role of panchayat in question) ।

শ্মশানের দেখভালের দায়িত্বে কেউ না থাকায় দুষ্কৃতীরা কারও খুন করে দাহ করে দিলে দায় কে নেবে বলে উঠছে প্রশ্ন । রবিবার স্থানীয় বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর স্বীকার করে নেন যে এটা দীর্ঘদিনের সমস্যা । পঞ্চায়েতগত ভাবে নজরদারি আছে শ্মশানের উপর । যাঁরা বার্নিং সার্টিফিকেট পান না, তাঁদের ডেথ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে পঞ্চায়েত । উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন পঞ্চায়েত সদস্য ।

কাঁকসায় অজয়ের তীরে ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ সৎকার

সম্প্রতি নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের পর ডেথ সার্টিফিকেট ছাড়াই পোড়ানোর অভিযোগ উঠেছিল । এখানেও এই ধরনের ঘটনা ঘটলে দায় কে নেবে সে নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের তরফে ।

আরও পড়ুন : Raniganj Death : পরিত্যক্ত খনি থেকে দেহ উদ্ধার, নিহতদের বাড়িতে মন্ত্রী মলয়

দুর্গাপুর, 25 এপ্রিল : এক পাশে পশ্চিম বর্ধমান আর অন্য পাশে বীরভূম, মাঝ বরাবর বয়ে চলেছে অজয় নদ । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শিবপুরে অজয়ের বালির চড়ে কোথাও পড়ে মাটির কলসি, কোথাও পড়ে পোড়া কাঠ, কোথাও আবার মৃতদেহের জামা কাপড় । ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেট ছাড়াই চলে মৃতদেহ সৎকার (Body cremate without death certificate in Kanksa) । সৎকারের পর মেলে না বার্নিং সার্টিফিকেট । বার্নিং সার্টিফিকেট আনতে হলে যেতে হয় বীরভূমের জয়দেব ঘাটে ।

বিভিন্ন প্রশ্নের মুখে পড়েও অধিকাংশ সময় মেলে না ডেথ সার্টিফিকেট । কাঁকসা, দুর্গাপুর, ফরিদপুর এবং দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ এলাকার বহু মানুষ শিবপুরে অজয়ের চড়ে দাহ করা হচ্ছে আত্মীয়ের মৃতদেহ । নেই বার্নিং সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা । নেই ডেথ সার্টিফিকেট দেখার লোক । শ্মশানের দেখভালেরও দায়িত্বে কেউ নেই । যার জেরে যে কোনও সময় যে কোনও মুহূর্তে চলে প্রমাণ ছাড়াই সৎকার (role of panchayat in question) ।

শ্মশানের দেখভালের দায়িত্বে কেউ না থাকায় দুষ্কৃতীরা কারও খুন করে দাহ করে দিলে দায় কে নেবে বলে উঠছে প্রশ্ন । রবিবার স্থানীয় বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর স্বীকার করে নেন যে এটা দীর্ঘদিনের সমস্যা । পঞ্চায়েতগত ভাবে নজরদারি আছে শ্মশানের উপর । যাঁরা বার্নিং সার্টিফিকেট পান না, তাঁদের ডেথ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে পঞ্চায়েত । উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন পঞ্চায়েত সদস্য ।

কাঁকসায় অজয়ের তীরে ডেথ সার্টিফিকেট ছাড়াই মৃতদেহ সৎকার

সম্প্রতি নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের পর ডেথ সার্টিফিকেট ছাড়াই পোড়ানোর অভিযোগ উঠেছিল । এখানেও এই ধরনের ঘটনা ঘটলে দায় কে নেবে সে নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের তরফে ।

আরও পড়ুন : Raniganj Death : পরিত্যক্ত খনি থেকে দেহ উদ্ধার, নিহতদের বাড়িতে মন্ত্রী মলয়

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.