ETV Bharat / state

তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ, বর্ধমান থানায় ডেপুটেশন বিজেপি যুব মোর্চার - অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

তবে, শুধুই বর্ধমানের তৃণমূল নেতারা নন ৷ এদিন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেও নিশানা করে বিজেপির যুব মোর্চা ৷ তাদের অভিযোগ জেলা থেকে তৃণমূলের তরফে তোলাবাজি চলে ৷ আর সেই টাকা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে যাচ্ছে ৷

BJP_yuva_morcha_submit_a_deputation_in_bardawan_police_station_against_courraption_of_TMC
তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ, বর্ধমান থানায় ডেপুটেশন BJP যুব মোর্চার
author img

By

Published : Dec 2, 2020, 9:34 PM IST

বর্ধমান, 2 ডিসেম্বর : তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার ৷ বর্ধমান থানায় দুর্নীতির অভিযোগে এবং তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের গ্রেপ্তারির দাবিতে ডেপুটেশন জমা দিল তারা ৷ অভিযোগ আমফান থেকে কোরোনা সব কিছুতেই তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে ৷ যুব মোর্চার তরফে অভিযোগ করা হয়েছে, বর্ধমানে আমফানের পর ত্রাণের জন্য় যে ত্রিপল এসেছিল তাতেও ভাগ বসিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা ৷

তবে, শুধুই বর্ধমানের তৃণমূল নেতারা নন ৷ এদিন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেও নিশানা করে বিজেপির যুব মোর্চা ৷ তাদের অভিযোগ জেলা থেকে তৃণমূলের তরফে তোলাবাজি চলে ৷ আর সেই টাকা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে যাচ্ছে ৷ বর্তমান রাজ্য় সরকার দুর্নীতি ছাড়া আর কোনও নীতিতেই বিশ্বাস করে না বলে অভিযোগ যুব মোর্চার নেতাদের ৷

বর্ধমান, 2 ডিসেম্বর : তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার ৷ বর্ধমান থানায় দুর্নীতির অভিযোগে এবং তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের গ্রেপ্তারির দাবিতে ডেপুটেশন জমা দিল তারা ৷ অভিযোগ আমফান থেকে কোরোনা সব কিছুতেই তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে ৷ যুব মোর্চার তরফে অভিযোগ করা হয়েছে, বর্ধমানে আমফানের পর ত্রাণের জন্য় যে ত্রিপল এসেছিল তাতেও ভাগ বসিয়েছে স্থানীয় তৃণমূল নেতারা ৷

তবে, শুধুই বর্ধমানের তৃণমূল নেতারা নন ৷ এদিন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেও নিশানা করে বিজেপির যুব মোর্চা ৷ তাদের অভিযোগ জেলা থেকে তৃণমূলের তরফে তোলাবাজি চলে ৷ আর সেই টাকা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে যাচ্ছে ৷ বর্তমান রাজ্য় সরকার দুর্নীতি ছাড়া আর কোনও নীতিতেই বিশ্বাস করে না বলে অভিযোগ যুব মোর্চার নেতাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.