ETV Bharat / state

Sukanta Majumdar Slams TMC: 'তৃণমূলকে 100 ফুট গর্তে পুঁতে দেব', রানিগঞ্জে আক্রমণ সুকান্তর - পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

রানিগঞ্জের সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কটাক্ষ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও ৷

ETV Bharat
রানিগঞ্জের জনসভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 12:33 PM IST

আসানসোলের রানিগঞ্জে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা

রানিগঞ্জ, 17 সেপ্টেম্বর: তৃণমূলকে 100 ফুট গর্তে পুঁতে দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ স্টেশন সংলগ্ন ময়দানে একটি দলীয় জনসভা থেকে শাসকদলকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি সাংসদ ৷

এদিনের মঞ্চ থেকে সুকান্ত বলেন, "তৃণমূল নেতাদের বলে যেতে চাই- রাজনীতি করছেন রাজনীতি করুন, চুরি করছেন চুরি করুন ৷ বিজেপির সময় এলে উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ কিন্তু যদি গুন্ডামি করতে আসেন, তাহলে বিজেপিও গুন্ডামি করতে জানে ৷ সময় এলে মাটির নীচে 100 ফুট গর্তে পুঁতে দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে ৷"

আরও পড়ুন: মলয় ঘটকের অকল্যাণ ও ক্ষতি হোক, চান না জিতেন্দ্র তিওয়ারি

তৃণমূলকে আক্রমণের পাশাপাশি এদিনের মঞ্চ থেকে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে উদ্দেশ্য করেও কটাক্ষ করেন বিজেপি নেতা-সাংসদ সুকান্ত ৷ তিনি বলেন, "এই আসানসোল থেকে ঘটক বিদায় করেই ছাড়ব ৷ আর সেই ঘটক থেকে শুরু করে যাঁর যত সাম্রাজ্যের লোক আছে, তাঁদেরও বিদায় করব ৷"

আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে ইডি তলব করেছে ৷ কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার কটাক্ষ করেন, "আজ মলয়দা খুব খারাপ অবস্থায় আছেন ৷ ঘুমের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না ৷ কখন ইডি ডাকবে ?"

তিনি আরও জানান, মলয় ঘটককে ইডি দিল্লিতে ডেকে পাঠাচ্ছে ৷ আর তিনি একবার আদালত, আর একবার হাসপাতালে যাচ্ছেন ৷ কিন্তু কোনও লাভ নেই ৷ অন্যদিকে সুকান্তের আক্রমণ থেকে বাদ যাননি রানিগঞ্জের বিধায়ক তথা আড্ডা চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ও ৷ তাঁর নাম করে বিজেপি সভাপতি বলেন, "বিধায়কের লোকেরা রানিগঞ্জের কারখানায় তোলা তুলে বেড়াচ্ছে।"

আরও পড়ুন: গ্রামবাসীদের জমি ঘিরছে রাজ্য সরকার! বিক্ষোভের আঁচ পেয়ে শিলান্যাসে গেলেন না মন্ত্রী

পাশাপাশি শাসকদলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রসঙ্গে সুকান্ত বলেন, "উনি এখানে টাকা তুলে কালীঘাটে পাঠাচ্ছেন ৷ কোলিয়ারিতে কয়লা লিফটিং করতেই সিন্ডিকেটের টাকা ডবল হয়ে গিয়েছে ৷" রানিগঞ্জকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে বলে বারবার দাবি করেন সুকান্ত মজুমদার ৷ শনিবার রাতের জনসভা থেকে তাই মানুষের প্রতি তাঁর আহ্বান, "এবার বিজেপি প্রার্থীকে রানিগঞ্জ বিধানসভা থেকে থেকে 25 হাজারেরও বেশি ভোটে জয়ী করাতে হবে ৷"

আসানসোলের রানিগঞ্জে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা

রানিগঞ্জ, 17 সেপ্টেম্বর: তৃণমূলকে 100 ফুট গর্তে পুঁতে দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ স্টেশন সংলগ্ন ময়দানে একটি দলীয় জনসভা থেকে শাসকদলকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি সাংসদ ৷

এদিনের মঞ্চ থেকে সুকান্ত বলেন, "তৃণমূল নেতাদের বলে যেতে চাই- রাজনীতি করছেন রাজনীতি করুন, চুরি করছেন চুরি করুন ৷ বিজেপির সময় এলে উপযুক্ত ব্যবস্থা নেবে ৷ কিন্তু যদি গুন্ডামি করতে আসেন, তাহলে বিজেপিও গুন্ডামি করতে জানে ৷ সময় এলে মাটির নীচে 100 ফুট গর্তে পুঁতে দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে ৷"

আরও পড়ুন: মলয় ঘটকের অকল্যাণ ও ক্ষতি হোক, চান না জিতেন্দ্র তিওয়ারি

তৃণমূলকে আক্রমণের পাশাপাশি এদিনের মঞ্চ থেকে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে উদ্দেশ্য করেও কটাক্ষ করেন বিজেপি নেতা-সাংসদ সুকান্ত ৷ তিনি বলেন, "এই আসানসোল থেকে ঘটক বিদায় করেই ছাড়ব ৷ আর সেই ঘটক থেকে শুরু করে যাঁর যত সাম্রাজ্যের লোক আছে, তাঁদেরও বিদায় করব ৷"

আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে ইডি তলব করেছে ৷ কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার কটাক্ষ করেন, "আজ মলয়দা খুব খারাপ অবস্থায় আছেন ৷ ঘুমের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না ৷ কখন ইডি ডাকবে ?"

তিনি আরও জানান, মলয় ঘটককে ইডি দিল্লিতে ডেকে পাঠাচ্ছে ৷ আর তিনি একবার আদালত, আর একবার হাসপাতালে যাচ্ছেন ৷ কিন্তু কোনও লাভ নেই ৷ অন্যদিকে সুকান্তের আক্রমণ থেকে বাদ যাননি রানিগঞ্জের বিধায়ক তথা আড্ডা চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ও ৷ তাঁর নাম করে বিজেপি সভাপতি বলেন, "বিধায়কের লোকেরা রানিগঞ্জের কারখানায় তোলা তুলে বেড়াচ্ছে।"

আরও পড়ুন: গ্রামবাসীদের জমি ঘিরছে রাজ্য সরকার! বিক্ষোভের আঁচ পেয়ে শিলান্যাসে গেলেন না মন্ত্রী

পাশাপাশি শাসকদলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রসঙ্গে সুকান্ত বলেন, "উনি এখানে টাকা তুলে কালীঘাটে পাঠাচ্ছেন ৷ কোলিয়ারিতে কয়লা লিফটিং করতেই সিন্ডিকেটের টাকা ডবল হয়ে গিয়েছে ৷" রানিগঞ্জকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে বলে বারবার দাবি করেন সুকান্ত মজুমদার ৷ শনিবার রাতের জনসভা থেকে তাই মানুষের প্রতি তাঁর আহ্বান, "এবার বিজেপি প্রার্থীকে রানিগঞ্জ বিধানসভা থেকে থেকে 25 হাজারেরও বেশি ভোটে জয়ী করাতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.