ETV Bharat / state

Sukanta Majumdar on TMC: 'সর্বভারতীয় ভাইপো এবার বাংলার ভাইপোতে পরিণত হয়েছেন'- কটাক্ষ সুকান্ত মজুমদারের - বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির এক কর্মসূচীতে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সেখানে তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তোপ দাগেন তিনি।

Sukanta Mazumder on Tmc
দুর্গাপুরে পদযাত্রায় সুকান্ত মজুমদার
author img

By

Published : Apr 11, 2023, 11:08 PM IST

দুর্গাপুর, 11 এপ্রিল: সোমবারই জাতীয় দলের তকমা হারিয়েছে এই দল । তৃণমূল আগামিদিনে আদালতের পথে হাঁটবে বলেই জানা গিয়েছে । এই পরিস্থিতিতে আরও একবার শাসকদলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির পদযাত্রায় অংশ নিতে এসে তৃণমূল কংগ্রেস ও সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন বিজেপির রাজ্য সভাপতি।

মঙ্গলবার, দুর্গাপুর পৌরনিগমের নির্বাচন করানোর দাবি ও লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা করে বিজেপি । মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সেখানে তৃণমূলের সর্বভারতীয় তকমা হারানো প্রসঙ্গে তিনি বলেন,"তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল সেজেছিল । কাঁঠালের যেমন আমসত্ত্ব হয় না । সোনার পাথর বাটি যেমন অসম্ভব । ঠিক তেমন কয়েকজন বিধায়ক নিয়ে সর্বভারতীয় দল হওয়া যায় না । তৃণমূল মাঝে টাকা দিয়ে, ভোট কিনে কয়েকটি রাজ্যে গেল, আগডুম-বাগডুম করল, ঘুরে চলে এল ।"

এদিন তিনি আরও বলেন,"অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । সে তো আগেই নিজের ভবিষ্যৎ ঠিক করে রেখেছে । জানেনই তো সর্বভারতীয় থাকবে না । সর্বভারতীয় ভাইপো এবার বাংলার ভাইপোতে পরিণত হয়েছেন ।" মঙ্গলবারের পদযাত্রায় এইভাবেই বিজেপির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেস ও সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারানোয় তৃণমূলের শেষের শুরু দেখছেন বিরোধীরা

অন্যদিকে, সোনামুখী থানার আইসিকে 'তুই-তোকারি' করে আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । সেই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, "আইসি-দের কোনও মান সম্মান আছে নাকি, ওঁরা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে । তাঁকে তো সাধারণ মানুষ তুই তোকারি করে, তাহলে সাংসদরা তো করবেই । মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আইসিদের এমন এমন কাজ করতে হচ্ছে ! তার সঙ্গে এটাও ঠিক অনেক আইসি মন থেকে সেই কাজ করতে চাননা, কিন্তু তাঁদেরকে করতে বাধ্য করা হচ্ছে । আমরা সেই সমস্ত আইসিদের সঙ্গে আছি। কিন্তু যে সমস্ত আইসি-রা অনুপ্রাণিত হয়ে উলটো-পালটা কাজ করছেন তাদের বিরুদ্ধে বিজেপি।"

দুর্গাপুর, 11 এপ্রিল: সোমবারই জাতীয় দলের তকমা হারিয়েছে এই দল । তৃণমূল আগামিদিনে আদালতের পথে হাঁটবে বলেই জানা গিয়েছে । এই পরিস্থিতিতে আরও একবার শাসকদলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির পদযাত্রায় অংশ নিতে এসে তৃণমূল কংগ্রেস ও সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন বিজেপির রাজ্য সভাপতি।

মঙ্গলবার, দুর্গাপুর পৌরনিগমের নির্বাচন করানোর দাবি ও লাগামছাড়া দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা করে বিজেপি । মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সেখানে তৃণমূলের সর্বভারতীয় তকমা হারানো প্রসঙ্গে তিনি বলেন,"তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দল সেজেছিল । কাঁঠালের যেমন আমসত্ত্ব হয় না । সোনার পাথর বাটি যেমন অসম্ভব । ঠিক তেমন কয়েকজন বিধায়ক নিয়ে সর্বভারতীয় দল হওয়া যায় না । তৃণমূল মাঝে টাকা দিয়ে, ভোট কিনে কয়েকটি রাজ্যে গেল, আগডুম-বাগডুম করল, ঘুরে চলে এল ।"

এদিন তিনি আরও বলেন,"অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । সে তো আগেই নিজের ভবিষ্যৎ ঠিক করে রেখেছে । জানেনই তো সর্বভারতীয় থাকবে না । সর্বভারতীয় ভাইপো এবার বাংলার ভাইপোতে পরিণত হয়েছেন ।" মঙ্গলবারের পদযাত্রায় এইভাবেই বিজেপির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেস ও সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারানোয় তৃণমূলের শেষের শুরু দেখছেন বিরোধীরা

অন্যদিকে, সোনামুখী থানার আইসিকে 'তুই-তোকারি' করে আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । সেই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, "আইসি-দের কোনও মান সম্মান আছে নাকি, ওঁরা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে । তাঁকে তো সাধারণ মানুষ তুই তোকারি করে, তাহলে সাংসদরা তো করবেই । মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আইসিদের এমন এমন কাজ করতে হচ্ছে ! তার সঙ্গে এটাও ঠিক অনেক আইসি মন থেকে সেই কাজ করতে চাননা, কিন্তু তাঁদেরকে করতে বাধ্য করা হচ্ছে । আমরা সেই সমস্ত আইসিদের সঙ্গে আছি। কিন্তু যে সমস্ত আইসি-রা অনুপ্রাণিত হয়ে উলটো-পালটা কাজ করছেন তাদের বিরুদ্ধে বিজেপি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.