ETV Bharat / state

বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল - বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়

বিজেপির পার্টি অফিসে হামলা ৷ ঘটনাটি ঘটে বারাবনির গৌরান্ডি হাটতলা এলাকায় ৷ বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে ৷ অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷ বিজেপির অভিযোগ, পে লোডার চালিয়ে, গাঁইতি , সাবল সহযোগে ওই কার্যালয়টি গুঁড়িয়ে দেয় তৃণমূল ৷

ভাঙচুর বিজেপি পার্টি অফিস
ভাঙচুর বিজেপি পার্টি অফিস
author img

By

Published : Jan 1, 2021, 2:36 PM IST

Updated : Jan 1, 2021, 6:20 PM IST

বারাবনি, 1 জানুয়ারি : রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ বিজেপির অভিযোগ, পে-লোডার চালিয়ে সাফ করে দেওয়া হয় কার্যালয়টি। ঘটনাটি বারাবনির গৌরান্ডি হাটতলা এলাকায় । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


বারাবনির গৌরান্ডি হাটতলার মোড়ে অবস্থিত বিজেপি কার্যালয়টি । কার্যালয়টি ছিল পাকা বাড়ির ৷ বেশ কয়েকমাস আগেও, একবার কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়েছিল। বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ বাবুল সুপ্রিয় ঘটনাস্থানে গিয়ে পার্টি অফিসটির পুনসংস্কার করেছিলেন । তারপর থেকে পার্টি অফিসটিতে দলীয় কার্যক্রম চলছিল রমরমিয়ে ৷ গতকাল রাতে বিজেপির ওই দলীয় অফিসটি একেবারেই ধূলিস্যাৎ করে দেওয়া হয় । বিজেপির অভিযোগ, পে লোডার চালিয়ে, গাঁইতি , সাবল সহযোগে ওই কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিজেপির দাবি , তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার জন্য দায়ি ৷

তৃণমূল বিধায়কের বক্তব্য


বিজেপির স্থানীয় নেতা সাধন রাউত বলেন, তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বেই এই দলীয় অফিস ভাঙা হয়েছে।


অসিত সিংয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি । তৃণমূল নেতা তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেছেন, জমি যদি বৈধ না হয় তবে নির্মাণের মালিকও কেউ নয়।

বারাবনি, 1 জানুয়ারি : রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ বিজেপির অভিযোগ, পে-লোডার চালিয়ে সাফ করে দেওয়া হয় কার্যালয়টি। ঘটনাটি বারাবনির গৌরান্ডি হাটতলা এলাকায় । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


বারাবনির গৌরান্ডি হাটতলার মোড়ে অবস্থিত বিজেপি কার্যালয়টি । কার্যালয়টি ছিল পাকা বাড়ির ৷ বেশ কয়েকমাস আগেও, একবার কার্যালয়টিতে ভাঙচুর চালানো হয়েছিল। বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ বাবুল সুপ্রিয় ঘটনাস্থানে গিয়ে পার্টি অফিসটির পুনসংস্কার করেছিলেন । তারপর থেকে পার্টি অফিসটিতে দলীয় কার্যক্রম চলছিল রমরমিয়ে ৷ গতকাল রাতে বিজেপির ওই দলীয় অফিসটি একেবারেই ধূলিস্যাৎ করে দেওয়া হয় । বিজেপির অভিযোগ, পে লোডার চালিয়ে, গাঁইতি , সাবল সহযোগে ওই কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিজেপির দাবি , তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার জন্য দায়ি ৷

তৃণমূল বিধায়কের বক্তব্য


বিজেপির স্থানীয় নেতা সাধন রাউত বলেন, তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বেই এই দলীয় অফিস ভাঙা হয়েছে।


অসিত সিংয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি । তৃণমূল নেতা তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেছেন, জমি যদি বৈধ না হয় তবে নির্মাণের মালিকও কেউ নয়।

Last Updated : Jan 1, 2021, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.