ETV Bharat / state

Agnimitra Pays Tribute to Kazi Najrul: ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা - কাজী নজরুল ইসলামের জন্মদিন

বুধবার পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ তিনি সেখানে কাজী নজরুল ইসলামের প্রতীকী সমাধি ও মূর্তিতে শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি এলাকার নিরাপত্তা নিয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন ৷

Agnimitra Pays Tribute to Kazi Najrul
Agnimitra Pays Tribute to Kazi Najrul
author img

By

Published : May 24, 2023, 8:39 PM IST

ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা

চুরুলিয়া (পশ্চিম বর্ধমান), 24 মে: ইংরেজি তারিখ মতে 24 মে কাজী নজরুল ইসলামের জন্মদিন । আর সেই তারিখ দেখে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া গ্রামে গিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দেখলেন সেখানে সব ফাঁকা । জন্মদিনের কোনও আয়োজন নেই । কারণ, চুরুলিয়ায় নজরুলের জন্মদিনের আয়োজন ১১ জৈষ্ঠ্য, বাংলা তারিখ মেনেই হয় । সেই হিসেবে এবার ইংরেজি তারিখ অনুযায়ী বিদ্রোহী কবির জন্মদিন পালন হবে আগামী শুক্রবার, 26 মে ৷

Agnimitra Pays Tribute to Kazi Najrul
নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় অগ্নিমিত্রা পাল

আর তাই বুধবার কার্যত কবির সমাধিতে ও কবির মূর্তিতে একাই মালা দিয়ে ফিরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । তবে তিনি নিজেই স্বীকার করেছেন যে ইংরেজি মতে কবির জন্মদিনেই তিনি পশ্চিম বর্ধমানের এই গ্রামে এসেছিলেন কবিকে শ্রদ্ধা জানাতে । কিন্তু এসে কাউকে পাননি । তিনি কবির প্রতিকী সমাধি এবং কবি পত্নীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । এবং কবির মূর্তিতে মাল্যদান করেন । পাশাপাশি চুরুলিয়ায় নজরুল অ্যাকাডেমির সংগ্রহশালাতেও তিনি যান । সেখানে কবির পান্ডুলিপি থেকে শুরু করে বাদ্যযন্ত্র, পোশাক, বিভিন্ন পুরস্কার দেখে উচ্ছ্বসিত হয়ে যান অগ্নিমিত্রা পাল ।

Agnimitra Pays Tribute to Kazi Najrul
চুরুলিয়ায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

এদিকে স্থানীয় এক যুবতীর সঙ্গে তিনি কথা বলে দাবি করেন, চুরুলিয়ায় যে কবিমেলা অনুষ্ঠিত হয়, তা মহিলাদের জন্য নিরাপদ নয় । তিনি পুলিশকে জানান যে মহিলাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । স্থানীয় বাসিন্দা মিঠু কাজিও একই দাবি করেন ৷ পাশাপাশি মেলা নিয়ে সাধারণ মানুষের মতামত আর নেওয়া হয় না বলেও তিনি অভিযোগ করেন ৷ যদিও পুলিশের দাবি, বিধায়ক অগ্নিমিত্রা পাল যে অভিযোগ করেছেন তা ঠিক নয় । চুরুলিয়া মেলাতে মহিলারা যথেষ্ট নিরাপদ ও রাত পর্যন্ত সবাই মেলায় আনন্দ করেন ।

Agnimitra Pays Tribute to Kazi Najrul
পুলিশের সঙ্গে কথা বলছেন অগ্নিমিত্রা পাল

কিন্তু অগ্নিমিত্রার দাবি যেখানে রবীন্দ্রনাথের জন্য শান্তিনিকেতনে দেশবিদেশের কত মানুষজন আসেন, সেখানে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া এইভাবে পড়ে আছে ৷ এটা রাজ্য পর্যটন দফতরের ব্যর্থতা । তবে এই নিয়ে প্রশাসন বা শাসক দল তৃণমূল কংগ্রেস, কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: স্বাধীনতার ইতিহাস নিয়ে আজও স্বমহিমায় বিদ্যমান ডি এম লাইব্রেরি

ইংরাজি তারিখ দেখে নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় একা অগ্নিমিত্রা

চুরুলিয়া (পশ্চিম বর্ধমান), 24 মে: ইংরেজি তারিখ মতে 24 মে কাজী নজরুল ইসলামের জন্মদিন । আর সেই তারিখ দেখে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া গ্রামে গিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দেখলেন সেখানে সব ফাঁকা । জন্মদিনের কোনও আয়োজন নেই । কারণ, চুরুলিয়ায় নজরুলের জন্মদিনের আয়োজন ১১ জৈষ্ঠ্য, বাংলা তারিখ মেনেই হয় । সেই হিসেবে এবার ইংরেজি তারিখ অনুযায়ী বিদ্রোহী কবির জন্মদিন পালন হবে আগামী শুক্রবার, 26 মে ৷

Agnimitra Pays Tribute to Kazi Najrul
নজরুলকে শ্রদ্ধা জানাতে গিয়ে চুরুলিয়ায় অগ্নিমিত্রা পাল

আর তাই বুধবার কার্যত কবির সমাধিতে ও কবির মূর্তিতে একাই মালা দিয়ে ফিরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । তবে তিনি নিজেই স্বীকার করেছেন যে ইংরেজি মতে কবির জন্মদিনেই তিনি পশ্চিম বর্ধমানের এই গ্রামে এসেছিলেন কবিকে শ্রদ্ধা জানাতে । কিন্তু এসে কাউকে পাননি । তিনি কবির প্রতিকী সমাধি এবং কবি পত্নীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । এবং কবির মূর্তিতে মাল্যদান করেন । পাশাপাশি চুরুলিয়ায় নজরুল অ্যাকাডেমির সংগ্রহশালাতেও তিনি যান । সেখানে কবির পান্ডুলিপি থেকে শুরু করে বাদ্যযন্ত্র, পোশাক, বিভিন্ন পুরস্কার দেখে উচ্ছ্বসিত হয়ে যান অগ্নিমিত্রা পাল ।

Agnimitra Pays Tribute to Kazi Najrul
চুরুলিয়ায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

এদিকে স্থানীয় এক যুবতীর সঙ্গে তিনি কথা বলে দাবি করেন, চুরুলিয়ায় যে কবিমেলা অনুষ্ঠিত হয়, তা মহিলাদের জন্য নিরাপদ নয় । তিনি পুলিশকে জানান যে মহিলাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । স্থানীয় বাসিন্দা মিঠু কাজিও একই দাবি করেন ৷ পাশাপাশি মেলা নিয়ে সাধারণ মানুষের মতামত আর নেওয়া হয় না বলেও তিনি অভিযোগ করেন ৷ যদিও পুলিশের দাবি, বিধায়ক অগ্নিমিত্রা পাল যে অভিযোগ করেছেন তা ঠিক নয় । চুরুলিয়া মেলাতে মহিলারা যথেষ্ট নিরাপদ ও রাত পর্যন্ত সবাই মেলায় আনন্দ করেন ।

Agnimitra Pays Tribute to Kazi Najrul
পুলিশের সঙ্গে কথা বলছেন অগ্নিমিত্রা পাল

কিন্তু অগ্নিমিত্রার দাবি যেখানে রবীন্দ্রনাথের জন্য শান্তিনিকেতনে দেশবিদেশের কত মানুষজন আসেন, সেখানে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া এইভাবে পড়ে আছে ৷ এটা রাজ্য পর্যটন দফতরের ব্যর্থতা । তবে এই নিয়ে প্রশাসন বা শাসক দল তৃণমূল কংগ্রেস, কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: স্বাধীনতার ইতিহাস নিয়ে আজও স্বমহিমায় বিদ্যমান ডি এম লাইব্রেরি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.