ETV Bharat / state

মলয়ের সঙ্গে দেখা হয়নি, দাবি অগ্নিমিত্রার - pwd minister

আসানসোল শিল্পাঞ্চলে গুঞ্জন ছড়িয়েছে যে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল দেখা করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে ৷ এই নিয়ে বিজেপি বিধায়ক বলেন, এটি সম্পূর্ণ একটি গুজব । মলয় ঘটকের সঙ্গে তাঁর কোথাও দেখাও হয়নি এবং তাঁদের কোনও কথা হয়নি ।

গুজব সরিয়ে অগ্নিমিত্রার দাবি, বিজেপিতে আছি বিজেপিতেই থাকব
গুজব সরিয়ে অগ্নিমিত্রার দাবি, বিজেপিতে আছি বিজেপিতেই থাকব
author img

By

Published : Jun 29, 2021, 8:07 PM IST

আসানসোল, 29 জুন : গত কয়েকদিন ধরেই আসানসোল শিল্পাঞ্চলে গুঞ্জন ছড়িয়েছে, বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল দেখা করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে ৷ এমনকি তিনি তৃণমূলে যোগদান করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে । আর সেই কথাকেই নস্যাৎ করলেন অগ্নিমিত্রা পল ।

এদিন অগ্নিমিত্রা বলেন, "বলা হচ্ছে আমি নাকি মলয় ঘটকের সঙ্গে দেখা করেছি । এমনকি আমি নাকি তৃণমূলে যোগও দিতে পারি । এটি সম্পূর্ণ একটি গুজব । আমি আজ পর্যন্ত মলয় ঘটকের সঙ্গে কথা বলা দূরের কথা, আমাদের কখনও দেখাই হয়নি ৷ আর আমি এটা খুব পরিষ্কার করে দিতে চাই ।"

মলয় ঘটকের সঙ্গে তাঁর কোথাও দেখাও হয়নি বলে দাবি করলেন অগ্নিমিত্রা পল

এরপরই তিনি বলেন, "আসলে কয়েকদিন আগেই আমি দামোদরে ভেঙে যাওয়া সেতু দেখতে গিয়েছিলাম এবং সেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি আসানসোল দক্ষিণের বিধায়ক এবং এখানকার সাংসদ বাবুল সুপ্রিয় রয়েছেন । পাশাপাশি উল্টো প্রান্তে আমাদের বিধায়ক অঞ্জনা বাউরী ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার রয়েছেন । পাশাপাশি রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক রয়েছেন । সবাই মিলে একসঙ্গে চেষ্টা করলে দামোদরে অবশ্যই স্থায়ী সেতু নির্মাণ হতে পারে । আমার এই কথাতে কোথাও জল মিশিয়ে অনেকেই বলছেন যে আমি নাকি মলয় ঘটকের সঙ্গে দেখা করেছি । কিংবা আমি তৃণমূলে যোগ দিতে পারি । আমি এটা পরিষ্কার করে বলছি আমি কখনোই মলয় ঘটকের সঙ্গে কোথাও দেখা করিনি এবং আমাদের আজও কোনও কথা হয়নি ।"

আরও পড়ুন... SAIL : দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘটকে কেন্দ্র করে আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

আসানসোল, 29 জুন : গত কয়েকদিন ধরেই আসানসোল শিল্পাঞ্চলে গুঞ্জন ছড়িয়েছে, বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল দেখা করেছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে ৷ এমনকি তিনি তৃণমূলে যোগদান করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে । আর সেই কথাকেই নস্যাৎ করলেন অগ্নিমিত্রা পল ।

এদিন অগ্নিমিত্রা বলেন, "বলা হচ্ছে আমি নাকি মলয় ঘটকের সঙ্গে দেখা করেছি । এমনকি আমি নাকি তৃণমূলে যোগও দিতে পারি । এটি সম্পূর্ণ একটি গুজব । আমি আজ পর্যন্ত মলয় ঘটকের সঙ্গে কথা বলা দূরের কথা, আমাদের কখনও দেখাই হয়নি ৷ আর আমি এটা খুব পরিষ্কার করে দিতে চাই ।"

মলয় ঘটকের সঙ্গে তাঁর কোথাও দেখাও হয়নি বলে দাবি করলেন অগ্নিমিত্রা পল

এরপরই তিনি বলেন, "আসলে কয়েকদিন আগেই আমি দামোদরে ভেঙে যাওয়া সেতু দেখতে গিয়েছিলাম এবং সেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি আসানসোল দক্ষিণের বিধায়ক এবং এখানকার সাংসদ বাবুল সুপ্রিয় রয়েছেন । পাশাপাশি উল্টো প্রান্তে আমাদের বিধায়ক অঞ্জনা বাউরী ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার রয়েছেন । পাশাপাশি রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক রয়েছেন । সবাই মিলে একসঙ্গে চেষ্টা করলে দামোদরে অবশ্যই স্থায়ী সেতু নির্মাণ হতে পারে । আমার এই কথাতে কোথাও জল মিশিয়ে অনেকেই বলছেন যে আমি নাকি মলয় ঘটকের সঙ্গে দেখা করেছি । কিংবা আমি তৃণমূলে যোগ দিতে পারি । আমি এটা পরিষ্কার করে বলছি আমি কখনোই মলয় ঘটকের সঙ্গে কোথাও দেখা করিনি এবং আমাদের আজও কোনও কথা হয়নি ।"

আরও পড়ুন... SAIL : দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘটকে কেন্দ্র করে আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.