জামুড়িয়া, 10 ডিসেম্বর : একজন জিরো ব্য়ালেন্সের নেতাকে, হিরো বানাতে গিয়ে তৃণমূল দলটাই ভেঙে চুরমার হয়ে গেল ৷ এবার নাম না করেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন বিজেপি নেতা রাজু বন্দ্য়োপাধ্য়ায় ৷ একই সঙ্গে তৃণমূলকে ‘সন্ত্রাসবাদী তৈরির কারখানা’ বলে নিশানা করলেন রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক ৷
আজ আসানসোলের জামুরিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজু বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানেই তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন ৷ কটাক্ষের সুরে রাজু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘‘পিসি একজন জিরো ব্য়ালেন্সের নেতাকে হিরো বানাতে গিয়েছিলেন, আর তাঁর তৃণমূল দলটাই আজ ভেঙে চুরমার হয়ে গেল ৷’’ প্রসঙ্গত, জিরো ব্য়ালেন্সের নেতা বলতে তিনি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেই বোঝাতেই চেয়েছেন রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদক ৷
আরও পড়ুন : দুর্গাপুরের কারখানায় স্থানীয়দের অগ্রাধিকার, কাউন্সিলরদের নির্দেশ মুখ্যমন্ত্রীর
তবে, শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায় বা অভিষেক নন ৷ এদিন কটাক্ষের সুরে রাজু বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ক্ষমতায় আসার তৃণমূল দলটা আগে ‘তেল-মুড়ি-চানাচুর’ ছিল ৷ প্রথমবার ক্ষমতায় এসে তারা ‘তাড়াতাড়ি মাল কামাও’ পার্টিতে পরিণত হয়েছিল ৷ আর দ্বিতীয়বার ক্ষমতায় এসে ‘টাকা মেরে চম্পট’ পার্টিতে পরিণত হয়েছিল ৷ আর এখন ‘টেররিস্ট ম্য়ানুফ্য়াকচারিং কোম্পানি’-তে পরিণত হয়েছে ৷ মোটের উপর রাজ্য়ের শাসক দলকে সন্ত্রাস এবং দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে উল্লেখ করেছেন তিনি ৷