ETV Bharat / state

Jitendra Tiwari : পানীয় জলের প্রবল সঙ্কট, এলাকায় গিয়ে জিতেন্দ্র'র মুখে তৃণমূল নেতাদের নাম ! - Jitendra Tiwari

আসানসোল পৌরনিগম এলাকায় মানুষজনকে পুকুরের নোংরা জল পান করতে হয় বলে অভিযোগ। এলাকায় পানীয় জলের কোনও সুষ্ঠু ব্যবস্থা নেই। কুয়ো থাকলেও তার জল তলানিতে। এলাকার বাসিন্দাদের 2 কিলোমিটার দূরে পাশের পাড়া থেকে জল আনতে হয়। আসানসোল পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটির বিন্দুধাওড়া আদিবাসী পাড়ার এমনই দুর্দশা। রবিবার ওই এলাকায় গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (BJP leader Jitendra Tiwari visits drinking water problem areas) ৷

Asansol Water Problem
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Jun 5, 2022, 10:29 PM IST

আসানসোল, 5 জুন : আসানসোল পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটির বিন্দুধাওড়া আদিবাসী পাড়ার মানুষদের দীর্ঘদিনের পানীয় জলের কষ্ট ৷ আর এই আসানসোলের মানুষের দুর্দশার খবর পেয়ে এলাকায় গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (BJP leader Jitendra Tiwari visits drinking water problem areas)।

তিনি পানীয় জলের সমস্যা সমাধানে তৃণমূল নেতা তথা পৌর দায়িত্ব সামলানো প্রাক্তন মানুষদেরই নাম উল্লেখ করলেন। বিষয়টি নিয়ে চাঞ্চল্য দেখা গেলেও জিতেন্দ্র তিওয়ারির সাফ কথা, "দ্রুত সমাধান করতে গেলে, যারা বিষয়টি জানেন, তাঁদেরই দায়িত্ব দেওয়া দরকার । নতুন লোকেদের আরও দু'বছর লেগে যাবে এই সিস্টেম বুঝতে ।" কুলটির বিন্দুধাওড়ায় পানীয় জলের সমস্যা বহুকালের । মুখ্যমন্ত্রী দু'বছর আগে কুলটিতে 250 কোটি টাকার জলপ্রকল্পের উদ্বোধন করলেও, এখনও কুলটির বিস্তীর্ণ এলাকায় মেটেনি পানীয় জলের সমস্যা। বিন্দু ধাওড়ার মানুষকে পুকুরের জল পান করতে হয়। কিংবা জল আনতে ছুটতে 2 কিলোমিটার দূরে পাশের ওয়ার্ডে যেতে হয়।

আরও পড়ুন : দুর্নীতি করে এইমসে চাকরি দিইনি, ক্ষমতায় এলে আরও দেব ; জগন্নাথের মন্তব্য ঘিরে চাঞ্চল্য

উল্লেখ্য, জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন কুলটিতে জলপ্রকল্প হয়েছিল। তারপরেও কেন জল পেলেন না মানুষ ? জিতেন্দ্র তিওয়ারির এ বিষয়ে বলেন, "আমি 95 শতাংশ কাজ করেই দিয়েছিলাম। দামোদরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই জল পাইপ দ্বারা রিজার্ভারে পাঠানো । সব কাজ হয়ে গিয়েছে । কেউ বলতে পারবে না, রিজার্ভারে জল উঠছে না । শুধু আমি ছেড়ে দেওয়ার পর রিজার্ভার থেকে মানুষের বাড়ি-বাড়ি জল পৌঁছতেই ওনাদের দু'বছর লেগে গেল । তাও এখনও জল দিতে পারেননি । আমি রান্নাটা করেই গিয়েছিলাম, ওনারা খাবারটা পরিবেশন করতে পারলেন না ।"

আসানসোলের মানুষের দুর্দশার খবর পেয়ে এলাকায় গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

অন্যদিকে জল সমস্যার সমাধান কী করে হবে, তা বলতে গিয়েও জিতেন্দ্রবাবু ভরসা রেখেছেন তৃণমূল নেতা তথা পৌরনিগমের জল বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ পূর্ণশশী রায় ও কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের উপর । জিতেন্দ্র তিওয়ারি এ বিষয়ে বলেন, "প্রাক্তন মেয়র পারিষদ পূর্ণশশী রায়কে ওনারা টিকিটও দেননি। ওনাকে দিয়ে এই সমস্যার সমাধান হত। কারণ বিষয়টি ওনার জানা । আর উজ্জ্বল চট্টোপাধ্যায়ও কুলটির সমস্যা জানেন । আমরা উজ্জ্বলদাকে ডেপুটি মেয়র করার প্রস্তাব দিয়েছিলাম ৷"

আরও পড়ুন : সরকারি প্রকল্প নিয়ে মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মুখে তৃণমূল নেতাদের নাম কেন ? উত্তরে তিনি বলেন, "আমি ওনাদের সুনাম করছি না ৷ আমরা তো জিতিনি। ওনাদের লোকরাই মেয়র পারিষদ হবে। এমন কাউকে করা উচিত যিনি বিষয়টা জানেন । নতুন কাউকে করলে সমগ্র সিস্টেম বুঝতেই তাঁর দু'বছর লেগে যাবে। মানুষ আরও দু'বছর পরিষেবা পাবেন না ।" তবে জিতেন্দ্র তিওয়ারির দাবি, যদি তৃণমূল পৌরবোর্ড ব্যর্থ হয় জল পৌঁছতে, তাহলে আমরাই চাঁদা তুলে জল কিনে মানুষের বাড়ি-বাড়ি পৌঁছে দেব।"

আসানসোল, 5 জুন : আসানসোল পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটির বিন্দুধাওড়া আদিবাসী পাড়ার মানুষদের দীর্ঘদিনের পানীয় জলের কষ্ট ৷ আর এই আসানসোলের মানুষের দুর্দশার খবর পেয়ে এলাকায় গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (BJP leader Jitendra Tiwari visits drinking water problem areas)।

তিনি পানীয় জলের সমস্যা সমাধানে তৃণমূল নেতা তথা পৌর দায়িত্ব সামলানো প্রাক্তন মানুষদেরই নাম উল্লেখ করলেন। বিষয়টি নিয়ে চাঞ্চল্য দেখা গেলেও জিতেন্দ্র তিওয়ারির সাফ কথা, "দ্রুত সমাধান করতে গেলে, যারা বিষয়টি জানেন, তাঁদেরই দায়িত্ব দেওয়া দরকার । নতুন লোকেদের আরও দু'বছর লেগে যাবে এই সিস্টেম বুঝতে ।" কুলটির বিন্দুধাওড়ায় পানীয় জলের সমস্যা বহুকালের । মুখ্যমন্ত্রী দু'বছর আগে কুলটিতে 250 কোটি টাকার জলপ্রকল্পের উদ্বোধন করলেও, এখনও কুলটির বিস্তীর্ণ এলাকায় মেটেনি পানীয় জলের সমস্যা। বিন্দু ধাওড়ার মানুষকে পুকুরের জল পান করতে হয়। কিংবা জল আনতে ছুটতে 2 কিলোমিটার দূরে পাশের ওয়ার্ডে যেতে হয়।

আরও পড়ুন : দুর্নীতি করে এইমসে চাকরি দিইনি, ক্ষমতায় এলে আরও দেব ; জগন্নাথের মন্তব্য ঘিরে চাঞ্চল্য

উল্লেখ্য, জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন কুলটিতে জলপ্রকল্প হয়েছিল। তারপরেও কেন জল পেলেন না মানুষ ? জিতেন্দ্র তিওয়ারির এ বিষয়ে বলেন, "আমি 95 শতাংশ কাজ করেই দিয়েছিলাম। দামোদরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই জল পাইপ দ্বারা রিজার্ভারে পাঠানো । সব কাজ হয়ে গিয়েছে । কেউ বলতে পারবে না, রিজার্ভারে জল উঠছে না । শুধু আমি ছেড়ে দেওয়ার পর রিজার্ভার থেকে মানুষের বাড়ি-বাড়ি জল পৌঁছতেই ওনাদের দু'বছর লেগে গেল । তাও এখনও জল দিতে পারেননি । আমি রান্নাটা করেই গিয়েছিলাম, ওনারা খাবারটা পরিবেশন করতে পারলেন না ।"

আসানসোলের মানুষের দুর্দশার খবর পেয়ে এলাকায় গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

অন্যদিকে জল সমস্যার সমাধান কী করে হবে, তা বলতে গিয়েও জিতেন্দ্রবাবু ভরসা রেখেছেন তৃণমূল নেতা তথা পৌরনিগমের জল বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ পূর্ণশশী রায় ও কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের উপর । জিতেন্দ্র তিওয়ারি এ বিষয়ে বলেন, "প্রাক্তন মেয়র পারিষদ পূর্ণশশী রায়কে ওনারা টিকিটও দেননি। ওনাকে দিয়ে এই সমস্যার সমাধান হত। কারণ বিষয়টি ওনার জানা । আর উজ্জ্বল চট্টোপাধ্যায়ও কুলটির সমস্যা জানেন । আমরা উজ্জ্বলদাকে ডেপুটি মেয়র করার প্রস্তাব দিয়েছিলাম ৷"

আরও পড়ুন : সরকারি প্রকল্প নিয়ে মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মুখে তৃণমূল নেতাদের নাম কেন ? উত্তরে তিনি বলেন, "আমি ওনাদের সুনাম করছি না ৷ আমরা তো জিতিনি। ওনাদের লোকরাই মেয়র পারিষদ হবে। এমন কাউকে করা উচিত যিনি বিষয়টা জানেন । নতুন কাউকে করলে সমগ্র সিস্টেম বুঝতেই তাঁর দু'বছর লেগে যাবে। মানুষ আরও দু'বছর পরিষেবা পাবেন না ।" তবে জিতেন্দ্র তিওয়ারির দাবি, যদি তৃণমূল পৌরবোর্ড ব্যর্থ হয় জল পৌঁছতে, তাহলে আমরাই চাঁদা তুলে জল কিনে মানুষের বাড়ি-বাড়ি পৌঁছে দেব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.