আসানসোল, 27 মার্চ: কম্বল কাণ্ডের শুনানিতে নিজেই নিজের হয়ে জোর সওয়াল করলেন জিতেন্দ্র তেওয়ারি । শুধু তাই নয়, তাঁর আইনজীবী জামিনের আবেদন করলেও জিতেন্দ্র তেওয়ারি বিচারকের কাছে আবেদন করেন তাঁকে পিসি (পুলিশ কাস্টডি) দেওয়া হোক । এজলাসের ভেতরেই জিতেন্দ্র তেওয়ারি বলেন, "পিসির গুরুত্ব অনেক বেশি ৷" এই পিসি বলতে তিনি কী বলতে চেয়েছেন, তা খোলসা করেননি ।
আটদিনের পুলিশি হেফাজতের পর সোমবার জিতেন্দ্র তেওয়ারিকে আসানসোল সিজিএম আদালতে তোলা হয় (Asansol CJM Court) । নিরাপত্তার জন্য তাঁকে দুপুর 2টোর পরে আসানসোল আদালতে নিয়ে আসা হয়েছিল । এদিন শুনানিতে জিতেন্দ্র তেওয়ারির আইনজীবী অভিজিৎ ঘটক তাঁর হয়ে জামিনের আবেদন করলেও জিতেন্দ্র তেওয়ারি নিজেই নিজের পুলিশি হেফাজত চেয়ে জোর সওয়াল জবাব করেন ।
সোমবার এজলাসে জিতেন্দ্র তেওয়ারি জানান, তাঁকে 192 ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে (Police Custody) নেওয়া হয়েছিল ৷ অথচ মোট 2 ঘণ্টা জেরা করা হয়েছে । পুলিশ তাঁকে নিয়ে মনোরঞ্জন করছে । সারাদিন ঘুরে এসে রাতে মাত্র 10 মিনিটের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাহলে 8 দিনের রিমান্ড কেন নেওয়া হল ?
তিনি আরও প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টে তিনি যে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন, সেই বিষয়টি কোর্টের কাছে জানায়নি রাজ্য সরকার । 20 মার্চ সেই বিষয়ক শুনানি ছিল, তার আগেই জিতেন্দ্র তেওয়ারিকে গ্রেফতার করা হয়েছিল । যদি সুপ্রিম কোর্টে আবেদনের বিষয়টি নিম্ন আদালতের কাছে উত্থাপিত হত, তাহলে হয়তো বিচারক অন্যরকম রায় দিতেন ।
পাশাপাশি জিতেন্দ্র তেওয়ারি এদিন কোর্টে বলেন, ‘‘পুলিশ দাবি করছিল আমি নাকি ফেরার । অথচ ঘটনার পর আমি আসানসোলে ও কলকাতায় বহু রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি । আমি সবসময়ই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলাম ।আমার ফোন খোলা ছিল । পুলিশ চাইলেই আমার কাছে পর্যন্ত পৌঁছাতে পারত । আমি ফেরার ছিলাম না ।’’
পরিশেষে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "আমাকে পুলিশ হেফাজতে নেওয়া হোক ৷ আরও যা জিজ্ঞাসা করার সব জিজ্ঞাসা করা হোক । আমি সমস্ত তদন্তে সহযোগিতা করতে রাজি আছি । কিন্তু যেন এর পরের দিন এসে আদালতে পুলিশ না জানায় যে আমি তদন্তের সহযোগিতা করছি না । পুলিশ আমাকে যা জিজ্ঞাসা করার আমি সব উত্তর দেব ।"
সরকারপক্ষের আইনজীবী তদন্তের স্বার্থে জিতেন্দ্র তেওয়ারির ছ’দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করেছিলেন । বিচারক সওয়াল জবাব শোনার পর জিতেন্দ্র তেওয়ারিকে একদিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । মঙ্গলবার তাকে পুনরায় আসানসোল সিজিএম আদালতে তোলা হবে ।
আরও পড়ুন: জামিনের আবেদন ফের খারিজ, পুলিশ হেফাজতেই থাকছেন জিতেন্দ্র