ETV Bharat / state

Jitendra Tiwari Slams Police: রামনবমী-নববর্ষেও তাঁকে জেলে রাখতে চায় পুলিশ, অভিযোগ জিতেন্দ্রর

আসানসোল কম্বল কাণ্ডে (Asansol Stampede Case) গ্রেফতার হয়ে এখন পুলিশি হেফাজতে রয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি (BJP Leader Jitendra Tiwari) ৷ তাঁকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয় ৷ তখন তিনি অভিযোগ করেন, রামনবমী-নববর্ষেও তাঁকে জেলে রাখতে চায় পুলিশ ৷

Jitendra Tiwari Slams Police
Jitendra Tiwari Slams Police
author img

By

Published : Mar 28, 2023, 4:33 PM IST

Updated : Mar 28, 2023, 5:17 PM IST

রামনবমী-নববর্ষেও তাঁকে জেলে রাখতে চায় পুলিশ, অভিযোগ জিতেন্দ্রর

আসানসোল, 28 মার্চ: জামিন পাওয়া যে সম্ভব নয়, এই বিষয়ে কি নিশ্চিত জিতেন্দ্র তেওয়ারি নিজেই ! মঙ্গলবার তাঁকে আসানসোল আদালতে (Asansol Court) নিয়ে আসার সময় জিতেন্দ্র তেওয়ারি বলেন, "পবিত্র ছট পুজোয় আমাকে জেলের মধ্যে রাখল । নববর্ষ ও রাম নবমীতেও যাতে আমি জেলে থাকতে পারি, তার ব্যবস্থা তৃণমূলের দলদাস পুলিশ করছে ।" তাঁর এই বক্তব্যের জেরেই প্রশ্ন উঠছে ৷

আট দিনের পুলিশে হেফাজতের মেয়াদ শেষে জিতেন্দ্র তেওয়ারিকে সোমবার আসানসোল সিজিএম আদালতে তোলা হয়েছিল । তাঁকে পুনরায় ছ’দিনের হেফাজতে চেয়েছিল পুলিশ । কিন্তু জিতেন্দ্র নিজে এজলাসে জানান যে গত আট দিনে 192 ঘণ্টার মধ্যে মাত্র দু’ঘণ্টা তাঁকে জেরা করেছিল পুলিশ । পাশাপাশি তিনি নিজেই বলেন, ‘‘বর্তমানে পিসির গুরুত্ব আছে ৷ তাই তাকে পিসি দেওয়া হোক ।’’

শেষ পর্যন্ত একদিনের জন্য পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছিলেন বিচারক । সেই মতো মঙ্গলবার তাঁকে পুনরায় আসানসোল সিজিএম আদালতে নিয়ে আসা হয় । সোমবারের মতো মঙ্গলবারও তাঁকে দুপুরে সিজিএম আদালতে নিয়ে আসা হয় । এদিনও প্রচুর পরিমাণে বিজেপি কর্মী-সমর্থকরা হাজির হয়েছিলেন আদালতে । চলে স্লোগানও । জিতেন্দ্র তেওয়ারি পুলিশের গাড়ি থেকে নেমেই বলেন, "ছট পুজোয় আমাকে জেলের মধ্যেই থাকতে হল । রামনবমী ও পয়লা বৈশাখও যাতে আমি জেলে থাকি, তার ব্যবস্থা করছে তৃণমূলের দলদাস পুলিশ (Jitendra Tiwari Slams Police over his Arrest) ।"

সোমবার তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার পর পুলিশ নতুন করে কী তথ্য পেয়েছে, তা আদালতে জানাবে আজ । অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারি নিজেই বা কী করে নিশ্চিত হলেন যে তিনি জামিন পাচ্ছেন না, সেটাও দেখার বিষয় । প্রসঙ্গত, গত 18 মার্চ জিতেন্দ্র তেওয়রিকে দিল্লিতে গ্রেফতার করেছিল আসানসোল উত্তর থানার পুলিশ । কম্বল কাণ্ডে অভিযুক্ত হিসেবে তাঁকে গ্রেফতার করা হয় । যদিও কম্বল কাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত চৈতালি তেওয়ারি ও জিতেন্দ্রর দুই অনুগামী গৌরব গুপ্ত ও তেজপ্রতাপ সিং সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচে রয়েছেন । মঙ্গলবারে শুনানির পর জানা যাবে জিতেন্দ্রর জন্য কী রায় অপেক্ষা করছে !

আরও পড়ুন: পিসির গুরুত্ব অনেক বেশি, পুলিশি হেফাজতের জন্য সওয়াল করে আদালতে বললেন জিতেন্দ্র তেওয়ারি

রামনবমী-নববর্ষেও তাঁকে জেলে রাখতে চায় পুলিশ, অভিযোগ জিতেন্দ্রর

আসানসোল, 28 মার্চ: জামিন পাওয়া যে সম্ভব নয়, এই বিষয়ে কি নিশ্চিত জিতেন্দ্র তেওয়ারি নিজেই ! মঙ্গলবার তাঁকে আসানসোল আদালতে (Asansol Court) নিয়ে আসার সময় জিতেন্দ্র তেওয়ারি বলেন, "পবিত্র ছট পুজোয় আমাকে জেলের মধ্যে রাখল । নববর্ষ ও রাম নবমীতেও যাতে আমি জেলে থাকতে পারি, তার ব্যবস্থা তৃণমূলের দলদাস পুলিশ করছে ।" তাঁর এই বক্তব্যের জেরেই প্রশ্ন উঠছে ৷

আট দিনের পুলিশে হেফাজতের মেয়াদ শেষে জিতেন্দ্র তেওয়ারিকে সোমবার আসানসোল সিজিএম আদালতে তোলা হয়েছিল । তাঁকে পুনরায় ছ’দিনের হেফাজতে চেয়েছিল পুলিশ । কিন্তু জিতেন্দ্র নিজে এজলাসে জানান যে গত আট দিনে 192 ঘণ্টার মধ্যে মাত্র দু’ঘণ্টা তাঁকে জেরা করেছিল পুলিশ । পাশাপাশি তিনি নিজেই বলেন, ‘‘বর্তমানে পিসির গুরুত্ব আছে ৷ তাই তাকে পিসি দেওয়া হোক ।’’

শেষ পর্যন্ত একদিনের জন্য পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিয়েছিলেন বিচারক । সেই মতো মঙ্গলবার তাঁকে পুনরায় আসানসোল সিজিএম আদালতে নিয়ে আসা হয় । সোমবারের মতো মঙ্গলবারও তাঁকে দুপুরে সিজিএম আদালতে নিয়ে আসা হয় । এদিনও প্রচুর পরিমাণে বিজেপি কর্মী-সমর্থকরা হাজির হয়েছিলেন আদালতে । চলে স্লোগানও । জিতেন্দ্র তেওয়ারি পুলিশের গাড়ি থেকে নেমেই বলেন, "ছট পুজোয় আমাকে জেলের মধ্যেই থাকতে হল । রামনবমী ও পয়লা বৈশাখও যাতে আমি জেলে থাকি, তার ব্যবস্থা করছে তৃণমূলের দলদাস পুলিশ (Jitendra Tiwari Slams Police over his Arrest) ।"

সোমবার তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার পর পুলিশ নতুন করে কী তথ্য পেয়েছে, তা আদালতে জানাবে আজ । অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারি নিজেই বা কী করে নিশ্চিত হলেন যে তিনি জামিন পাচ্ছেন না, সেটাও দেখার বিষয় । প্রসঙ্গত, গত 18 মার্চ জিতেন্দ্র তেওয়রিকে দিল্লিতে গ্রেফতার করেছিল আসানসোল উত্তর থানার পুলিশ । কম্বল কাণ্ডে অভিযুক্ত হিসেবে তাঁকে গ্রেফতার করা হয় । যদিও কম্বল কাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত চৈতালি তেওয়ারি ও জিতেন্দ্রর দুই অনুগামী গৌরব গুপ্ত ও তেজপ্রতাপ সিং সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচে রয়েছেন । মঙ্গলবারে শুনানির পর জানা যাবে জিতেন্দ্রর জন্য কী রায় অপেক্ষা করছে !

আরও পড়ুন: পিসির গুরুত্ব অনেক বেশি, পুলিশি হেফাজতের জন্য সওয়াল করে আদালতে বললেন জিতেন্দ্র তেওয়ারি

Last Updated : Mar 28, 2023, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.