ETV Bharat / state

Raju Jha Murder: একমাস পরও রাজু ঝার খুনের কিনারা হল না, সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির জিতেন্দ্রর

author img

By

Published : May 2, 2023, 5:41 PM IST

এককালের কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা খুনের পর কেটে গিয়েছে একমাস ৷ এখনও কিনারা করতে পারেনি সিট ৷ এই নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ৷

Raju Jha Murder
Raju Jha Murder

একমাস পরও রাজু ঝার খুনের কিনারা হল না

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 2 মে: গত 1 এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে খুন হন রাজু ঝা ৷ সেই ঘটনার পর কেটে গিয়েছে একমাস ৷ কিন্তু এখনও পর্যন্ত অধরা একসময়ের কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজেশ ওরফে রাজু ঝায়ের খুনিরা । ফলে এই খুনের তদন্তে গঠিত সিটের কাজকর্ম নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷

এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে রাজু ঝার বন্ধু অপর এক কয়লা মাফিয়া নরেন্দ্র খাড়কার একসময়ের গাড়ির চালক অভিজিৎ মণ্ডলকে । অভিজিৎকে নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে নরেন্দ্র খাড়কার নির্মাণকার্যের অফিসে তল্লাশি চালিয়ে সিসিটিভি ফুটেজ-সহ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন সিটের তদন্তকারীরা ।

কিন্তু প্রশ্ন উঠছে রাজু ঝা খুনের সময় অকুস্থলে উপস্থিত থাকা আব্দুল লতিফকে কি জিজ্ঞাসাবাদ করেছেন সিটের তদন্তকারী অফিসাররা ? গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন আব্দুল লতিফ ৷ কয়েকদিন আগে তিনি আসানসোলের সিবিআই কোর্টেও হাজিরা দেন । প্রশ্ন উঠছে, কেন তাঁকে সেখান থেকে সিটের তদন্তকারী অফিসাররা নিজেদের হেফাজতে চাইলেন না ? আব্দুল লতিফের গাড়িতে রাজু ঝা কোথায় যাচ্ছিলেন ?

অন্যদিকে রাজু ঝাকে কয়লা কাণ্ডে সিবিআই ও ইডি তলব করেছিল ৷ সেই হাজিরা দিতে যাওয়ার আগেই কেন তাঁকে খুন হয়ে যেতে হল ? এমন বহু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আজও শিল্পাঞ্চল আসানসোল ও দুর্গাপুরে । বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি প্রশ্ন তুলেছেন এই নিয়ে ৷ তাঁর প্রশ্ন, রাজু ঝা কেন খুন হলেন ? কেন এখনও পর্যন্ত তার খুনের কিনারা হল না ?

এর আগে তৃণমূল পন্থী বিজেপি সাংসদ অর্জুন সিং দুর্গাপুরে রাজু ঝার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ৷ সেদিন তিনি বলেছিলেন রাজু ঝা খুনে বড় মাথা আছে । রাজু ঝার খুন কোনও সাধারণ ঘটনা নয় । স্বাভাবিকভাবেই একমাস কেটে যাওয়ার পরে প্রশ্ন উঠছে, তাহলে কি সিটের তদন্তকারী অফিসাররা রাজু ঝা খুনের প্রকৃত রহস্য উদঘাটনে ব্যর্থ ? এই নিয়েই বিজেপি নেতা জিতেন্দ্র তওয়ারি প্রশ্ন তুলেছেন, "তদন্ত এগোতে পারছে না ? নাকি এগোতে চাইছে না ?"

আরও পড়ুন: রাজু ঝা খুনের তদন্তে সিবিআই'য়ের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

একমাস পরও রাজু ঝার খুনের কিনারা হল না

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 2 মে: গত 1 এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের পাশে খুন হন রাজু ঝা ৷ সেই ঘটনার পর কেটে গিয়েছে একমাস ৷ কিন্তু এখনও পর্যন্ত অধরা একসময়ের কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজেশ ওরফে রাজু ঝায়ের খুনিরা । ফলে এই খুনের তদন্তে গঠিত সিটের কাজকর্ম নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷

এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে রাজু ঝার বন্ধু অপর এক কয়লা মাফিয়া নরেন্দ্র খাড়কার একসময়ের গাড়ির চালক অভিজিৎ মণ্ডলকে । অভিজিৎকে নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে নরেন্দ্র খাড়কার নির্মাণকার্যের অফিসে তল্লাশি চালিয়ে সিসিটিভি ফুটেজ-সহ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন সিটের তদন্তকারীরা ।

কিন্তু প্রশ্ন উঠছে রাজু ঝা খুনের সময় অকুস্থলে উপস্থিত থাকা আব্দুল লতিফকে কি জিজ্ঞাসাবাদ করেছেন সিটের তদন্তকারী অফিসাররা ? গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন আব্দুল লতিফ ৷ কয়েকদিন আগে তিনি আসানসোলের সিবিআই কোর্টেও হাজিরা দেন । প্রশ্ন উঠছে, কেন তাঁকে সেখান থেকে সিটের তদন্তকারী অফিসাররা নিজেদের হেফাজতে চাইলেন না ? আব্দুল লতিফের গাড়িতে রাজু ঝা কোথায় যাচ্ছিলেন ?

অন্যদিকে রাজু ঝাকে কয়লা কাণ্ডে সিবিআই ও ইডি তলব করেছিল ৷ সেই হাজিরা দিতে যাওয়ার আগেই কেন তাঁকে খুন হয়ে যেতে হল ? এমন বহু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আজও শিল্পাঞ্চল আসানসোল ও দুর্গাপুরে । বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি প্রশ্ন তুলেছেন এই নিয়ে ৷ তাঁর প্রশ্ন, রাজু ঝা কেন খুন হলেন ? কেন এখনও পর্যন্ত তার খুনের কিনারা হল না ?

এর আগে তৃণমূল পন্থী বিজেপি সাংসদ অর্জুন সিং দুর্গাপুরে রাজু ঝার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ৷ সেদিন তিনি বলেছিলেন রাজু ঝা খুনে বড় মাথা আছে । রাজু ঝার খুন কোনও সাধারণ ঘটনা নয় । স্বাভাবিকভাবেই একমাস কেটে যাওয়ার পরে প্রশ্ন উঠছে, তাহলে কি সিটের তদন্তকারী অফিসাররা রাজু ঝা খুনের প্রকৃত রহস্য উদঘাটনে ব্যর্থ ? এই নিয়েই বিজেপি নেতা জিতেন্দ্র তওয়ারি প্রশ্ন তুলেছেন, "তদন্ত এগোতে পারছে না ? নাকি এগোতে চাইছে না ?"

আরও পড়ুন: রাজু ঝা খুনের তদন্তে সিবিআই'য়ের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.