ETV Bharat / state

Jitendra Tiwari: 'কুনুর নদী বাঁচাও' আন্দোলনে জিতেন্দ্র তিওয়ারি, টেনে আনলেন মুখ্যমন্ত্রীর সিঙ্গুর প্রসঙ্গ - জিতেন্দ্র তিওয়ারি

কুনুর নদী বাঁচাও আন্দোলনে চাষিদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ এ ব্যাপারেই সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করলেন তিনি ৷

Jitendra Tiwari
জিতেন্দ্র তিওয়ারি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 6:28 AM IST

কুনুর নদী বাঁচাও আন্দোলনে জিতেন্দ্র তিওয়ারি

দুর্গাপুর, 7 সেপ্টেম্বর: বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জল মিশে কুনুরে নেমে এসেছে দূষণ বিপর্যয় ৷ পরিত্রাণের আশায় আন্দোলনে নামলেন দুর্গাপুর ফরিদপুরবাসীর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । অভিযোগ, বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জল কুনুর নদীতে পড়ছে । সেই বর্জ্য মিশ্রিত জলে দূষিত হচ্ছে কুনুর নদী । কুনুরের জল যখন চাষিরা সেচের কাজে ব্যবহার করছে তখন নষ্ট হচ্ছে ফসল ৷ এর জেরে ক্ষতির মুখে পড়ছে চাষিরা । আবার কুনুরের জল কোনও গবাদি পশু পান করলেও অসুস্থ হয়ে পড়ছে । মানুষ কুনুর নদীর জলে হাত দিলে দেখা দিচ্ছে চর্মরোগ । পাশাপাশি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে কুনুরের গতিপথ ।

এইসব অভিযোগকে সামনে রেখে কুনুর নদী বাঁচাতে দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিকাপুরে কুনুর নদী বাঁচাও সংগ্রাম কমিটি গঠন হয়েছে । আর সেই কুনুর নদী বাঁচাও সংগ্রাম কমিটির সঙ্গে আন্দোলনের সূচনা করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তাঁর কথায়, "শাসকদলের মদতে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা গ্যাস উত্তোলনের পর বর্জ্য মিশ্রিত জল কুনুর নদীতে ফেলছে । গত কয়েক বছর আগে কুনুর নদীর জলের ওপর ভরসা করেই হতো ধান চাষ । দুর্গাপুর ফরিদপুর ব্লক এবং কাঁকসার বিভিন্ন প্রান্তের চাষিদের ভরসা ছিল কুনুর নদী ।"

আরও পড়ুন: পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর

বর্তমানে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জল কুনুর নদীতে পড়ে ফেনা হয়ে যাচ্ছে । দ্রুত বর্জ্য মিশ্রিত জল ফেলা বন্ধ করতে হবে এবং কুনুর নদী সংস্কার করতে হবে । তা না হলে ধারাবাহিকভাবেই জারি থাকবে এই আন্দোলন ৷ এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুজিত মুখোপাধ্যায় পালটা কটাক্ষ করেন, "বিজেপি প্রচারের আলোয় আসার জন্যই এই আন্দোলন করছে । চাষিদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে তৎপর ব্লক প্রশাসন ।"

কুনুর নদী বাঁচাও আন্দোলনে জিতেন্দ্র তিওয়ারি

দুর্গাপুর, 7 সেপ্টেম্বর: বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জল মিশে কুনুরে নেমে এসেছে দূষণ বিপর্যয় ৷ পরিত্রাণের আশায় আন্দোলনে নামলেন দুর্গাপুর ফরিদপুরবাসীর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । অভিযোগ, বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জল কুনুর নদীতে পড়ছে । সেই বর্জ্য মিশ্রিত জলে দূষিত হচ্ছে কুনুর নদী । কুনুরের জল যখন চাষিরা সেচের কাজে ব্যবহার করছে তখন নষ্ট হচ্ছে ফসল ৷ এর জেরে ক্ষতির মুখে পড়ছে চাষিরা । আবার কুনুরের জল কোনও গবাদি পশু পান করলেও অসুস্থ হয়ে পড়ছে । মানুষ কুনুর নদীর জলে হাত দিলে দেখা দিচ্ছে চর্মরোগ । পাশাপাশি সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে কুনুরের গতিপথ ।

এইসব অভিযোগকে সামনে রেখে কুনুর নদী বাঁচাতে দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিকাপুরে কুনুর নদী বাঁচাও সংগ্রাম কমিটি গঠন হয়েছে । আর সেই কুনুর নদী বাঁচাও সংগ্রাম কমিটির সঙ্গে আন্দোলনের সূচনা করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তাঁর কথায়, "শাসকদলের মদতে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা গ্যাস উত্তোলনের পর বর্জ্য মিশ্রিত জল কুনুর নদীতে ফেলছে । গত কয়েক বছর আগে কুনুর নদীর জলের ওপর ভরসা করেই হতো ধান চাষ । দুর্গাপুর ফরিদপুর ব্লক এবং কাঁকসার বিভিন্ন প্রান্তের চাষিদের ভরসা ছিল কুনুর নদী ।"

আরও পড়ুন: পদপিষ্ট হয়ে মৃত্যুতে জিতেন্দ্র-চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের, নাম নেই শুভেন্দুর

বর্তমানে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জল কুনুর নদীতে পড়ে ফেনা হয়ে যাচ্ছে । দ্রুত বর্জ্য মিশ্রিত জল ফেলা বন্ধ করতে হবে এবং কুনুর নদী সংস্কার করতে হবে । তা না হলে ধারাবাহিকভাবেই জারি থাকবে এই আন্দোলন ৷ এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুজিত মুখোপাধ্যায় পালটা কটাক্ষ করেন, "বিজেপি প্রচারের আলোয় আসার জন্যই এই আন্দোলন করছে । চাষিদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে তৎপর ব্লক প্রশাসন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.