ETV Bharat / state

AMC Recruitment Controversy: আসানসোল পৌরনিগমের নিয়ন্ত্রণ যাবে কেএমডিএ-এর হাতে! অভিযোগ জিতেন্দ্রর - কেএমডিএ

আসানসোল পৌরনিগমে (Asansol Municipal Corporation) ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে দু’জন ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে শিল্পশহরে ৷ প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির দাবি, এই নিয়োগের জেরে ওই পৌরনিগমের নিয়ন্ত্রণ এবার কেএমডিএ-র হাতে চলে যাবে ৷

Asansol Municipal Corporation
Asansol Municipal Corporation
author img

By

Published : Jan 31, 2023, 8:14 PM IST

আসানসোল পৌরনিগমের নিয়ন্ত্রণ যাবে কেএমডিএ-এর হাতে!

আসানসোল, 31 জানুয়ারি: আসানসোল পৌরনিগমে দুই ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছেন সোমবার । আর তা নিয়ে বড়সড় অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি (BJP Leader Jitendra Tiwari) । তিনি দাবি করেছেন, ওই দুই ইঞ্জিনিয়ারকে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ (KMDA) থেকে আনা হয়েছে ও তাঁদের নিয়ন্ত্রণও থাকবে কেএমডিএ-এর হাতে । এর ফলে আসানসোল পৌরনিগমকে চালিত করবে কার্যত কেএমডিএ । আসানসোল পৌরনিগমের সায়ত্তশাসন এর ফলে খর্ব হবে ।

সোমবার আসানসোল পৌরনিগমে সুপারিন্টেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কমল মণ্ডল ও রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগদান করেছেন । দীর্ঘদিন ধরে সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদটি ফাঁকা পড়ে ছিল । আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমিই কলকাতায় চেয়েছিলাম । সেই মতো এই ইঞ্জিনিয়াররা যোগ দিয়েছেন ।" জানা গিয়েছে, এই দুই ইঞ্জিনিয়ার আগে কেএমডিএ-তে বিভিন্ন সেক্টরে কর্মরত ছিলেন । তাদের বদলি করে আসানসোল নিয়ে আসা হয়েছে ।

পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পৌর ও নগরোন্নয়ন দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটিতে কর্মরত দুই ইঞ্জিনিয়ার কমল মণ্ডল ও রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সুপারিন্টেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে আসানসোল পৌরনিগমে নিয়োগ করা হচ্ছে । এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই দুই ইঞ্জিনিয়ারের সার্ভিস রেকর্ড রক্ষণাবেক্ষণ করবে কেএমডিএ ।

জিতেন্দ্র তেওয়ারি এই নোটিশের পরিপ্রেক্ষিতে দাবি করেছেন, "এই দুই ইঞ্জিনিয়ারকে নিয়ন্ত্রণ করবে কলকাতা । অর্থাৎ আসানসোল পৌরনিগমের উন্নয়ন থেকে শুরু করে সব কাজকর্মেই এবার কলকাতার নেতাদের নিয়ন্ত্রণ থাকবে ।’’ জিতেন্দ্র তেওয়ারি আরও বলেন, ‘‘ইঞ্জিনিয়ার নিয়োগ হতেই পারে । কিন্তু তাঁরা কলকাতা থেকে নিয়ন্ত্রিত হবেন কেন ? বিধান জানে না মনে হয় পুরো বিষয়টা । আমার মতে বোর্ড মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করে কলকাতাকে জানানো হোক, হয় এই ইঞ্জিনিয়াদের তোমরা ফেরত নাও, না হলে এঁদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসানসোল পৌরনিগমকে দেওয়া হোক । পৌরবোর্ড এমন দাবি তুললে বিজেপি কাউন্সিলররা তাদের সমর্থন করবে ।"

যদিও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের দাবি, ‘‘সেরকম কোনও ঘটনা নয় । ওঁরা কাজে যোগ দিয়েই আমার কাছে এসেছিলেন । বৈঠকও ডেকেছি । আর কাজটা কে করছে সেটা বড় কথা নয়, মানুষের কাজ হওয়া নিয়েই কথা ।"

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত খনির বৈধ কয়লাতেও তোলাবাজি, ব্ল্যাক ইকোনমি'র অভিযোগ জিতেন্দ্রর

আসানসোল পৌরনিগমের নিয়ন্ত্রণ যাবে কেএমডিএ-এর হাতে!

আসানসোল, 31 জানুয়ারি: আসানসোল পৌরনিগমে দুই ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছেন সোমবার । আর তা নিয়ে বড়সড় অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি (BJP Leader Jitendra Tiwari) । তিনি দাবি করেছেন, ওই দুই ইঞ্জিনিয়ারকে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ (KMDA) থেকে আনা হয়েছে ও তাঁদের নিয়ন্ত্রণও থাকবে কেএমডিএ-এর হাতে । এর ফলে আসানসোল পৌরনিগমকে চালিত করবে কার্যত কেএমডিএ । আসানসোল পৌরনিগমের সায়ত্তশাসন এর ফলে খর্ব হবে ।

সোমবার আসানসোল পৌরনিগমে সুপারিন্টেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কমল মণ্ডল ও রবীন্দ্রনাথ ভট্টাচার্য যোগদান করেছেন । দীর্ঘদিন ধরে সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পদটি ফাঁকা পড়ে ছিল । আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমিই কলকাতায় চেয়েছিলাম । সেই মতো এই ইঞ্জিনিয়াররা যোগ দিয়েছেন ।" জানা গিয়েছে, এই দুই ইঞ্জিনিয়ার আগে কেএমডিএ-তে বিভিন্ন সেক্টরে কর্মরত ছিলেন । তাদের বদলি করে আসানসোল নিয়ে আসা হয়েছে ।

পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) পৌর ও নগরোন্নয়ন দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটিতে কর্মরত দুই ইঞ্জিনিয়ার কমল মণ্ডল ও রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সুপারিন্টেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে আসানসোল পৌরনিগমে নিয়োগ করা হচ্ছে । এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই দুই ইঞ্জিনিয়ারের সার্ভিস রেকর্ড রক্ষণাবেক্ষণ করবে কেএমডিএ ।

জিতেন্দ্র তেওয়ারি এই নোটিশের পরিপ্রেক্ষিতে দাবি করেছেন, "এই দুই ইঞ্জিনিয়ারকে নিয়ন্ত্রণ করবে কলকাতা । অর্থাৎ আসানসোল পৌরনিগমের উন্নয়ন থেকে শুরু করে সব কাজকর্মেই এবার কলকাতার নেতাদের নিয়ন্ত্রণ থাকবে ।’’ জিতেন্দ্র তেওয়ারি আরও বলেন, ‘‘ইঞ্জিনিয়ার নিয়োগ হতেই পারে । কিন্তু তাঁরা কলকাতা থেকে নিয়ন্ত্রিত হবেন কেন ? বিধান জানে না মনে হয় পুরো বিষয়টা । আমার মতে বোর্ড মিটিংয়ে এই বিষয়ে আলোচনা করে কলকাতাকে জানানো হোক, হয় এই ইঞ্জিনিয়াদের তোমরা ফেরত নাও, না হলে এঁদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসানসোল পৌরনিগমকে দেওয়া হোক । পৌরবোর্ড এমন দাবি তুললে বিজেপি কাউন্সিলররা তাদের সমর্থন করবে ।"

যদিও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের দাবি, ‘‘সেরকম কোনও ঘটনা নয় । ওঁরা কাজে যোগ দিয়েই আমার কাছে এসেছিলেন । বৈঠকও ডেকেছি । আর কাজটা কে করছে সেটা বড় কথা নয়, মানুষের কাজ হওয়া নিয়েই কথা ।"

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত খনির বৈধ কয়লাতেও তোলাবাজি, ব্ল্যাক ইকোনমি'র অভিযোগ জিতেন্দ্রর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.