ETV Bharat / state

সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগ , আসানসোল থেকে গ্রেপ্তার BJP নেতা - সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেপ্তার বিজেপি যুব মোর্চার নেতা

গত কয়েকদিন ধরেই আসানসোল পৌরনিগম নিয়ে একটি পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তা হল আসানসোল পৌরনিগমের নামফলকে বাংলাকে বাদ দিয়ে ইংরেজি , উর্দু এবং হিন্দি ভাষা রাখা হয়েছে । যদিও আসানসোল পৌরনিগমের ভবনে বাংলা ভাষায় পৃথক বোর্ড রয়েছে । বাংলায় লেখা ওই বোর্ড উপরে রয়েছে । ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয় BJP-র যুব মোর্চার নেতা বাপ্পা চট্টোপাধ্যায়কে ৷

BJP leader arrested
BJP নেতা গ্রেপ্তার আসানসোলে
author img

By

Published : Sep 12, 2020, 7:25 AM IST

আসানসোল , 12 সেপ্টেম্বর : সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হলেন BJP-র যুব মোর্চার নেতা বাপ্পা চট্টোপাধ্যায় । গতকাল রাতে হিরাপুর থানার পুলিশ বার্নপুর শিল্প শহর থেকে তাকে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে আসানসোল পৌরনিগম সম্পর্কিত একটি ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে । BJP-র দাবি রাজনৈতিক উদ্দেশে গ্রেপ্তার করা হয়েছে বাপ্পাকে ।


গত কয়েকদিন ধরেই আসানসোল পৌরনিগম নিয়ে একটি পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ পোস্টে লেখা হয়, আসানসোল পৌরনিগমের নাম ফলকে বাংলাকে বাদ দিয়ে ইংরেজি , উর্দু এবং হিন্দি ভাষা রাখা হয়েছে । যদিও আসানসোল পৌরনিগমের ভবনে বাংলা ভাষায় পৃথক বোর্ড রয়েছে । বাংলায় লেখা ওই বোর্ড উপরে রয়েছে । অভিযোগ , সেই বাংলা বোর্ডকে বাদ দিয়ে হিন্দি , ইংরেজি এবং উর্দু ভাষার বোর্ডকে সোশাল মিডিয়ায় সামনে নিয়ে এসে বলা হয় বাংলা ভাষাকে বাদ দেওয়া হয়েছে । এরপর থেকেই শুরু হয় বিতর্ক । আর তা নিয়েই দুই রাজনৈতিক দলের IT সেল বিভিন্নভাবে সোশাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে ।

সোশাল মিডিয়ায় এই পোস্টকে ঘিরে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল আসানসোল পৌরনিগমের তরফে ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গতকাল রাতে BJP যুব মোর্চার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে হীরাপুর থানার পুলিশ ।পুলিশের দাবি, বাপ্পা চট্টোপাধ্যায় ফেসবুকে ওই পোস্ট ভাইরাল করেন । সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ । যদিও BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে , রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে । এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বলে গেরুয়া শিবিরের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

আসানসোল , 12 সেপ্টেম্বর : সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হলেন BJP-র যুব মোর্চার নেতা বাপ্পা চট্টোপাধ্যায় । গতকাল রাতে হিরাপুর থানার পুলিশ বার্নপুর শিল্প শহর থেকে তাকে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে আসানসোল পৌরনিগম সম্পর্কিত একটি ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে । BJP-র দাবি রাজনৈতিক উদ্দেশে গ্রেপ্তার করা হয়েছে বাপ্পাকে ।


গত কয়েকদিন ধরেই আসানসোল পৌরনিগম নিয়ে একটি পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ পোস্টে লেখা হয়, আসানসোল পৌরনিগমের নাম ফলকে বাংলাকে বাদ দিয়ে ইংরেজি , উর্দু এবং হিন্দি ভাষা রাখা হয়েছে । যদিও আসানসোল পৌরনিগমের ভবনে বাংলা ভাষায় পৃথক বোর্ড রয়েছে । বাংলায় লেখা ওই বোর্ড উপরে রয়েছে । অভিযোগ , সেই বাংলা বোর্ডকে বাদ দিয়ে হিন্দি , ইংরেজি এবং উর্দু ভাষার বোর্ডকে সোশাল মিডিয়ায় সামনে নিয়ে এসে বলা হয় বাংলা ভাষাকে বাদ দেওয়া হয়েছে । এরপর থেকেই শুরু হয় বিতর্ক । আর তা নিয়েই দুই রাজনৈতিক দলের IT সেল বিভিন্নভাবে সোশাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে ।

সোশাল মিডিয়ায় এই পোস্টকে ঘিরে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল আসানসোল পৌরনিগমের তরফে ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গতকাল রাতে BJP যুব মোর্চার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে হীরাপুর থানার পুলিশ ।পুলিশের দাবি, বাপ্পা চট্টোপাধ্যায় ফেসবুকে ওই পোস্ট ভাইরাল করেন । সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ । যদিও BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে , রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে । এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে বলে গেরুয়া শিবিরের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.