ETV Bharat / state

Panchayat Elections 2023: অনুব্রতর জায়গায় নিতে চাইছেন শতাব্দী, পাণ্ডবেশ্বরে প্রচার নিয়ে কটাক্ষ জিতেন্দ্রর - অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডলের জায়গা নিতে চাইছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ পাণ্ডবেশ্বরে সাংসদের প্রচার কর্মসূচি নিয়ে এভাবেই কাটক্ষ করলেন আসানসোলের বিজেপি নেতা ৷ তবে, জিতেন্দ্রর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শতাব্দী রায় ৷

Panchayat Election 2023 ETV BHARAT
Panchayat Election 2023
author img

By

Published : Jun 30, 2023, 6:57 PM IST

অনুব্রত মণ্ডলের জায়গা নিতে চাইছেন শতাব্দী, কটাক্ষ জিতেন্দ্রের

পাণ্ডবেশ্বর, 30 জুন: শতাব্দী রায় বীরভূম ও তার সংলগ্ন জেলাগুলিতে অনুব্রত মণ্ডলের জায়গা নেওয়ার চেষ্টা করছেন ৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ অণ্ডাল ও পাণ্ডবেশ্বরে শতাব্দী রায়ের পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে শুক্রবার এভাবেই কটাক্ষ করলেন তিনি ৷ তাঁর কথায়, জেলে থাকা অনুব্রতকে দেখাতেই পাণ্ডবেশ্বরে এসেছেন শতাব্দী ৷ তবে, জিতেন্দ্রর এই বক্তব্যকে 'হালকা ভাষণ' বলে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ৷ তাঁর মতে, এই সমস্ত কথায় ভোট পাওয়া যায় না ৷

গত বিধানসভা নির্বাচনের আগেও পাণ্ডবেশ্বরের বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সমর্থনে একাধিকবার প্রচারে এসেছিলেন অনুব্রত মণ্ডল ৷ কিন্তু, কেষ্টর অনুপস্থিতিতে আজ সেই পাণ্ডবেশ্বরের বহুলাতে প্রচার করতে দেখা গেল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে ৷ ওই এলাকায় এদিন বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ শতাব্দী রায় সেখানে প্রচারে এসেছেন শুনে তাঁর ব্যঙ্গ, "শতাব্দী রায় অনুব্রতর জেলে যাওয়া সেলিব্রেট করতে এসেছেন ৷"

জিতেন্দ্র তিওয়ারি বলেন, "শতাব্দী রায় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল জেলে যান ৷ আগে পাণ্ডবেশ্বরে প্রচারে আসতে দেখা যেত অনুব্রত মণ্ডলকে ৷ তিনি এখন জেলে ৷ তাই শতাব্দী রায় এসেছেন সেলিব্রেশন করতে ৷ আর অনুব্রতকে বার্তা দিচ্ছেন, দেখুন কেষ্ট দা আমি আপনার পাণ্ডবেশ্বরে প্রচার করছি ৷" তবে, জিতেন্দ্র তিওয়ারির এই সব কথায় বিজেপির ভোট বাড়বে না বলে পালটা নিশানা করেন বীরভূমের সাংসদ ৷ তাঁর কথায়, "এসব হালকা কথায় ভোট পাওয়া যায় না ৷ তার জন্য কাজ করতে হয় ৷"

আরও পড়ুন: নির্দল প্রার্থীদের মদতকারীদের শাস্তি দিতে দু'মিনিটও লাগবে না, হুঁশিয়ারি শতাব্দীর

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে অণ্ডাল ও পাণ্ডবেশ্বরে রোড শো করেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ অণ্ডালের পদ্মাবতী এলাকা থেকে পাণ্ডবেশ্বরের পরাশকোল এলাকা হয়ে রোড শো করেন তিনি ৷ দুই ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের তৃণমূল প্রার্থীদের নিয়ে এই ভোট প্রচার করলেন ৷ আর শতাব্দীর এই প্রচারকে অনুব্রত'র জায়গা দখলের চেষ্টা বলে ব্যঙ্গ করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷

অনুব্রত মণ্ডলের জায়গা নিতে চাইছেন শতাব্দী, কটাক্ষ জিতেন্দ্রের

পাণ্ডবেশ্বর, 30 জুন: শতাব্দী রায় বীরভূম ও তার সংলগ্ন জেলাগুলিতে অনুব্রত মণ্ডলের জায়গা নেওয়ার চেষ্টা করছেন ৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ অণ্ডাল ও পাণ্ডবেশ্বরে শতাব্দী রায়ের পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে শুক্রবার এভাবেই কটাক্ষ করলেন তিনি ৷ তাঁর কথায়, জেলে থাকা অনুব্রতকে দেখাতেই পাণ্ডবেশ্বরে এসেছেন শতাব্দী ৷ তবে, জিতেন্দ্রর এই বক্তব্যকে 'হালকা ভাষণ' বলে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ৷ তাঁর মতে, এই সমস্ত কথায় ভোট পাওয়া যায় না ৷

গত বিধানসভা নির্বাচনের আগেও পাণ্ডবেশ্বরের বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সমর্থনে একাধিকবার প্রচারে এসেছিলেন অনুব্রত মণ্ডল ৷ কিন্তু, কেষ্টর অনুপস্থিতিতে আজ সেই পাণ্ডবেশ্বরের বহুলাতে প্রচার করতে দেখা গেল বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে ৷ ওই এলাকায় এদিন বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ শতাব্দী রায় সেখানে প্রচারে এসেছেন শুনে তাঁর ব্যঙ্গ, "শতাব্দী রায় অনুব্রতর জেলে যাওয়া সেলিব্রেট করতে এসেছেন ৷"

জিতেন্দ্র তিওয়ারি বলেন, "শতাব্দী রায় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল জেলে যান ৷ আগে পাণ্ডবেশ্বরে প্রচারে আসতে দেখা যেত অনুব্রত মণ্ডলকে ৷ তিনি এখন জেলে ৷ তাই শতাব্দী রায় এসেছেন সেলিব্রেশন করতে ৷ আর অনুব্রতকে বার্তা দিচ্ছেন, দেখুন কেষ্ট দা আমি আপনার পাণ্ডবেশ্বরে প্রচার করছি ৷" তবে, জিতেন্দ্র তিওয়ারির এই সব কথায় বিজেপির ভোট বাড়বে না বলে পালটা নিশানা করেন বীরভূমের সাংসদ ৷ তাঁর কথায়, "এসব হালকা কথায় ভোট পাওয়া যায় না ৷ তার জন্য কাজ করতে হয় ৷"

আরও পড়ুন: নির্দল প্রার্থীদের মদতকারীদের শাস্তি দিতে দু'মিনিটও লাগবে না, হুঁশিয়ারি শতাব্দীর

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে অণ্ডাল ও পাণ্ডবেশ্বরে রোড শো করেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ অণ্ডালের পদ্মাবতী এলাকা থেকে পাণ্ডবেশ্বরের পরাশকোল এলাকা হয়ে রোড শো করেন তিনি ৷ দুই ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের তৃণমূল প্রার্থীদের নিয়ে এই ভোট প্রচার করলেন ৷ আর শতাব্দীর এই প্রচারকে অনুব্রত'র জায়গা দখলের চেষ্টা বলে ব্যঙ্গ করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.