ETV Bharat / state

পানাগড়ে BJP-র গোষ্ঠী কোন্দল, জখম 6 - পানাগড়ে BJP-র গোষ্ঠী কোন্দল

পূর্ব বর্ধমানের BJP-র জেলা সম্পাদক রমন শর্মা গোষ্ঠী বনাম পানাগড় BJP-র মণ্ডল সহ সভাপতি মানস তিওয়ারি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ জখম 6 জন ৷

পানাগড়ে BJP-র গোষ্ঠী কোন্দল
author img

By

Published : Aug 21, 2019, 11:11 PM IST

দুর্গাপুর, 21 অগাস্ট : ফের BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ৷ এবার কাঁকসার থানার অন্তর্গত পানাগড় গ্রামে ৷ পূর্ব বর্ধমানের BJP-র জেলা সম্পাদক রমন শর্মা গোষ্ঠী বনাম পানাগড় BJP-র মণ্ডল সহসভাপতি মানস তিওয়ারি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ জখম 6 জন ৷

আজ বিকেলে পানাগড় গ্রামে রমন শর্মার নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয় ৷ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী BJP-তে যোগদান করবে বলে প্রচার চালানো হয় ৷ সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি । তাঁর সামনেই দু'পক্ষের মধ্য বচসা বাধে ৷ মারামারি শুরু হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । ঘটনায় জখম হয় মানস তিওয়ারি গোষ্ঠীর 6 জন ৷ তারা পানাগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷

মানসবাবুর অভিযোগ, "আমাদের দলের সিস্টেম আছে ৷ সিস্টেম মেনে জেলা ও মণ্ডল স্তরে আলোচনা করে যোগদান করাতে হয় ৷ কিন্তু আমাদের অন্ধকারে রেখে কয়েকজন জেলার নেতা যারা নিজেরা অপকর্মের সঙ্গে যুক্ত, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলের লোকেদের নিয়ে সভা করে ৷ এরকম চলতে থাকলে আমরা উচ্চতর জায়গায় অভিযোগ জানাবো ৷ "

জখম এক BJP কর্মী বলেন " আমরা এলাকার BJP কর্মীরা জানিই না যে আজ কাদের জন্য এই সভার আয়োজন করা হয় ৷ আমরা প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছি । "

অন্যদিকে রমন শর্মা বলেন, "অনেকে তৃণমূল কংগ্রেস ও CPI(M)-র সঙ্গে আঁতাত করে এসব করছে ৷ BJP-কে রুখতে চাইছে ৷ "

দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেট ACP (পূর্ব) আরিশ বিলাল জানান, ওই সভার জন্য BJP-র পক্ষ থেকে কাঁকসা থানার অনুমতি নেওয়া হয়নি । তা সত্ত্বেও কীভাবে এই সভার আয়োজন করল BJP তা নিয়ে অবশ্য প্রশ্নচিহ্ন উঠেছে ৷

দুর্গাপুর, 21 অগাস্ট : ফের BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ৷ এবার কাঁকসার থানার অন্তর্গত পানাগড় গ্রামে ৷ পূর্ব বর্ধমানের BJP-র জেলা সম্পাদক রমন শর্মা গোষ্ঠী বনাম পানাগড় BJP-র মণ্ডল সহসভাপতি মানস তিওয়ারি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ৷ জখম 6 জন ৷

আজ বিকেলে পানাগড় গ্রামে রমন শর্মার নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয় ৷ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী BJP-তে যোগদান করবে বলে প্রচার চালানো হয় ৷ সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরি । তাঁর সামনেই দু'পক্ষের মধ্য বচসা বাধে ৷ মারামারি শুরু হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । ঘটনায় জখম হয় মানস তিওয়ারি গোষ্ঠীর 6 জন ৷ তারা পানাগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷

মানসবাবুর অভিযোগ, "আমাদের দলের সিস্টেম আছে ৷ সিস্টেম মেনে জেলা ও মণ্ডল স্তরে আলোচনা করে যোগদান করাতে হয় ৷ কিন্তু আমাদের অন্ধকারে রেখে কয়েকজন জেলার নেতা যারা নিজেরা অপকর্মের সঙ্গে যুক্ত, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তৃণমূলের লোকেদের নিয়ে সভা করে ৷ এরকম চলতে থাকলে আমরা উচ্চতর জায়গায় অভিযোগ জানাবো ৷ "

জখম এক BJP কর্মী বলেন " আমরা এলাকার BJP কর্মীরা জানিই না যে আজ কাদের জন্য এই সভার আয়োজন করা হয় ৷ আমরা প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছি । "

অন্যদিকে রমন শর্মা বলেন, "অনেকে তৃণমূল কংগ্রেস ও CPI(M)-র সঙ্গে আঁতাত করে এসব করছে ৷ BJP-কে রুখতে চাইছে ৷ "

দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেট ACP (পূর্ব) আরিশ বিলাল জানান, ওই সভার জন্য BJP-র পক্ষ থেকে কাঁকসা থানার অনুমতি নেওয়া হয়নি । তা সত্ত্বেও কীভাবে এই সভার আয়োজন করল BJP তা নিয়ে অবশ্য প্রশ্নচিহ্ন উঠেছে ৷

Intro:দুর্গাপুরের গান্ধীমোড়ের পরে এবার কাঁকসার পানাগড় গ্রামে বিজেপি র সভায় টিএমসি ছেড়ে বিজেপি তে যোগদান করানো নিয়ে মারপিট।পুর্ব বর্ধমানের বিজেপি র জেলা সম্পাদক বনাম পানাগড় বিজেপি র মন্ডল সহ সভাপতি মানস তিওয়ারি গোষ্ঠীর লড়াই এ বিজেপি র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো।বিজেপি র রাজ্য কমিটির সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী সেদিন গান্ধীমোড়ে ছিলেন মঞ্চে আর আজ আবার তার সামনেই চলল দুই পক্ষের মারামারি। মানস তিওয়ারি র গোষ্ঠীর ৫-৬ জন আহত বলে দাবী। তাদের কে পানাগড় গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।এই সভার জন্য কাঁকসা থানার কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি।তা স্বত্তেও কিভাবে এই সভা আয়োজিত হল তাতে পুলিশের ভুমিকাও প্রশ্নের মুখে।

কাঁকসার পানাগড় গ্রামে বিজেপি র জেলা সম্পাদক রমন শর্মার নেতৃত্বে একটি সভার আয়োজন করা হয় বুধবার বিকেলে।সেই সভায় ওই এলাকার কিছু টিএমসি কর্মী যোগ দেবেন বলে প্রচার করা হয়।তৈরি হয় মঞ্চ।কিন্তু বিজেপি র কাঁকসা মন্ডল এর সহ সভাপতি মানস তিওয়ারির অভিযোগ যে"" আমাকে কিছুই বলেনি। কিছু জেলা নেতা কয়েকজন টিএমসি র গুন্ডাকে দলে যোগ দেওয়াচ্ছে এতে তাদের ভালো হলেও দলের ভালো হবেনা।এই নেতারা এখানে যত দুর্নীতি র সাথে যুক্ত।এরা আজ বাইরে থেকে গুন্ডা এনে মারপিট করে সভা করল।এই সভা কি মানুষের সভা?""অন্যদিকে রমন শর্মার দাবী "" কেও কেও টিএমসি র সাথে আঁতাত করে এসব করতে চাইছে।এলাকার যারা বিজেপি র সাথে যুক্ত তাদের বলা হয়েছে।এসব যারা করাচ্ছে দল তাদের দিকে নজর রাখছে।""আজ সভায় আসেন বিজেপি র রাজ্যের সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তার সামনেই মারামারি হয় দুই পক্ষের।ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ।দুই পক্ষের মারামারির জেরে মানষ তিওয়ারি র ৫-৬ জন আনুগামী আহত হয়েছেন ।আক্রান্ত এক বিজেপি কর্মী বলেন ''আমরা এই এলাকার বিজেপি কর্মীরা জানিই না যে আজ কাদের জন্য এই সভা।আমরা তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছি।দলের উচ্চ নেতাদের জানাব।""এই সভা কে ঘিরে উত্তেজনা কাঁকসার পানাগড় গ্রামে।রমন শর্মা ""বহিরাগত গুন্ডা"" এনে সভা করে যাওয়ার প্রতিশোধের জন্য অপেক্ষায় পানাগড় গ্রামের বিজেপি নেতা কর্মীরা।দু পক্ষই একে অপরকে টিএমসি র দালাল বলে অভিযোগ এর উত্তরে পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন,""আমি তো বার Body:BConclusion:B
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.