ETV Bharat / state

Agnimitra Slams Anubrata : অনুব্রত হিংসার প্রতীক, কটাক্ষ অগ্নিমিত্রার - Election Commission of India

বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের কড়া সমালোচনা করলেন অগ্নিমিত্রা পল (BJP Candidate Agnimitra Slams Anubrata Mondal) ৷ আসানসোলে বিজেপির প্রার্থীর দাবি, অনুব্রত হিংসার প্রতীক ৷

bjp candidate agnimitra slams anubrata mondal
Agnimitra Slams Anubrata : অনুব্রত হিংসার প্রতীক, কটাক্ষ অগ্নিমিত্রার
author img

By

Published : Mar 26, 2022, 5:45 PM IST

আসানসোল, 26 মার্চ : আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনে (Asansol Bye Election 2022) অশান্তির আশঙ্কা করছেন অগ্নিমিত্রা পল ৷ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা এবার ওই আসনে বিজেপির হয়ে লড়াই করছেন (BJP's Asansol By Poll Candidate Agnimitra Paul) ৷ শনিবার প্রচারের মাঝে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন ৷

কেন তিনি এই আশঙ্কা প্রকাশ করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বঙ্গ বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী ৷ তাঁর দাবি, "অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা শঙ্কিত ।’’

বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) দল এবার আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনের দায়িত্ব দিয়েছে ৷ সেই কারণেই অগ্নিমিত্রা আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন (BJP Candidate Agnimitra Slams Anubrata Mondal) ৷

তিনি বলেন, ‘‘উনি যেখানেই যান লাশের বন্যা বইয়ে দেন । অনুব্রত হিংসার প্রতীক । তাই আসানসোলে অনুব্রত মণ্ডলকে আমরা চাই না ।’’ এই নিয়ে তিনি নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ৷

Agnimitra Slams Anubrata : অনুব্রত হিংসার প্রতীক, কটাক্ষ অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা বলেন, ‘‘আমি নির্বাচন কমিশনকে নিজে জানাব বিষয়টি । আসানসোলের শান্তিপ্রিয় মানুষ অনুব্রত মণ্ডলকে আসানসোলে চান না ।’’

প্রসঙ্গত, আসানসোলে আগামী 12 এপ্রিল উপনির্বাচন ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (TMC's Asansol Candidate Shatrughan Sinha) ৷ বিজেপির এই প্রাক্তনীকে জেতাতে আসানসোলে অনুব্রত মণ্ডলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা জানিয়েছিলেন মন্ত্রী মলয় ঘটক ৷

এদিকে 2014 সাল থেকে আসানসোলে জিতছে বিজেপি ৷ পরপর দু’বার জিতেছেন বাবুল সুপ্রিয় ৷ তিনি পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে ৷ তাই আসন ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ গেরুয়া শিবিরের প্রার্থী অগ্নিমিত্রা পলও প্রচার করছেন আসানসোলের বিভিন্ন এলাকায় ৷ শনিবার তিনি প্রচার করেন কুলটির মেইনধেমো, মিঠানী, পাটমোহনা-সহ বিভিন্ন এলাকায় ৷

আরও পড়ুন : Agnimitra on Shatrughan : "বিহারে নিজের বাড়ির লোকই ওঁকে ভোট দেননি ; শত্রুঘ্নকে কটাক্ষ অগ্নিমিত্রার

আসানসোল, 26 মার্চ : আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনে (Asansol Bye Election 2022) অশান্তির আশঙ্কা করছেন অগ্নিমিত্রা পল ৷ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা এবার ওই আসনে বিজেপির হয়ে লড়াই করছেন (BJP's Asansol By Poll Candidate Agnimitra Paul) ৷ শনিবার প্রচারের মাঝে তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন ৷

কেন তিনি এই আশঙ্কা প্রকাশ করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বঙ্গ বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী ৷ তাঁর দাবি, "অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা শঙ্কিত ।’’

বীরভূমে তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mondal) দল এবার আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনের দায়িত্ব দিয়েছে ৷ সেই কারণেই অগ্নিমিত্রা আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন (BJP Candidate Agnimitra Slams Anubrata Mondal) ৷

তিনি বলেন, ‘‘উনি যেখানেই যান লাশের বন্যা বইয়ে দেন । অনুব্রত হিংসার প্রতীক । তাই আসানসোলে অনুব্রত মণ্ডলকে আমরা চাই না ।’’ এই নিয়ে তিনি নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ৷

Agnimitra Slams Anubrata : অনুব্রত হিংসার প্রতীক, কটাক্ষ অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা বলেন, ‘‘আমি নির্বাচন কমিশনকে নিজে জানাব বিষয়টি । আসানসোলের শান্তিপ্রিয় মানুষ অনুব্রত মণ্ডলকে আসানসোলে চান না ।’’

প্রসঙ্গত, আসানসোলে আগামী 12 এপ্রিল উপনির্বাচন ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (TMC's Asansol Candidate Shatrughan Sinha) ৷ বিজেপির এই প্রাক্তনীকে জেতাতে আসানসোলে অনুব্রত মণ্ডলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা জানিয়েছিলেন মন্ত্রী মলয় ঘটক ৷

এদিকে 2014 সাল থেকে আসানসোলে জিতছে বিজেপি ৷ পরপর দু’বার জিতেছেন বাবুল সুপ্রিয় ৷ তিনি পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে ৷ তাই আসন ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ গেরুয়া শিবিরের প্রার্থী অগ্নিমিত্রা পলও প্রচার করছেন আসানসোলের বিভিন্ন এলাকায় ৷ শনিবার তিনি প্রচার করেন কুলটির মেইনধেমো, মিঠানী, পাটমোহনা-সহ বিভিন্ন এলাকায় ৷

আরও পড়ুন : Agnimitra on Shatrughan : "বিহারে নিজের বাড়ির লোকই ওঁকে ভোট দেননি ; শত্রুঘ্নকে কটাক্ষ অগ্নিমিত্রার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.