ETV Bharat / state

কাঁকসায় দুই তৃণমূল নেতার বাড়িতে ইটবৃষ্টি, বোমাবাজি ; অভিযুক্ত BJP - কাঁকসা

কাঁকসায় 2 তৃণমূল নেতার বাড়িতে হামলা । ইটবৃষ্টি, বোমাবাজি । জখম 3 তৃণমূল কর্মী । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি এক । অভিযোগের তির BJP-র দিকে । অন্যদিকে BJP-র পালটা অভিযোগ তৃণমূল কর্মীরা তাদের লক্ষ্য করে কটূক্তি করায় অশান্তি ছড়িয়েছে ।

কাঁকসায় আহত তৃণমূল কর্মী
author img

By

Published : Jun 9, 2019, 6:17 PM IST

কাঁকসা, 9 জুন : কাঁকসায় দুই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । জখম 3 তৃণমূল কর্মী । আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি এক । কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা ।

আজ গ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল । 200 থেকে 250 জন BJP কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন । অভিযোগ, মিছিল থেকে হামলা করা হয় গ্রামের দুই তৃণমূল নেতার বাড়িতে । প্রথমে জগন্নাথ ঘোষের বাড়িতে হামলা চালানো হয় । ইটবৃষ্টি হয় । বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চলে । এরপর হামলা করা হয় আরও এক তৃণমূল নেতা গৌতম গড়াইয়ের বাড়িতে । BJP কর্মী-সমর্থকদের ছোড়া ঢিলে জখম হন তৃণমূল কর্মী অজয় গড়াই (গৌতম গড়াইয়ের ভাইপো) । ইটবৃষ্টি ছাড়াও BJP কর্মীরা বোমাবাজি করে বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

উল্লেখ্য, গত 23 তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর বিষ্ণুপুর গ্রামের তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের দখল নেয় BJP । এরপর থেকেই গ্রামে চাপা উত্তেজনা ছিল ।

জখম অজয় গড়াইকে হাসপাতালে দেখতে যান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় । তিনি বলেন, "রাজনৈতিকভাবে মোকাবিলা করার পথ BJP নেতা-কর্মীরা অবলম্বন করছে না । তারা জেলায় জেলায় গুন্ডামি চালাচ্ছে । গ্রামে গ্রামে অশান্তি ছড়িয়ে রাজ্যের ভাবমূর্তি, শান্তি নষ্ট করতে চাইছে । এবার আমরাও প্রতিবাদে নয়, প্রতিরোধে নামব । আমি গ্রামে যাচ্ছি । "

BJP-র পক্ষ থেকে জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, " আমাদের কর্মীরা শান্ত এবং সংযতভাবেই পুলিশের অনুমতি নিয়ে বিজয় উৎসব পালন করছিল । সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয় । তারপর ইট-পাটকেল ছোড়া হয় BJP কর্মী-সমর্থকদের লক্ষ্য করে। "

পুলিশের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন, " বিষ্ণুপুরে একটি ঘটনার কথা আমরা শুনেছি । সেখানে পুলিশ রয়েছে । এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । "

কাঁকসা, 9 জুন : কাঁকসায় দুই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । জখম 3 তৃণমূল কর্মী । আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি এক । কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা ।

আজ গ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল । 200 থেকে 250 জন BJP কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন । অভিযোগ, মিছিল থেকে হামলা করা হয় গ্রামের দুই তৃণমূল নেতার বাড়িতে । প্রথমে জগন্নাথ ঘোষের বাড়িতে হামলা চালানো হয় । ইটবৃষ্টি হয় । বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চলে । এরপর হামলা করা হয় আরও এক তৃণমূল নেতা গৌতম গড়াইয়ের বাড়িতে । BJP কর্মী-সমর্থকদের ছোড়া ঢিলে জখম হন তৃণমূল কর্মী অজয় গড়াই (গৌতম গড়াইয়ের ভাইপো) । ইটবৃষ্টি ছাড়াও BJP কর্মীরা বোমাবাজি করে বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

উল্লেখ্য, গত 23 তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর বিষ্ণুপুর গ্রামের তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের দখল নেয় BJP । এরপর থেকেই গ্রামে চাপা উত্তেজনা ছিল ।

জখম অজয় গড়াইকে হাসপাতালে দেখতে যান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় । তিনি বলেন, "রাজনৈতিকভাবে মোকাবিলা করার পথ BJP নেতা-কর্মীরা অবলম্বন করছে না । তারা জেলায় জেলায় গুন্ডামি চালাচ্ছে । গ্রামে গ্রামে অশান্তি ছড়িয়ে রাজ্যের ভাবমূর্তি, শান্তি নষ্ট করতে চাইছে । এবার আমরাও প্রতিবাদে নয়, প্রতিরোধে নামব । আমি গ্রামে যাচ্ছি । "

BJP-র পক্ষ থেকে জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, " আমাদের কর্মীরা শান্ত এবং সংযতভাবেই পুলিশের অনুমতি নিয়ে বিজয় উৎসব পালন করছিল । সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয় । তারপর ইট-পাটকেল ছোড়া হয় BJP কর্মী-সমর্থকদের লক্ষ্য করে। "

পুলিশের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন, " বিষ্ণুপুরে একটি ঘটনার কথা আমরা শুনেছি । সেখানে পুলিশ রয়েছে । এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । "

Intro:কাঁকসায় বিজেপির বিজয় উৎসব মিছিল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর, বাড়িতে ঢুকে তাদেরকে হামলার অভিযোগ।আহত এক তৃণমূল কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় উত্তেজনা কাঁকসা থানা এলাকার বিষ্ণুপুর গ্রামে।

কাঁকসা থানা এলাকার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে আজ বিজেপির পক্ষ থেকে বিজয় উৎসব পালিত হচ্ছিল। ২০০ থেকে ২৫০ জন বিজেপি কর্মী সমর্থক সেই বিজয় উৎসব মিছিলে শামিল হয়েছিলেন। অভিযোগ এই মিছিল থেকে হামলা করা হয় তৃণমূল কংগ্রেসের দুই কর্মীর বাড়িতে। বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা জগন্নাথ ঘোষের বাড়িতে প্রথম আক্রমণ করে বিজেপির কর্মী-সমর্থকেরা বলে অভিযোগ। জগন্নাথ ঘোষের বাড়িতে ইটবৃষ্টি হয় এর পাশাপাশি তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা বলেও অভিযোগ। তারপরেই পাশাপাশি বসবাসকারী আরও এক তৃণমূল কংগ্রেস নেতা গৌতম গড়াই এর বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ঢিলের আঘাতে গুরুতর জখম হয় গৌতম বাবর ভাইপো অজয় গড়াই।তাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় ইট, পাটকেল ছোড়ার পাশাপাশি ব্যাপক বোমাবাজি চালায় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে খবর পেয়ে যায় কাঁকসা থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।উল্লেখ্য গত ২৩ শে মে যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হয় সেদিনই এই বিষ্ণুপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় দখল করে নেয় বিজেপি কর্মীসমর্থক রা বলে অভিযোগ উঠেছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই গ্রামের পরিস্থিতি উত্তপ্ত ছিল চাপা।সেই চাপা উত্তেজনা আজ বিস্ফোরণের আকার ধারণ করে। গ্রামে এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত তৃণমূল কংগ্রেস কর্মী অজয় গড়াই কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেখতে যান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি জানান,"" রাজনৈতিকভাবে মোকাবিলা করার পথ বিজেপি র নেতা কর্মীরা অবলম্বন করছে না, তারা জেলায় জেলায় গুন্ডামি চালাচ্ছে। গ্রামে গ্রামে অশান্তি ছড়িয়ে রাজ্যের ভাবমুর্তি কে এবং শান্তি বিনষ্ট করতে চাইছে।এবার আমরাও প্রতিবাদে নয়, প্রতিরোধে নামবো। আমি গ্রামে যাচ্ছি। ""বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, ""আমাদের কর্মীরা শান্ত এবং সংযত ভাবেই পুলিশের অনুমতি নিয়ে বিজয় উৎসব পালন করছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই অশ্রাব্য ভাষায় কটুক্তি করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। তারপর ইট পাটকেল ছোড়া হয় বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে। ""পুলিশের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ পুলিশ কমিশনারেট এর ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন ""বিষ্ণুপুরে একটি ঘটনার কথা আমরা শুনেছি। সেখানে পুলিশ রয়েছে। আহত হয়েছে একজন। তাকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। "" বিষ্ণুপুর গ্রাম গ্রামে চলছে পুলিশি টহল।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.