কাঁকসা, 9 জুন : কাঁকসায় দুই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । জখম 3 তৃণমূল কর্মী । আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি এক । কাঁকসা থানার অন্তর্গত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা ।
আজ গ্রামে BJP-র পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল । 200 থেকে 250 জন BJP কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন । অভিযোগ, মিছিল থেকে হামলা করা হয় গ্রামের দুই তৃণমূল নেতার বাড়িতে । প্রথমে জগন্নাথ ঘোষের বাড়িতে হামলা চালানো হয় । ইটবৃষ্টি হয় । বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চলে । এরপর হামলা করা হয় আরও এক তৃণমূল নেতা গৌতম গড়াইয়ের বাড়িতে । BJP কর্মী-সমর্থকদের ছোড়া ঢিলে জখম হন তৃণমূল কর্মী অজয় গড়াই (গৌতম গড়াইয়ের ভাইপো) । ইটবৃষ্টি ছাড়াও BJP কর্মীরা বোমাবাজি করে বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
উল্লেখ্য, গত 23 তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর বিষ্ণুপুর গ্রামের তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের দখল নেয় BJP । এরপর থেকেই গ্রামে চাপা উত্তেজনা ছিল ।
জখম অজয় গড়াইকে হাসপাতালে দেখতে যান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় । তিনি বলেন, "রাজনৈতিকভাবে মোকাবিলা করার পথ BJP নেতা-কর্মীরা অবলম্বন করছে না । তারা জেলায় জেলায় গুন্ডামি চালাচ্ছে । গ্রামে গ্রামে অশান্তি ছড়িয়ে রাজ্যের ভাবমূর্তি, শান্তি নষ্ট করতে চাইছে । এবার আমরাও প্রতিবাদে নয়, প্রতিরোধে নামব । আমি গ্রামে যাচ্ছি । "
BJP-র পক্ষ থেকে জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, " আমাদের কর্মীরা শান্ত এবং সংযতভাবেই পুলিশের অনুমতি নিয়ে বিজয় উৎসব পালন করছিল । সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয় । তারপর ইট-পাটকেল ছোড়া হয় BJP কর্মী-সমর্থকদের লক্ষ্য করে। "
পুলিশের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP (পূর্ব) অভিষেক মোদি বলেন, " বিষ্ণুপুরে একটি ঘটনার কথা আমরা শুনেছি । সেখানে পুলিশ রয়েছে । এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । "