আসানসোল, 15 ডিসেম্বর: আসানসোল (Asansol news) রেল স্টেশনকে বিশ্বমানের স্টেশন (India Railway) তৈরি করার স্বীকৃতি আগেই মিলেছে । হাবিবগঞ্জের মতো আসানসোলেও গড়ে উঠবে বিশ্বমানের রেলস্টেশন । আর এই স্বীকৃতি মেলার পরেই আসানসোল রেল স্টেশনে প্রথম এল বিশ্বমানের রেল কোচ (world class rail coach in Asansol)। যাত্রীবাহী ট্রেনে অত্যাধুনিক সুযোগ-সুবিধার এই কোচ ভারতে প্রথম বলে জানা গিয়েছে । কয়েক দিনের মধ্যেই আসানসোল-ঝাঁঝা রুটে এই ট্রেনের পথ চলা শুরু হবে ৷
রং চটা ট্রেন, জানলার কাঁচ ভাঙা, শৌচাগার নেই, শক্ত কাঠের পাটাতনের আসন - যাত্রীবাহী ট্রেনের এই চেনা ছবি এবার বদলাতে চলেছে । আসানসোলে এসেছে বিশ্বমানের কোচ । নেদারল্যান্ডসের রেল কোচের আদলে ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে এর ডিজাইন করা হয়েছে । ট্রেনের দরজা মেট্রোর রেকের আদলে হলেও তা আপাতত স্বয়ংক্রিয় নয় ।
যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বসার এবং দাঁড়ানোর জায়গা অনেকখানি বিস্তৃত আকারে রাখা হয়েছে এই ট্রেনে । যাত্রীদের জন্য রয়েছে উন্নত মানের মোটা গদিওয়ালা আসন । প্রতিটি কোচে থাকছে বায়ো-টয়লেট (bio toilet)। শুধু তাই নয়, এই কোচে মেট্রো রেলের মতো থাকবে ডিসপ্লে বোর্ড (display board in train)। এই ডিসপ্লে বোর্ডে পরবর্তী স্টেশনের আগাম সূচনা জানানো হবে যাত্রীদের ৷
আরও পড়ুন: নৈহাটিতে ভ্রাম্যমাণ ভ্যাকসিনেশন ট্রেন
120 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন । এই কোচে উন্নত মানের কল লাগানো হয়েছে । পাশাপাশি ট্রেনে নিরাপত্তার জন্য রাখা হয়েছে সিসিটিভি । প্রতিটি কোচে চারটি করে সিসিটিভি থাকছে । কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে কিংবা এই ট্রেনকে কেউ যদি নষ্ট করতে চায়, সে ক্ষেত্রে সিসিটিভিতে সব ছবি ধরা পড়বে পাইলটের কাছে । পাইলট দ্রুত ব্যবস্থা নিতে পারবেন ।
এই কোচের ইঞ্জিন কেবিনও বেশ অত্যাধুনিক । পাইলটের কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত ৷ ট্রেনের প্রতি বগিতে রয়েছে নিজস্ব সাসপেনশন । অর্থাৎ ট্রেন লাইনচ্যুত হলে বা মেরামতির প্রয়োজনে এই ট্রেনের প্রতিটি কোচকে তৎক্ষণাৎ সাসপেনশন দিয়ে তুলে ফেলা যাবে । আসানসোল রেল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা জানিয়েছেন, কাপুরথালায় নির্মিত এই কোচ প্রথম আসানসোল স্টেশনেই এসেছে । আগামী দিনে এই ধরনের কোচ সমস্ত যাত্রীবাহী ট্রেনে করে ফেলা হবে বলে জানিয়েছেন পরমানন্দ শর্মা ।