ETV Bharat / state

Bidhannagar Cyber Crime Police: ব্যাংক কর্মী পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, ভিনরাজ্য থেকে গ্রেফতার 1 - Police arrested one person

ব্যাংক কর্মী পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা (Bidhannagar Cyber Crime Police) ৷ রাজস্থান থেকে অভিযুক্ত দয়ারাম খিচরকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

Bidhannagar Cyber Crime Police
বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ
author img

By

Published : Feb 28, 2023, 3:21 PM IST

বিধাননগর, 28 ফেব্রুয়ারি: বিধাননগর পুলিশের তৎপরতায় গ্রেফতার প্রতারক (Bidhannagar Cyber Crime Police arrested one) ৷ লক্ষাধিক টাকা প্রতারণার দায়ে দয়ারাম খিচরকে রাজস্থান থেকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ ৷ কেওয়াইসি আপডেট করার নাম করে তিনি ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়েছেন বলে জানা গিয়েছে ৷ সোমবার রাজস্থান পুলিশের সহযোগিতায় তাকে সেই রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

2022 সালের এপ্রিল মাসে সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা সুপ্রিয়া মুখোপাধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে তিনি জানান যে, তার ফোনে একটি মেসেজ আসে (Police arrested one person to Fraud of lakhs of rupees) ৷ যেখানে লেখা ছিল যে তাঁর নেট ব্যাংকিং পরিষেবা সাসপেন্ড করা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে তাঁর কাছে একটি ফোন কল আসে । প্রতিক্ষেত্রেই নিজেকে ব্যাংকের কর্মী হিসাবে পরিচয় দিয়ে কথা বলে এক ব্যক্তি । অভিযোগকারিণীর দাবি, ফোন করে ওই ব্যক্তি তাঁকে বলেন কেওয়াইসি আপডেট করতে হবে ৷ তবেই তাঁর ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু হবে ৷ এই কেওয়াইসি আপডেটের জন্য একটি লিংকে প্রবেশ করতে হবে । সেই লিংকে সুপ্রিয়া দেবী প্রবেশ করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে দু’বারে দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায়। তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে ৷

আরও পড়ুন: ভুয়ো কল সেন্টার থেকে বিদেশিদের প্রতারণা! গ্রেফতার 13

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, সেই টাকা গিয়ে পৌঁছেছে রাজস্থানের সিকর এলাকার এক ব্যক্তির অ্যাকাউন্টে । অবশেষে রাজস্থানে হানা দিয়ে মূল অভিযুক্ত দয়ারামকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ডেবিট কার্ড, চেক বুক-সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ । অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে মঙ্গলবার ৷ তাকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.