ETV Bharat / state

Asansol New Mayor Bidhan Upadhyay : নির্বাচনে প্রার্থী না-হয়েও আসানসোলের মেয়র বিধান, জন্মদিনের সেরা উপহার

ভোটে না দাঁড়িয়েও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় । ডেপুটি মেয়র নির্বাচিত হলেন 2 জন (Asansol New Mayor Bidhan Upadhyay)।

author img

By

Published : Feb 18, 2022, 9:40 PM IST

Updated : Feb 18, 2022, 9:49 PM IST

bidhan upadhyay
জন্মদিনের সেরা উপহার

আসানসোল, 18 ফেব্রুয়ারি: জন্মদিনের সেরা উপহার পেলেন আসানসোলের নব নির্বাচিত মেয়র বিমান উপাধ্যায় (New Mayor of Asansol)। পৌর নিগমের ভোটে না-দাঁড়িয়েও আসানসোলের মেয়র নির্বাচিত হয়েছেন । ডেপুটি মেয়র হলেন অভিজিৎ ঘটক ও ওয়াসিম উল হক । শুক্রবার কালীঘাটের তৃণমূলের প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠকে চার পৌরনিগমের মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয় । আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অমরনাথ চট্টোপাধ্যায় । মেয়র নির্বাচিত হওয়ার পর বিধান উপাধ্যায় বলেন, "চমকপ্রদ সিদ্ধান্ত দলের । আমি খুশি । আগামিদিনে আসানসোলকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করব।"

আরও পড়ুন: Mayor of Bidhannagar : বিধাননগরের মেয়র কৃষ্ণাই, চেয়ারম্যান সব্যসাচী

নব নির্বাতিত মেয়র বিধান উপাধ্যায়ের আজই জন্মদিন (Asansol New Mayor Bidhan Upadhyay) । জন্মদিনে উপহার পেলেন দলের তরফে । কারণ মেয়র হওয়ার দৌড়ে ছিলেন না তিনি ৷ মেয়র হিসাবে যে ৪ জন হেভিওয়েট প্রার্থীর নাম উঠে এসেছিল তারা হলেন প্রাক্তন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক, বিশিষ্ট শিক্ষাবিদ অমিতাভ বসু এবং তপন বন্দ্যোপাধ্যায় । যদিও সমস্ত জল্পনা পেরিয়ে বিমান উপাধ্যায়ের নাম ঘোষণা হল মেয়র হিসাবে । বিমান উপাধ্যায় বারাবনি বিধানসভা থেকে 3 বারের নির্বাচিত বিধায়ক । বর্তমানে দলের জেলা সভাপতি । তবে মেয়র হওয়ায় তাঁকে দলের পক্ষ থেকে অন্য কোনও আসনে জিতিয়ে আনবে তৃণমূল ।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে 'এক ব্যক্তি এক পদ' নিয়ে বিতর্ক ছড়িয়েছিল । মেয়র হিসেবে নিজেকে আশা করেছিলেন আসানসোলের প্রাক্তন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । এই খবর শোনার পর স্বাভাবিক কারণে একটু হতাশ । অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "ভেবেছিলাম একটু উচ্চপদ পাব ৷ কারণ প্রশাসনিক পদে ভাল রকমের দায়িত্ব সামলে ছিলাম । যাই হোক চেয়ারম্যান পদটিও সম্মানজনক । দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিলাম ৷"

আসানসোল, 18 ফেব্রুয়ারি: জন্মদিনের সেরা উপহার পেলেন আসানসোলের নব নির্বাচিত মেয়র বিমান উপাধ্যায় (New Mayor of Asansol)। পৌর নিগমের ভোটে না-দাঁড়িয়েও আসানসোলের মেয়র নির্বাচিত হয়েছেন । ডেপুটি মেয়র হলেন অভিজিৎ ঘটক ও ওয়াসিম উল হক । শুক্রবার কালীঘাটের তৃণমূলের প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠকে চার পৌরনিগমের মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয় । আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অমরনাথ চট্টোপাধ্যায় । মেয়র নির্বাচিত হওয়ার পর বিধান উপাধ্যায় বলেন, "চমকপ্রদ সিদ্ধান্ত দলের । আমি খুশি । আগামিদিনে আসানসোলকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করব।"

আরও পড়ুন: Mayor of Bidhannagar : বিধাননগরের মেয়র কৃষ্ণাই, চেয়ারম্যান সব্যসাচী

নব নির্বাতিত মেয়র বিধান উপাধ্যায়ের আজই জন্মদিন (Asansol New Mayor Bidhan Upadhyay) । জন্মদিনে উপহার পেলেন দলের তরফে । কারণ মেয়র হওয়ার দৌড়ে ছিলেন না তিনি ৷ মেয়র হিসাবে যে ৪ জন হেভিওয়েট প্রার্থীর নাম উঠে এসেছিল তারা হলেন প্রাক্তন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক, বিশিষ্ট শিক্ষাবিদ অমিতাভ বসু এবং তপন বন্দ্যোপাধ্যায় । যদিও সমস্ত জল্পনা পেরিয়ে বিমান উপাধ্যায়ের নাম ঘোষণা হল মেয়র হিসাবে । বিমান উপাধ্যায় বারাবনি বিধানসভা থেকে 3 বারের নির্বাচিত বিধায়ক । বর্তমানে দলের জেলা সভাপতি । তবে মেয়র হওয়ায় তাঁকে দলের পক্ষ থেকে অন্য কোনও আসনে জিতিয়ে আনবে তৃণমূল ।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে 'এক ব্যক্তি এক পদ' নিয়ে বিতর্ক ছড়িয়েছিল । মেয়র হিসেবে নিজেকে আশা করেছিলেন আসানসোলের প্রাক্তন প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । এই খবর শোনার পর স্বাভাবিক কারণে একটু হতাশ । অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "ভেবেছিলাম একটু উচ্চপদ পাব ৷ কারণ প্রশাসনিক পদে ভাল রকমের দায়িত্ব সামলে ছিলাম । যাই হোক চেয়ারম্যান পদটিও সম্মানজনক । দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিলাম ৷"

Last Updated : Feb 18, 2022, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.