ETV Bharat / state

Sangeet Mela: আসানসোলে দেড়শো শিল্পীকে নিয়ে চলছে বাংলা গানের মেলা - বাংলা গান মেলা

আসানসোল রীবন্দ্রভবনে তিনদিন ব্যপী আয়োজন করা হয়েছে বাংলা গান মেলার ৷ যা চলবে আগামী রবিবার পর্যন্ত ৷ কলকাতা ও আসানসোল মিলিয়ে 150 জন শিল্পী অংশ গ্রহণ করছেন এই সঙ্গীত মেলায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 6, 2023, 2:07 PM IST

আসানসোলে দেড়শো শিল্পীকে নিয়ে বাংলা গানের মেলা

আসানসোল, 6 মে: একেবারে ঝাড়খন্ড লাগোয়া মহকুমা । মিশ্র সংস্কৃতির শহর আসানসোল । যেখানে কয়েকদিন আগেই 'বাংলা গেল গেল...' রব তুলেছিলেন বুদ্ধিজীবিরা ৷ সেখানেই নিন্দুকদের মুখ ছাই ! শিল্পী সংগঠন আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির তরফে বাংলা সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে । শুক্রবার শহরের রবীন্দ্রভবনে শুরু হওয়া এই সঙ্গীতের মহাযজ্ঞ চলবে তিনদিন ব্যাপী ৷ কলকাতা ও আসানসোল-সহ 150 জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন এই সঙ্গীত মেলায় ।

কলকাতায় সরকারি উদ্যোগে সঙ্গীত মেলা হয় । গতবছর কোভিড মহামারির পর বাংলা সঙ্গীত মেলা শুরু হয় আসানসোলে । শিল্পীরা নিজেদের তাগিদে শুরু করেছেন এই বাংলা সঙ্গীত মেলার । দীর্ঘ করোনা কালের পর শিল্পীরা গত বছর এই সঙ্গীতমেলার হাত ধরেই মঞ্চে ফিরেছিলেন । দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ দূর-দূরান্ত থেকে সংগীত প্রেমী মানুষ-জন এসেছিলেন শিল্পীদের গান শুনতে । বাংলা গান শোনার জন্য কানায়-কানায় ভর্তি হয়ে গিয়েছিল রবীন্দ্রভবন ।

এবার তাই তিনদিনের জন্য আয়োজন করা হয়েছে গান মেলার । শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে বাংলা সঙ্গীত মেলা । চলবে আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত । কলকাতার নামী শিল্পীদের সঙ্গে আসানসোলের 120 জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন । তাতে ধ্রুপদী থেকে শুরু করে আধুনিক, পুরাতনী, লোকগান সমস্ত কিছুই থাকছে ।

আয়োজক সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসক ও সঙ্গীতশিল্পী অশোক চট্টোপাধ্যায় বলেন, "এই মিশ্র সংস্কৃতির শিল্পাঞ্চলে বাংলা গানে কোথাও ভাটা পড়েছিল । তাকে বাঁচিয়ে রাখতে এই বাংলা সঙ্গীত মেলার আয়োজন । মানুষজনের উচ্ছ্বাসে আমরা আরও উৎসাহিত হয়েছি ।"

আরও পড়ুন : বাংলা গানের গরিমা ধরে রাখতে আসানসোলে গান মেলা

আরেক সঙ্গীত শিল্পী সন্দীপ কুমার ঘোষ জানান, গতবারে মানুষের উৎসাহ দেখে এবং কানায় কানায় ভর্তি রবীন্দ্রভবন দেখে এই বছর তিনদিন ধরে সঙ্গীত মেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে । এবারেও দারুণ সাড়া পড়েছে শিল্পী ও দর্শক উভয়ের মধ্যেই । সপ্তাহান্তে এখন আসানসোলের মানুষের ডেস্টিনি বিএনআর মোড়ে রবীন্দ্রভবন । যেখানে বাংলা গানের জন্য জমজমাট আয়োজন ।

আসানসোলে দেড়শো শিল্পীকে নিয়ে বাংলা গানের মেলা

আসানসোল, 6 মে: একেবারে ঝাড়খন্ড লাগোয়া মহকুমা । মিশ্র সংস্কৃতির শহর আসানসোল । যেখানে কয়েকদিন আগেই 'বাংলা গেল গেল...' রব তুলেছিলেন বুদ্ধিজীবিরা ৷ সেখানেই নিন্দুকদের মুখ ছাই ! শিল্পী সংগঠন আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির তরফে বাংলা সঙ্গীত মেলার আয়োজন করা হয়েছে । শুক্রবার শহরের রবীন্দ্রভবনে শুরু হওয়া এই সঙ্গীতের মহাযজ্ঞ চলবে তিনদিন ব্যাপী ৷ কলকাতা ও আসানসোল-সহ 150 জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন এই সঙ্গীত মেলায় ।

কলকাতায় সরকারি উদ্যোগে সঙ্গীত মেলা হয় । গতবছর কোভিড মহামারির পর বাংলা সঙ্গীত মেলা শুরু হয় আসানসোলে । শিল্পীরা নিজেদের তাগিদে শুরু করেছেন এই বাংলা সঙ্গীত মেলার । দীর্ঘ করোনা কালের পর শিল্পীরা গত বছর এই সঙ্গীতমেলার হাত ধরেই মঞ্চে ফিরেছিলেন । দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ দূর-দূরান্ত থেকে সংগীত প্রেমী মানুষ-জন এসেছিলেন শিল্পীদের গান শুনতে । বাংলা গান শোনার জন্য কানায়-কানায় ভর্তি হয়ে গিয়েছিল রবীন্দ্রভবন ।

এবার তাই তিনদিনের জন্য আয়োজন করা হয়েছে গান মেলার । শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে বাংলা সঙ্গীত মেলা । চলবে আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত । কলকাতার নামী শিল্পীদের সঙ্গে আসানসোলের 120 জন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন । তাতে ধ্রুপদী থেকে শুরু করে আধুনিক, পুরাতনী, লোকগান সমস্ত কিছুই থাকছে ।

আয়োজক সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসক ও সঙ্গীতশিল্পী অশোক চট্টোপাধ্যায় বলেন, "এই মিশ্র সংস্কৃতির শিল্পাঞ্চলে বাংলা গানে কোথাও ভাটা পড়েছিল । তাকে বাঁচিয়ে রাখতে এই বাংলা সঙ্গীত মেলার আয়োজন । মানুষজনের উচ্ছ্বাসে আমরা আরও উৎসাহিত হয়েছি ।"

আরও পড়ুন : বাংলা গানের গরিমা ধরে রাখতে আসানসোলে গান মেলা

আরেক সঙ্গীত শিল্পী সন্দীপ কুমার ঘোষ জানান, গতবারে মানুষের উৎসাহ দেখে এবং কানায় কানায় ভর্তি রবীন্দ্রভবন দেখে এই বছর তিনদিন ধরে সঙ্গীত মেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে । এবারেও দারুণ সাড়া পড়েছে শিল্পী ও দর্শক উভয়ের মধ্যেই । সপ্তাহান্তে এখন আসানসোলের মানুষের ডেস্টিনি বিএনআর মোড়ে রবীন্দ্রভবন । যেখানে বাংলা গানের জন্য জমজমাট আয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.