আসানসোল, 21 মার্চ : আসানসোল রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র ছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় । ছোটোবেলায় খুব কষ্টের মধ্যেই পড়াশুনো করেছিলেন । তাই রামকৃষ্ণ মিশনে গিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা, স্বামীজির মূর্তিতে প্রণাম করে প্রচার শুরু করলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ।
আজ সকালে রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরে যান কৃষ্ণেন্দু । দলীয় সমর্থকরা তাঁর সঙ্গে গেলেও, মন্দিরের পরিবেশ ও নীরবতা যাতে বজায় থাকে তাই সবাইকে গেটের বাইরে থাকতে বলেন । মন্দিরের ভিতরে একাই যান । বেশ কিছুক্ষণ একাগ্র চিত্তে ধ্যান করেন । তারপর সেখান থেকে বেরিয়ে আসেন । তবে মন্দির চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও রাজনীতির কথা তাঁর গলায় শোনা গেল না ৷ শুধু বললেন, "নির্বাচন আছে, আসবে, যাবে । কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কোনও রাজনীতির কথা আমাকে বলতে বলবেন না ।" আবেগতাড়িত গলায় বললেন, "এখান থেকেই পড়াশুনো করেছি । এখানে প্রায় আসি । একটা অদ্ভুত শক্তি পাই ।"
আরও পড়ুন, 'যন্ত্রণা' নিয়েই বিজেপি-সঙ্গে সপরিবার শিশির
প্রসঙ্গত, এই কেন্দ্রে তাঁর বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মলয় ঘটক । তিনিও আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র । যদিও সে প্রসঙ্গ এড়িয়ে গেলেন কৃষ্ণেন্দু ৷ শুধু বললেন "ঠাকুর যা চাইবেন, তাই হবে ।"