দুর্গাপুর, 27 মার্চ : তৃণমূল কর্মীর বাড়িতে ইট-পাটকেল মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ ৷ ঘটনাটি ফরিদপুর থানার লস্করবাঁধ এলাকায় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
ঘটনার সূত্রপাত গতকাল বিকেল নাগাদ। লাউদোহা ফরিদপুরের তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় অভিযোগ করেন, কমলাকান্ত মণ্ডল নামে তাঁদের এক কর্মীর বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা। এমনকী, তাঁকে মারধর করা হয়েছে এবং পরিজনদের উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- লাইভ : সকাল নটা পর্যন্ত ভোট পড়ল 8.98 শতাংশ
কমলাকান্তবাবু জানিয়েছেন, বিজেপি কর্মীরা বারবার তাঁকে দলবদলের জন্য় চাপ দিচ্ছিল ৷ কিন্তু তিনি তা নাকচ করে দেন ৷ গতকাল সকালে স্থানীয় এলাকায় তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন তিনি ৷ অভিযোগ, সেকারণে তাঁর বাড়িতে হামলা চালায় বিজেপি ৷
যদিও তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে ৷ বিজেপির পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, তাঁদের কর্মীদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় বিজেপি কর্মীরা লাউদোহা ফরিদপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। আজ সকালে ওই এলাকায় পিকেট বসানো হয়েছে ৷
এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তারা ৷