দুর্গাপুর, 19 এপ্রিল : পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির সমর্থনে জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সভাতে জনসমাগম নিয়ে প্রশ্ন ওঠে ৷ সম্বর্ধনার দেওয়ার রীতি রেওয়াজে না গিয়ে মাত্র 20 মিনিটের মতো সভাস্থলে ছিলেন অমিত শাহ ৷ বিরোধীরা কটাক্ষ করে বলছেন, মাত্র আড়াই হাজার লোকের সামনে তড়িঘড়ি নিজের বক্তব্য রেখে বেরিয়ে গেলেন অমিত শাহ ৷ বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য়ের শাসক দলের পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীও ৷
অমিত শাহের সভা নিয়ে বিরোধীদের কটাক্ষ, বাংলাতে ‘পাড়ার ছেলে’-র মতো প্রচারে আসা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাণ্ডবেশ্বরের মাদারবুনিতে প্রচারে এসে মানুষের সমাগম দেখতে পেলেন না । মেরে কেটে মাত্র আড়াই হাজার লোক ছিলেন সভায় ৷ তারমধ্যে অমিত শাহ বক্তব্য শুরু করার পর বহু মানুষ মাঠ ছাড়েন ৷
আরও পড়ুন : নন্দীগ্রাম থেকে এবার বীরভূমে নগেন্দ্র, বদলি আরও তিন পুলিশ আধিকারিক
এসব শুনে পাণ্ডবেশ্বরের তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ করলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীকে পাণ্ডবেশ্বরের মানুষ দেখিয়ে দিলেন যে তাঁরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নেই । ধন্যবাদ পাণ্ডবেশ্বরের মানুষকে ।" এটা ঠিক যে পাণ্ডবেশ্বরের মাদারবুনিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সভা তেমন জমেনি । আমজনতার উপস্থিতি খুব বেশি ছিল না ।