ETV Bharat / state

পালাতে না পেরে গোদা বড় বীর, মমতাকে কটাক্ষ মীনাক্ষীর - assembly election 2021

মীনাক্ষীর কথায়, গ্রামাঞ্চলে ফাইলেরিয়া রোগগ্রস্ত মানুষদের কটাক্ষ করে "গোদা" বলা হয়। আজ সভায় একটি গল্প বলতে গিয়ে মমতাকে "গোদা বড় বীর" বলে কটাক্ষ করেন মীনাক্ষী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত দলের রানিও বলেছেন ।

Minakkhi
মীনাক্ষী মুখোপাধ্য়ায়
author img

By

Published : Apr 21, 2021, 5:31 PM IST

কুলটি, 21 এপ্রিল : তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ফাইলেরিয়া রোগগ্রস্ত রোগীদের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই এম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায় ৷ আজ কুলটির নিয়ামতপুরে দলের প্রচারসভায় অংশ নেন তিনি ৷ সেখানেই ওই মন্তব্য় করেন ৷

আরও পড়ুন- অক্সিজেন ট্রাঙ্কার লিক করে নাসিকে মৃত 22

কী বলেছেন মীনাক্ষী মুখোপাধ্য়ায় -

মীনাক্ষীর কথায়, গ্রামাঞ্চলে ফাইলেরিয়া রোগগ্রস্ত মানুষদের কটাক্ষ করে "গোদা" বলা হয়। আজ সভায় একটি গল্প বলতে গিয়ে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, পালাতে না পেরে গোদা বড় বীর ৷ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত দলের রানিও বলেছেন । মীনাক্ষীর ওই বক্তব্য়ের পর অনেকেই তাঁর সমালোচনা করেছেন ৷ বলেছেন, ওই মন্তব্য় করে এক শ্রেণির মানুষকে অপমান করেছেন মীনাক্ষী ৷

মীনাক্ষীর বক্তব্য়

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে ফোন করা হয়েছিল কুলটির তৃণমূল কংগ্রেস নেতা মহেশ্বর মুখোপাধ্য়ায়কে ৷ তিনি এপ্রসঙ্গে বলেন, " আমি নিজে শুনিনি। যদি উনি (পড়ুন মীনাক্ষী) বলে থাকেন তাহলে বিশেষ রোগে ভোগা মানুষদের উদাহরণ স্বরূপ ব্যবহার করে তাঁদের কটাক্ষ করছেন।" যদিও বিষয়টি নির্বাচন কমিশনে জানাবেন কি না সে বিষয়ে কিছু বলেননি তৃণমূল নেতারা।

কুলটি, 21 এপ্রিল : তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ফাইলেরিয়া রোগগ্রস্ত রোগীদের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই এম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্য়ায় ৷ আজ কুলটির নিয়ামতপুরে দলের প্রচারসভায় অংশ নেন তিনি ৷ সেখানেই ওই মন্তব্য় করেন ৷

আরও পড়ুন- অক্সিজেন ট্রাঙ্কার লিক করে নাসিকে মৃত 22

কী বলেছেন মীনাক্ষী মুখোপাধ্য়ায় -

মীনাক্ষীর কথায়, গ্রামাঞ্চলে ফাইলেরিয়া রোগগ্রস্ত মানুষদের কটাক্ষ করে "গোদা" বলা হয়। আজ সভায় একটি গল্প বলতে গিয়ে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, পালাতে না পেরে গোদা বড় বীর ৷ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত দলের রানিও বলেছেন । মীনাক্ষীর ওই বক্তব্য়ের পর অনেকেই তাঁর সমালোচনা করেছেন ৷ বলেছেন, ওই মন্তব্য় করে এক শ্রেণির মানুষকে অপমান করেছেন মীনাক্ষী ৷

মীনাক্ষীর বক্তব্য়

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে ফোন করা হয়েছিল কুলটির তৃণমূল কংগ্রেস নেতা মহেশ্বর মুখোপাধ্য়ায়কে ৷ তিনি এপ্রসঙ্গে বলেন, " আমি নিজে শুনিনি। যদি উনি (পড়ুন মীনাক্ষী) বলে থাকেন তাহলে বিশেষ রোগে ভোগা মানুষদের উদাহরণ স্বরূপ ব্যবহার করে তাঁদের কটাক্ষ করছেন।" যদিও বিষয়টি নির্বাচন কমিশনে জানাবেন কি না সে বিষয়ে কিছু বলেননি তৃণমূল নেতারা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.